AMI AAJ AKASHER MATO EKELA
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

আমি আজ আকাশের মত একেলা
কাজল মেঘের ভাবনায়,
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা... ।

সজল উদাস বায়ে বুকের কাছে
স্বরণের তারাগুলি ঘুমায়ে আছে ...।
বিলাপের ভাঙ্গা সুর থেমে গেছে আঁধার বীণায়
কাজল মেঘের ভাবনায়,
বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায়।
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা... ।

দু'টি গান দু'টি প্রাণ দু'টি মন,
এই নিয়ে দু'জনার এ ভুবন।
এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন।
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
চকিত আলোয় তাঁর আঁখি মোর দিশা যে হারায়
কাজল মেঘের ভাবনায়,
বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায়।
আমি আজ আকাশের মত একেলা




একেলা, একেলা... ।
।। বাংলা গান বেঁচে থাকুক বিশ্বজুড়ে ।।

Overall Meaning

The lyrics of Manna Dey's song "Ami Aaj Akasher Mato Ekela" speak about a person's feelings of loneliness and isolation in a dark and melancholic night when the clouds and the sky seem to come together in a symphony of pain. The singer compares himself to the open sky, alone and neglected, and his thoughts to the dark clouds that wrap him around in their torment. The song's mood and lyrics evoke a sense of deep sadness, and the singer desperately longs for companionship to alleviate the pain of his solitary state.


The imagery in the song is potent, with the singer using metaphors to describe his emotional state. For instance, his heart is like a bird with two songs, both equally alive, but there is no one to listen to them. His yearning for a listener is echoed in the last stanza, where he talks of burning with the flames of longing, while the world around him chooses to ignore his cries.


In essence, "Ami Aaj Akasher Mato Ekela" is a song about the desperation of loneliness, and the need for human connection to break the cycle of pain and sorrow.


Line by Line Meaning

আমি আজ আকাশের মত একেলা
Today, I feel lonely like the sky


কাজল মেঘের ভাবনায়, বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
In the thoughts of dark clouds and during this stormy night, I am in pain


সজল উদাস বায়ে বুকের কাছে, স্বরণের তারাগুলি ঘুমায়ে আছে
By the clear sad wind, memories sleep close to my heart


বিলাপের ভাঙ্গা সুর থেমে গেছে আঁধার বীণায়
The broken tune of lamentation has stopped, on the stringed instrument of darkness


দু'টি গান দু'টি প্রাণ দু'টি মন, এই নিয়ে দু'জনার এ ভুবন
Two songs, two lives, two hearts, and that's all the world consists of for two people


এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন
This life had once seen autumn's golden dreams


সে সাধ অতীত আজ কাঁদে নিরালা, নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
That purity, now alone, cries for the past and the flame of separation


চকিত আলোয় তাঁর আঁখি মোর দিশা যে হারায়
With startled eyes, her gaze wanders in the light


একেলা, একেলা...
Lonely, lonely...




Contributed by Kaitlyn K. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

AM

দুটি গান দুটি প্রাণ দুটি মন,
এই নিয়ে দুজনার এ ভুবন।
এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন,
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু "বিজলির" দহন জ্বালা,
চকিত আলোয় তার আঁখি মোর দিশা যে হারায়।।

Most interesting comment from YouTube:

@rahul.mukherjee

আমি আজ আকাশের মত একেলা
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা



সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে

বিলাপের ভাঙা সুর ভেঙে গেছে আঁধার বীণায়
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা



দু'টি গান, দু'টি প্রাণ, দু'টি মন
এই নিয়ে দু'জনার এ ভুবন
দু'টি গান, দু'টি প্রাণ, দু'টি মন
এই নিয়ে দু'জনার এ ভুবন

এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
চকিত আলোয় তার আঁখি মোর দিশা যে হারায়

কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা



All comments from YouTube:

@tapandas1373

এই গানের প্রতিটি ছত্রে মহান শিল্পী যেন বেদনা নিংড়ে নিংড়ে প্রকাশ করেছেন।

@kalyanichakraborty1798

একেলার একাকীত্ব- বোধ এককভাবেই নিজের অস্তিত্বে না -খুঁজে পাওয়ার বেদনা জাগায় .... স্ংবেদনশীল মান্না দের কণ্ঠেই , সেই শ্বাশ্বত সত্যের সন্ধান মেলে।
সন্ধান আনে।

জে

@rinakhanra7506

বাক রুদ্ধ,,,,,, অসাধারণ,,,,, মনের গভীরে শুধু বেদনার অনুভতি......shrodhyeo শিল্পীকে প্রণাম ও শ্রদ্ধা জানাই, ,,,, ফিরে এসো আরো একবার আমাদের মাঝে......সমৃদ্ধ করো,,, সংগীত পাগল সমস্ত আপামর জনগন কে,,,,,🙏🙏🙏🙏🙏

@aniruddhachakraborty8963

This is Manna Dey what a music . Superb

@rahul.mukherjee

আমি আজ আকাশের মত একেলা
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা



সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে

বিলাপের ভাঙা সুর ভেঙে গেছে আঁধার বীণায়
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা



দু'টি গান, দু'টি প্রাণ, দু'টি মন
এই নিয়ে দু'জনার এ ভুবন
দু'টি গান, দু'টি প্রাণ, দু'টি মন
এই নিয়ে দু'জনার এ ভুবন

এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
চকিত আলোয় তার আঁখি মোর দিশা যে হারায়

কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা

@kamalHossain-co9gt

K hossain

@nilanjanroy986

1957 সালের এ গানের কথা আর সুর এখন এই বয়েসে আরও বেশী অনুভব করি গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার প্রভাস দে

@drahsankabir731

বার বার শুনেও আবারও শুনতে ইচ্ছে করে

@sujoyaich4883

কি অপূর্ব কথা গানটায় ,মন ছুঁয়ে যায় প্রতি টা কথা ।

More Comments

More Versions