Ondho
James Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

আত্মহত্যা পাপ, না হয় হতাম আমি... আত্মঘাতী সেই একটা মানুষ;
সারাটি জীবন ধরে, তিল-তিল-তিল করে গড়েছি প্রেমের বুকে মিথ্যে ফানুস।।
এ নয়ন অন্ধ করে দাও কেউ.!!
আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ।।
এ মনের ভাষা তার ছিল কি অজানা?
কি সুখের স্বপ্নতে, ফেলে স্মৃতি ধুলোতে.গড়বে সে সংসার সীমানা।।
এ নয়ন অন্ধ করে দাও কেউ.!!
আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ।।
এত ভালোবাসা আমি কেন বাসলাম?




দেখবে কি করে চোখ, তার পাশে কোনো লোক, ভাল যদি অন্ধ হতাম।।

Overall Meaning

The lyrics of James's song "Ondho" describe the confession of a person who attempts to love someone so deeply that they lose the insight to differentiate between what is right and wrong. The opening lines "Atmohatya paap, na hoy hotam ami... Atmoghathi sei ekta manush" (suicide is a sin, I am not that type, but I am the one who destroys myself), is an immediate indication of what the following lyrics entail. The singer is trying to convey that they are not of the type who would take their own life, rather, they continuously harm themselves by being too deeply involved with someone who is not right for them. The repeated phrase "ei noyon ondh kore dao keu" (someone please take away this blindness from my eyes) emphasizes the main theme of the song, which is the singer's plea to be relieved of their ignorance as they fear that blindness could lead them to their own emotional and mental destruction.


The second verse implies that the singer's heart is so consumed with love that they can't see the harsh reality. They indicate that the person they love might not be good for them, but they cling on to the "mythical lantern" of love. They might be so lost in their emotions that they're not able to differentiate between what's real and what's not. The ending phrase "dekhar cheye shreya mritur dheu" (death would be better than seeing someone else having that love) displays the extent of the agony felt by the singer, as they cannot imagine seeing the person they love with someone else.


Overall, "Ondho" is a song that showcases the agony of a protagonist who is blinded by love and the desperation to free themselves from that blindness.


Line by Line Meaning

আত্মহত্যা পাপ, না হয় হতাম আমি... আত্মঘাতী সেই একটা মানুষ;
Suicide is a sin, and I am not suicidal... I am that person who is a self-harmer;


সারাটি জীবন ধরে, তিল-তিল-তিল করে গড়েছি প্রেমের বুকে মিথ্যে ফানুস।।
I have built an illusion in my heart with love, that has taken a toll on my entire life;


এ নয়ন অন্ধ করে দাও কেউ.!!
Someone please open my blind eyes.


আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ।।
No one will be dearer than death, they prefer death over being seen;


এ মনের ভাষা তার ছিল কি অজানা?
Is the language of my heart unknown to her?


কি সুখের স্বপ্নতে, ফেলে স্মৃতি ধুলোতে.গড়বে সে সংসার সীমানা।।
In the dream of her happiness, in the dust of memories, she will build the boundaries of the world;


এ নয়ন অন্ধ করে দাও কেউ.!!
Someone please open my blind eyes.


আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ।।
No one will be dearer than death, they prefer death over being seen;


এত ভালোবাসা আমি কেন বাসলাম?
Why did I fall in love so deeply?


দেখবে কি করে চোখ, তার পাশে কোনো লোক, ভাল যদি অন্ধ হতাম।।
Will she ever see what is in front of her eyes, would she be blind to love if a good person was in front of her.




Writer(s): prince mahmud

Contributed by Avery J. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@skymind3205

আহ কি অদ্ভুৎ 😢

@zaraschanel3965

আমি ও চাই অন্ধ হতে
তবে আমি ত দূর থেকে তার গন্ধ আজও অনুভব করতে পারি😢😢😞😞😢
বিধাতা কেন এত জটিল ধাঁধা রেখেছে আমার এই জীবন টা কে নিতে আর পারছিনাা
মুক্তি চাই এ অভিস্পত পৃথিবীর থেকে😭😭😭😭😭😭😭😭😭😭😭

@ZUNIED_KHAN

🥺🥺🥺

@sumonrahman5594

Sara din mone goon goon kora moto akta gan chilo onk miss kori oi shomy ta r oi sob din pashe thaka vai brother

@shomrattaher8620

এতো ভালোবাসা আমি কেন বাসলাম......?দেখবে কি করে লোক তার পাশে অন্য লোক...ভালো যদি অন্দ্ব হতাম।😁😄

@mehedihassan8095

খুব সুন্দর হইছে গান।

@MohammdSahin

আর কারো হবে প্রিয় দেখার স্রেয় মৃত্যুর ঢেউ।

@reponali913

লাভ ইউ বস লাভ ইউ

@NazrulIslam-rq8qn

পাখি ❤️❤️❤️

@ar.rokibulhasan51

গুরু তোমার তুলনা তুমি নিজেই

More Comments

More Versions