Ami Aar Pari Na Re
Bari Siddiqui Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

পিরিতের বাঁশি সেই কবে পড়েছি
সারা জনম পুড়াইছি আমারে
আমি আর পারি না রে
আমি আর পারি না রে
পিরিতের বাঁশি সেই কবে পড়েছি
সারা জনম পুড়াইছি আমারে
আমি আর পারি না রে
আমি আর পারি না রে

বুকে যার নরকের আগুন অহরহ জাগে
কুল কলঙ্কের ডর বুঝি আর
তার অন্তরে থাকে রে
তার অন্তরে থাকে
বুকে যার নরকের আগুন অহরহ জাগে
কুল কলঙ্কের ডর বুঝি আর
তার অন্তরে থাকে রে
তার অন্তরে থাকে
প্রাণের দাবী ছাড়বো না রে
প্রাণের দাবী ছাড়বো না রে
যদি না দেখিও দেখা রে
আমি আর পারি না রে
আমি আর পারি না রে

বিষের বান অবিরত যার প্রাণে মারে
মানিক রতন দামি যহর
বাঁচাতে কি পারে রে
বাঁচাতে কি পারে
বিষের বান অবিরত যার প্রাণে মারে
মানিক রতন দামি যহর
বাঁচাতে কি পারে রে
বাঁচাতে কি পারে
আশায় রইবো চিরকাল
আশায় রইবো চিরকাল
যদি একবার কাছে পায় তারে
আমি আর পারি না রে
আমি আর পারি না রে

পিরিতের বাঁশি সেই কবে পড়েছি
সারা জনম পুড়াইছি আমারে
আমি আর পারি না রে
আমি আর পারি না রে
পিরিতের বাঁশি সেই কবে পড়েছি
সারা জনম পুড়াইছি আমারে
আমি আর পারি না রে




আমি আর পারি না রে
আমি আর পারি না রে

Overall Meaning

The song "Ami Aar Pari Na Re" by Bari Siddiqui is a reminder of the impermanence of life and the struggles that come with it. The lyrics describe the journey of a person who is unable to overcome obstacles in life and instead is consumed by the fires of hell burning inside their heart. The song talks about a bamboo flute, a reminder of the beauty of life, which the singer has never been able to play. It is a symbol of regret and a missed opportunity to experience the fleeting joy of life.


The song also touches on the struggles that make people strong. The singer recognizes that the fire that burns inside them has also given them strength, making them resilient in the face of life's challenges. Even though they cannot overcome all their struggles, their determination to keep going is what has kept them alive. The song ends with a message of hope, implying that the singer still has a chance to experience the beauty of life if they keep striving.


Line by Line Meaning

পিরিতের বাঁশি সেই কবে পড়েছি
When did I first hear the flute of love?


সারা জনম পুড়াইছি আমারে
My entire life, I have been thunderstruck by love.


আমি আর পারি না রে
But I cannot take it anymore.


বুকে যার নরকের আগুন অহরহ জাগে
The fire of hell that burns in my chest is now waking up.


কুল কলঙ্কের ডর বুঝি আর
I am afraid of disgrace and shame.


তার অন্তরে থাকে রে
It resides inside me.


তার অন্তরে থাকে
It resides inside.


প্রাণের দাবী ছাড়বো না রে
I cannot let go of my life's breath.


যদি না দেখিও দেখা রে
If I don't see him again.


বিষের বান অবিরত যার প্রাণে মারে
The deadly snake that poisons his soul constantly.


মানিক রতন দামি যহর
Can a diamond ever be bought with money?


বাঁচাতে কি পারে রে
Is it ever possible to survive?


আশায় রইবো চিরকাল
My hope will endure forever.


যদি একবার কাছে পায় তারে
If only I find him once again.




Contributed by Nicholas C. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

More Versions