Mala
Anjan Dutt Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

শিরোনামঃ সবাই
কন্ঠঃ অঞ্জন দত্ত
সুরঃ নীল দত্ত
সঙ্গীত পরিচালকঃ নীল দত্ত
মুভিঃ রঞ্জনা আমি আর আসবো না
সবাই কেন গাইতে গেলে প্রেমের গান'ই
গায়
ঘুরে ফিরে ভালোবাসার কথাটাই
আমি অন্য কিছু গাইবো বলে তোমার কাছে
এসে
সবাই কেবল সবাই হয়ে যাই
সবাই আগলে রাখে তাদের শরীরের ভেতরে
ভালোবাসার সত্যি কথাটাই
আমি অন্য কিছু করবো বলে তোমার কাছে
এসে
আমি সবাই কেবল সবাই হয়ে যাই
তাই সবার মতো লিখছি আমি একটা
প্রেমের গান
সবার মতো তোমাকেই চাই
বলছি তোমায় একই কথা গীতিবিতান
আমি অন্য কিছু নই আমি সবাই
আমার আকাশ আমি যতই হাজার অন্য রঙে
আকি
আকাশ সে তো নীল'ই থেকে যায়
আমার সাদা কালো শহর সেতো সাদা-
কালো'ই থাকে
আমি যত রঙিন নিয়ন জ্বালাই
কত হাজার হাজার শরীর আমায় রোজ ছুয়ে
যাচ্ছে
তাদের গন্ধ আমার নাকে মুখে গায়
নিয়ে চলছি আমি তাদের লজ্জা আমার
দু'চোখে
আমায় নিয়ে চলছে যে সবাই
তাই সবার মতো উঠতে হবে আমাকেও কাধে
হয়ে যেতে হবে একই গঙ্গায়




আমি অন্য কারো হাতের ভেতর একমুঠো ছাই
আমি অন্য কিছু নই আমি সবাই

Overall Meaning

The song "Sobai" by Anjan Dutt is a reflection on the nature of love and how it is portrayed in popular music. The singer questions why love songs are so prevalent and why they always seem to revolve around the same themes. Rather than singing about the usual platitudes of love, the singer intends to sing about something else entirely, perhaps a more complex or nuanced view of relationships.


Throughout the song, the singer emphasizes that everyone is the same and that we are all united no matter our backgrounds or experiences. Despite this, the singer recognizes that society often tries to divide people based on their differences, which leads to a sense of isolation and loneliness. In contrast, the singer seeks to bridge the divide between people by singing about something more meaningful than the usual love songs.


Overall, "Sobai" is a commentary on the limitations of popular music and how it reinforces certain stereotypes about love and relationships. By breaking free from the usual tropes of love songs, the singer hopes to create a space for something more authentic and real.


Line by Line Meaning

শিরোনামঃ সবাই
Everyone is equal in this


সবাই কেন গাইতে গেলে প্রেমের গান'ই
Why does everyone sing love songs?


ঘুরে ফিরে ভালোবাসার কথাটাই
Just going around with the word 'love'


আমি অন্য কিছু গাইবো বলে তোমার কাছে এসে
I will sing something else, I come to you and say


সবাই কেবল সবাই হয়ে যাই
Everyone becomes everyone


সবাই আগলে রাখে তাদের শরীরের ভেতরে
Everyone keeps them inside their body


ভালোবাসার সত্যি কথাটাই
The true word of love


আমি অন্য কিছু করবো বলে তোমার কাছে
I will do something else and tell you


আমি সবাই কেবল সবাই হয়ে যাই
I become everyone


তাই সবার মতো লিখছি আমি একটা প্রেমের গান
So I write a love song like everyone else


সবার মতো তোমাকেই চাই
Like everyone else, I want you


বলছি তোমায় একই কথা গীতিবিতান
I am telling you the same thing in the songbook


আমি অন্য কিছু নই আমি সবাই
I am not something else, I am everyone


আমার আকাশ আমি যতই হাজার অন্য রঙে আকি
My sky, I paint it in a thousand different colors


আকাশ সে তো নীল'ই থেকে যায়
But the sky is still blue


আমার সাদা কালো শহর সেতো সাদা- কালো'ই থাকে
My black and white city remains the same black and white


আমি যত রঙিন নিয়ন জ্বালাই
I light up a colorful spark in my eyes


কত হাজার হাজার শরীর আমায় রোজ ছুয়ে যাচ্ছে
So many thousands of bodies touch me every day


তাদের গন্ধ আমার নাকে মুখে গায়
Their smells sing in my nose and mouth


নিয়ে চলছি আমি তাদের লজ্জা আমার দু'চোখে
Taking their shame in my two eyes


আমায় নিয়ে চলছে যে সবাই
Everyone is taking me with them


তাই সবার মতো উঠতে হবে আমাকেও কাধে
So I have to rise like everyone else


হয়ে যেতে হবে একই গঙ্গায়
And I have to go in the same river


আমি অন্য কারো হাতের ভেতর একমুঠো ছাই
I am just a handful of dust inside someone else's palm




Contributed by Bentley N. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comment from YouTube:

@prottoysaha2

তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল
আজ বারোই মে তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেনী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে
নিয়ে হাজার বিদেশি উপহার
এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার
এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার।
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?
তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটাচলা সোফিয়া লরেন;
তোমার গন্ধ ফরাসী আনায় আনায়, অভিমান অপর্না সেন;
বৃষ্টি এলে চলে যাও জেয়সালমির, শীতকালে গোডাই ক্যানাল;
দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান;
তোমারই জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা
সাতার শেখার আলিয়াস ফ্রাসে দিনগুলি ঘেরা
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?
মনে পড়ে কি সেই মৌলালির মোড় বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন যেভাবে হোক যেমন করেই
ছিলনা যে কিছুই বেঁচার আমার গেলাম তাই যে হেরে
আজ রে ব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ লুকোতে পারবে না
এন্টালী সিনেমার পেছনের বস্তির মৌলালির মালা।
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে, মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটাও
আমি চিনি, আমি জানি তোমাকে, তোমাকে!

Source: Musixmatch



All comments from YouTube:

@THEVAGABONDSTORYTELLERS

Peter Sarstedt এর অনবদ্য গান Where do you go to my lovely এর অনবদ্য আত্মস্থ করা, বাংলা ভাষায়। অঞ্জনদাই পারে এভাবে...

@rkpriest6614

All credits to Anjan Dutt but its disrespectful from saregama to not share this information on song credits. that's unprofessional and literally a crime against music.

@raselislam2361

বেছে থাকতে শক্তি যোগায় এই গান গুলো
আসাধারণ

@alaminsawpon7113

২০২১ সালের ২৫ নভেম্বর। আমার মালাকে আমি ছেড়ে দিলাম। আর এখন বোকার মতো ঘুরে ঘুরে অঞ্জন দত্তের গান শুনি৷ ❤️❤️❤️

@souradeepbasu4654

Amio

@sobujmajumdar3228

Amio

@md.fokruzzamanmojumder3998

ভালো করেছেন।মালার বদলে এখন চেইন পাবেন

@subhadipchakraborty1338

13th may 2019☺️

@nooralifantor8481

Come on.

6 More Replies...

@Priyo_Gan

যতোদিন বেঁচে থাকবো ততোদিন এই গান শুনবো, কখনো বিরক্ত হবে না অঞ্জন দত্তের গান 🍁🍁

More Comments

More Versions