Cancer
Aurthohin Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

আজ রাতটা অন্যরকম, দেখছি চারিদিক ধূসর
উজ্জ্বল চোখে এদিক সেদিক... নেই কেউ পাশে
এটাই তো মোক্ষম সময়, তোমার সাথে মত বিনিময়
শুনবে না কেউ তোমার হাহাকার, শেষ যুদ্ধে

ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
তুমি তো আজ মিশে গেছো শিরায়
হাসছো এখন উপহাস করে আমায়

হারিয়ে যাই নি
এখনো চলছে এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্নবুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
এখনো আছে বাকি সময় কিছুটা
হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া
থাকবে না তোমার কোন চিহ্ন আর

যতই ভাবো আসবে সুদিন... যতই ভাবো নেই আমি আর
যতই ভাবো দেখছো আলো... আসবো ফিরে
আমি তো ঐ নখের মত... অথবা ঐ চুলগুলো
কেটে ফেলবে জানি আমায়.আবার হবো উদয়

ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
তুমি তো আজ মিশে গেছো শিরায়
হাসছো এখন উপহাস করে আমায়

হারিয়ে যাই নি
এখনো চলছে এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্নবুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
এখনো আছে বাকি সময় কিছুটা
হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া
থাকবে না তোমার কোন চিহ্ন আর

ছিলো আমার এই রক্ত কালো
চুরি করেছিলে তুমি আমার স্বপ্ন
ঢুকেছিলে তুমি আমার ভেতর
নেই তুমি আজ চারিপাশে কোথাও

হারিয়ে যাই নি
দেখো চলছে আজো এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্নবুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
দেখো হাতের মুঠোয় এই পৃথিবীটা




হয়তো আসবে তুমি ছড়াতে বিশাক্ততা
দেখবো তোমার পরাজয় আবার

Overall Meaning

The lyrics of the song "Cancer" by Aurthohin describe the feelings of the singer after the loss of a loved one. The night feels different and bleak, with no one around to comfort the singer. The singer sees this as a time of liberation, where they exchange themselves for their loved one. The singer reminisces about the countless dreams they had, which were lost after they were immersed in darkness. The loved one seemed to have left their body, and the singer generalizes their sorrowful experience with the word, "Cancer." The singer feels that they are losing their grip on life, and without their loved one, they are nothing. The singer acknowledges that they will keep moving and won't ever lose the love they had for their lost one.


A striking aspect of "Cancer" is the way the lyrics are written; the lyricist uses metaphors to express the singer's emotions. For example, "কেটে ফেলবে জানি আমায়.আবার হবো উদয়," which translates to "I know that you will cut me down, but I will rise again" conveys the idea that the singer knows that the loss of a loved one will have severe implications for them, but they still hope to get up and continue living their lives.


Overall, "Cancer" is a beautiful song that touches on themes of loss, grief, hope, and resilience. The poetic language and the use of metaphors from start to finish of the song make it an incredibly evocative piece of music.



Line by Line Meaning

আজ রাতটা অন্যরকম, দেখছি চারিদিক ধূসর
Tonight is different, I see darkness everywhere.


উজ্জ্বল চোখে এদিক সেদিক... নেই কেউ পাশে
Bright eyes look around, but there's no one near.


এটাই তো মোক্ষম সময়, তোমার সাথে মত বিনিময়
This is the time of salvation, to exchange like with you.


শুনবে না কেউ তোমার হাহাকার, শেষ যুদ্ধে
No one will hear your laughter, at the end of the war.


ছিলো আমার যে কত স্বপ্ন
I had so many dreams.


নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
Lost in bloody blackness today.


তুমি তো আজ মিশে গেছো শিরায়
You have mixed into the head today.


হাসছো এখন উপহাস করে আমায়
You are laughing, making fun of me now.


হারিয়ে যাই নি
I haven't lost yet.


এখনো চলছে এই হৃদপিন্ডটা
This heart is still beating.


এখনো আমি স্বপ্নবুনি তোমায় ছাড়া
I am still dreaming without you.


এখনো আছে বাকি সময় কিছুটা
There is still some time left.


হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া
Maybe you will become invisible without me.


থাকবে না তোমার কোন চিহ্ন আর
There will be no more sign of you.


যতই ভাবো আসবে সুদিন... যতই ভাবো নেই আমি আর
However much I think, that day will come. However, I am not there anymore.


যতই ভাবো দেখছো আলো... আসবো ফিরে
However, whenever I see light, I will come back.


আমি তো ঐ নখের মত... অথবা ঐ চুলগুলো
I am like those nails, or those hairs.


কেটে ফেলবে জানি আমায়.আবার হবো উদয়
I know you will cut me. I will rise again.


ছিলো আমার এই রক্ত কালো
This blood of mine was black.


চুরি করেছিলে তুমি আমার স্বপ্ন
You stole my dreams.


ঢুকেছিলে তুমি আমার ভেতর
You got inside me.


নেই তুমি আজ চারিপাশে কোথাও
You are not around at all today.


দেখো চলছে আজো এই হৃদপিন্ডটা
Look, this heart is still moving today.


দেখো হাতের মুঠোয় এই পৃথিবীটা
Look at this world in my fist.


হয়তো আসবে তুমি ছড়াতে বিশাক্ততা
Maybe you will spread your power.


দেখবো তোমার পরাজয় আবার
I will see your defeat again.




Contributed by Alyssa L. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@rakibdipu4042

আজ রাতটা অন্যরকম, দেখছি চারিদিক ধূসর
উজ্জ্বল চোখে, এদিক সেদিক নেই কেউ পাশে
এটাই তো মোক্ষম সময়, তোমার সাথে মত বিনিময়
শুনবে না কেউ তোমার হাহাকার, শেষ যুদ্ধে
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
তুমি তো আজ মিশে গেছো শিরায়
হাসছো এখন উপহাস করে আমায়
হারিয়ে যাই নি
এখনো চলছে এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্ন বুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
এখনো আছে বাকি সময় কিছুটা
হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া
থাকবে না তোমার কোন চিহ্ন আর
যতই ভাবো আসবে সুদিন, যতই ভাবো নেই আমি আর
যতই ভাবো দেখছো আলো, আসবো ফিরে
আমি তো ওই নখের মতো, অথবা ওই চুলগুলো
কেটে ফেলবে জানি আমায়, আবার হবো উদয়
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
তুমি তো আজ মিশে গেছো শিরায়
হাসছো এখন উপহাস করে আমায়
হারিয়ে যাই নি
এখনো চলছে এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্ন বুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
এখনো আছে বাকি সময় কিছুটা
হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া
থাকবে না তোমার কোন চিহ্ন আর
ছিলো আমার এ রক্ত কালো
চুরি করেছিলে তুমি আমার স্বপ্ন
ঢুকেছিলে তুমি আমার ভেতর
নেই তুমি আজ চারিপাশে কোথাও
হারিয়ে যাই নি
দেখো চলছে আজও এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্ন বুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
দেখো হাতের মুঠোয় এই পৃথিবীটা
হয়তো আসবে তুমি ছড়াতে বিষাক্ততা
দেখবো তোমার পরাজয় আবার



@roman_dilwale

খুব সম্ভবত ২০১৫ সালের কথা। বুয়েট এ একটা কনসার্টে যাচ্ছি। মার্কের আমাদের সাথে প্রথম (অথবা দ্বিতীয়) পারফর্মেন্স। উত্তরা থেকে বুয়েট বেশ অনেক লম্বা পথ। গাড়িতে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম। হঠাত মাথায় কয়েকটা লাইন উঁকি দেয়া শুরু করলো। এটা একটা ব্যাড সাইন! মানে একটু পর অর্থহীনের শো। এখন মাথায় কনসার্ট ছাড়া অন্য কিছু আসাটা বিপজ্জনক! তাঁর মধ্যে আমি বুঝতে পারছি আমার মাথায় গান আসছে একটা। এবং এই গানটা এখন কোন ভাবেই ইগ্নোর করা যাবেনা। কারণ যে বিষয় নিয়ে গানটা মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা আমার খুবই প্রিয় একটা সাবজেক্ট। সে সময় আমি কাগজ কলমেই গান লিখে অভ্যস্ত। কনসার্টে যাচ্ছি বলে সাথেই আমার লিরিকের খাতাটা ছিল। আমি সাথে সাথে ব্যান্ড মেম্বারদের সাথে কথা থামিয়ে কাগজ কলম নিয়ে বসে পরলাম চলন্ত গাড়িতেই। তাদের শুধু বললাম, "আমার মাথায় মনে হয় একটা গান আসতেসে"। আমাদের তৎকালীন গিটারিস্ট শিশির সাথে সাথে বুঝে গেলো কি হচ্ছে, কারণ সে আমার এইসব ব্যাপার দেখে অভ্যস্ত। মার্কও ব্যাপারটা সাথে সাথে হজম করলো। গাড়িতে সবাই তখন চুপ। ভেন্যু তে লিরিকের খাতা হাতে নিয়ে ঢুকলাম। মার্ক জিজ্ঞেস করলো, "সুমন ভাই, গানের কি অবস্থা?"
"ইটস ডান" আমি উত্তর দিলাম।

সেদিন কনসার্টে আমরা বেশ কিছু গান করলাম, অনেক গানের মাঝখানে হথাত ইলেক্ট্রো-অ্যাক্যোস্টিক গিটারটা নিয়ে নতুন লিরিকটা নিয়ে একটা নতুন গান গাওয়া শুরু করলাম। যখন গানটা গাচ্ছিলাম আমার কোন আইডিয়া ছিলোনা সুরটা কেমন হবে, ইন্সট্যান্টলি মাথায় যা আসছিলো সেভাবেই গাইলাম। বুয়েট অডিটোরিয়ামে জন্ম হলো "অদ্ভুত সেই ছেলেগুলোর গল্প" নামের একটি নতুন গান। সম্পূর্ণ অচেনা একটি গানকে শ্রোতারা সেদিন বেশ আপন করে নেয়। আমি গানটা গেয়ে বেশ ইমোশনাল হয়ে যাই সেদিন! এ জন্যেই বার বার একটা কথা আমি বলি, "অর্থহীনের শ্রোতারা আসলেও অদ্ভুত! ভয়ংকর ধরনের অদ্ভুত!"

নিচে গাড়িতে বসে লেখা গানের লাইনগুলো দিলাম। পরে আরও কিছু লাইন অ্যাড করে আমরা গানটি "ক্যানসারের নিশিকাব্য" অ্যালবামে রিলিজ দেই ২০১৬ সালে। গানটা কিন্তু আসলে অদ্ভুত সেই ছেলেটির কোন সিকুয়েল নয়। এটি অদ্ভুত সেই ছেলেটি সিরিজের গানগুলো যাদের পছন্দ, সেই অদ্ভুত মানুষ গুলোকে নিয়ে লিখেছিলাম। সেই অদ্ভুত মানুষগুলোর প্রতি ভালবাসা প্রকাশ করার জন্যই লিখেছিলাম। এই অদ্ভুতদের জয় হোক!

জেগে থাকার একগুঁয়েমি খেলছে আমার সাথে
মাথার ভিতর অদ্ভুত সব চিন্তা ঘুরতে থাকে
পুরনো সেই গানের খাতা খালি পরে থাকে
কালির আঁচড় পরেনা সেথায়, অশ্রুকণায় ভিজে

একটা সময় চারিপাশ ছিল অনেক রঙ্গিন
হারালে তুমি, শুরু হল... অন্ধকারের দিন
কবিতা আর সুরের মাঝে ভাসতো তখন সবই
সবকিছুকে শূন্য করে চলে গেলে তুমি

এখন আমার গান আসেনা, ইচ্ছে করে খালি
অদ্ভুত সেই ছেলের মত দেশটা দিব পাড়ি
হয়ত কোন বনের মাঝে খুঁজে পাবো তারে
অ্যাক্যোস্টিক আর হারমোনিকার মাতাল করা সুরে

- সুমন



All comments from YouTube:

@legendperformer3243

২০২৪ এসে গেল জানি না কারা কারা এই গানটা অমৃত মানে😮

@ahmedsabbir3111

হারিয়ে যাই নি,
এখনো চলছে এই হৃদপিন্ডটা🌺🖤

@mahfuzahmed2366

দেহখান এর যুগে এইসব গান আছে বিধায়ই এখনও রক্তে আগুন ধরিয়ে মাথা উচু করে বাচার স্বপ্ন দেখে মানুষ ☺️

@nobiulislamprottoy5172

আজ ২৩-১২-২১, ঢাকা রক ফেস্ট 2 এ অর্থহীন এর কনসার্ট এ আবার প্রত্যাবর্তন এর সাক্ষী হলাম! বেঁচে থাকুক অর্থহীন, বেঁচে থাকুক সুমন ভাই।

@Chizxlerka14

One of most underrated solos,, It deserves millions of views!!

@Junaidjohnny13

I feel so much pain in my neck. 3 doctors are failed. X-ray report Couldn't solutions. But now i feel better so much. continuously i Listening 11 times.
Inspire for Mind Power.

@rakibdipu4042

আজ রাতটা অন্যরকম, দেখছি চারিদিক ধূসর
উজ্জ্বল চোখে, এদিক সেদিক নেই কেউ পাশে
এটাই তো মোক্ষম সময়, তোমার সাথে মত বিনিময়
শুনবে না কেউ তোমার হাহাকার, শেষ যুদ্ধে
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
তুমি তো আজ মিশে গেছো শিরায়
হাসছো এখন উপহাস করে আমায়
হারিয়ে যাই নি
এখনো চলছে এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্ন বুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
এখনো আছে বাকি সময় কিছুটা
হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া
থাকবে না তোমার কোন চিহ্ন আর
যতই ভাবো আসবে সুদিন, যতই ভাবো নেই আমি আর
যতই ভাবো দেখছো আলো, আসবো ফিরে
আমি তো ওই নখের মতো, অথবা ওই চুলগুলো
কেটে ফেলবে জানি আমায়, আবার হবো উদয়
ছিলো আমার যে কত স্বপ্ন
নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো
তুমি তো আজ মিশে গেছো শিরায়
হাসছো এখন উপহাস করে আমায়
হারিয়ে যাই নি
এখনো চলছে এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্ন বুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
এখনো আছে বাকি সময় কিছুটা
হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া
থাকবে না তোমার কোন চিহ্ন আর
ছিলো আমার এ রক্ত কালো
চুরি করেছিলে তুমি আমার স্বপ্ন
ঢুকেছিলে তুমি আমার ভেতর
নেই তুমি আজ চারিপাশে কোথাও
হারিয়ে যাই নি
দেখো চলছে আজও এই হৃদপিন্ডটা
এখনো আমি স্বপ্ন বুনি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি
দেখো হাতের মুঠোয় এই পৃথিবীটা
হয়তো আসবে তুমি ছড়াতে বিষাক্ততা
দেখবো তোমার পরাজয় আবার

@SaiFuLIsLam-sc3er

প্রতিদিন রাতে ১বার করে না শুনলে ঘুম হয়না। একটা গান ই বানাইছেন সুমন ভাই।
ভালোবাসা অবিরাম। ❤️❤️

@AbdurRShanto

আমাকে এভাবে বাঁচার অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ অর্থহীন 🥺❤️

@irfan_shikder

2:07 মাথা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট 🔥

More Comments

More Versions