Parents
Another Bad Creation Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

শুরু যখন
প্রথম দেখা
আবেগ সব
জমিয়ে রাখা
দোষী মন
তোমাকে চাওয়ার।
নেই কি আজ
কিছুই পাওয়ার।।

আমার দেখা
স্বপ্ন গুলো
নির্বাক মনে
রয়ে গেল
অসময়ে, অকারনে
স্মৃতির উকি
জাগে মনে
আজ তোমার
থেকে দুরে
ডেকেছি
নির্বাক সুরে
বন্ধি খাচায়
পেরেক ঠুকে
আছো চার

দেয়াল জুরে।

কেদেছি
একাই
দারিয়ে
পথে
সময়ের ব্যবধানে

তুমি দুরে
বহু দুরে

তোমায় ভেবে শৈশব কেটেছে
দিন রাত শুধু এই মন
তোমায় ভেবেছে।
কোথায় তুমি ভালবাসা শিখিয়ে
ভালবাসি আজও সব
বাধা পেরিয়ে।
হারালে তুমি আধার অন্ধকারে
ভালবাসে মন কাল ভালবেসেছে যারে।
মনে কি পরে স্বপ্ন দেখা এক সাথে
একা আরালে বসে কেদেছি সেই রাতে।
সেই দিন চলে গেছ
জানি ফিরবে না,
পাশ থেকে চলে গেলেও জানি
চিনবে না।
তবু স্বপ্ন দেখা আজও ছাড়ি নি
তোমায় পাওয়ার আশা আজও হারি নি।
সে বৃষ্টি ভেজা রাতে

দেখেছি আরাল হতে
কাদি আজও বসে

তোমার আঘাতে

আজও প্রার্থনা শুধু তোমায় নিয়ে
আজও আছি অপেক্ষায় তোমার পথ চেয়ে।

কেদেছি একাই
দারিয়ে পথে
সময়ের ব্যবধানে
তুমি দুরে, বহু দুরে

শুরু যখন
প্রথম দেখা
আবেগ সব
জমিয়ে রাখা
দোষী মন
তোমাকে চাওয়ার।




নেই কি আজ
কিছুই পাওয়ার।।

Overall Meaning

The lyrics of Another Bad Creation’s song “Parents” speak about the longing for someone who was once close to the singer but is now distant. The song starts with reminiscing about the first meeting and how much emotion was present at that time. The singer admits to having a “faulty heart” and wanting the distant person back in their life. The memories come flooding back, and the singer feels a nostalgia that is hard to ignore. They are reaching out to the other person, hoping that they feel the same way and that there is a possibility of rekindling their relationship. The lyrics are filled with emotion and longing, which is emphasized by the use of imagery like “bonds intertwined” and “secluded room.”


Line by Line Meaning

শুরু যখন
When it all started


প্রথম দেখা
Our very first encounter


আবেগ সব
Emotions of all kinds


জমিয়ে রাখা
Bottled up within me


দোষী মন
A guilty conscience


তোমাকে চাওয়ার।
Wanting you


নেই কি আজ
Isn't there anything today


কিছুই পাওয়ার।।
That can satisfy me?


আমার দেখা
Things I have seen


স্বপ্ন গুলো
All of my dreams


নির্বাক মনে
In my clear mind


রয়ে গেল
Have become entangled


অসময়ে, অকারনে
Unexpectedly, inexplicably


স্মৃতির উকি
The echo of memories


জাগে মনে
Resonates in my mind


আজ তোমার
Today, you are


থেকে দুরে
So far away


ডেকেছি
I have searched for you


নির্বাক সুরে
With a clear voice


বন্ধি খাচায়
Trapped in my grasp


পেরেক ঠুকে
Holding on tightly


আছো চার
But you are still far


দেয়াল জুরে।
Walled off from me


কেদেছি
I walked


একাই
Alone


দারিয়ে
Going down the path


পথে
Of time


সময়ের ব্যবধানে
On the tide of time


তুমি দুরে
You are far away


বহু দুরে
Miles away


তোমায় ভেবে শৈশব কেটেছে
Thinking back to our childhood


দিন রাত শুধু এই মন
Day and night, only this heart


তোমায় ভেবেছে।
Is thinking of you


কোথায় তুমি ভালবাসা শিখিয়ে
Where did you learn to love


ভালবাসি আজও সব
I still love you just the same


বাধা পেরিয়ে।
Overcoming all obstacles


হারালে তুমি আধার অন্ধকারে
If you get lost in the darkness


ভালবাসে মন কাল ভালবেসেছে যারে।
Remember, the heart that loved you in the past


মনে কি পরে স্বপ্ন দেখা এক সাথে
Do you remember the time we dreamed together


একা আরালে বসে কেদেছি সেই রাতে।
Sitting alone on that rainy night


সেই দিন চলে গেছ
Those days are gone


জানি ফিরবে না,
They will never come back


পাশ থেকে চলে গেলেও জানি
Even though you walk past me, I know


চিনবে না।
You won't recognize me


তবু স্বপ্ন দেখা আজও ছাড়ি নি
Still, I haven't given up on dreaming


তোমায় পাওয়ার আশা আজও হারি নি।
I haven't lost hope of finding you


সে বৃষ্টি ভেজা রাতে
On that rainy night


দেখেছি আরাল হতে
I saw you, drenched in the rain


কাদি আজও বসে
Sitting there, crying


তোমার আঘাতে
As if hurt by your own blow


আজও প্রার্থনা শুধু তোমায় নিয়ে
Still, my prayers are only for you


আজও আছি অপেক্ষায় তোমার পথ চেয়ে।
Still, I am waiting for you and seeking your path




Contributed by Katherine D. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

More Versions