Baje Go Beena
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

বাজে গো বীনা
তুম না তুম না তুম না না না তুম না
সুরে সুরে বাঁধা আছে
তোমারই মায়ার তারে
অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে
সে রাগিনী ভুলোনা কো ভুলে যেও না
বাজে গো বীনা
তুম না তুম না তুম না না না তুম না।

দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে
তবুও দুপাড় কাঁদে ।
তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী
কূল কূল কূলু কূলু বহেও যায় নিরবধি
দুই পারে দু'জনায় গো কাঁদি দু'জনায়




বাজে গো বীনা
তুম না তুম না তুম না না না তুম না ।

Overall Meaning

The lyrics of Manna Dey's song 'Baje Go Beena' tells a tale of unfulfilled love and the pain that it brings. The singer addresses his beloved who he calls 'beena' or the musical instrument she plays. He repeatedly tells her that she is not there, she is not there, she is not there, emphasizing the absence of the one he loves. He also says that even though there is no one playing music, he can still hear the melody that is bound to her. He has loved her so much that he still hears her playing the instrument.


In the next verse, the singer compares their love to a river flowing slowly with two banks, yet it cannot quell the tears that fall from their eyes. Even though they both are in the middle of the river of love, they cannot bring themselves to reach each other. They cry for each other even though they are so close, and the tears flow like the river they are standing in.


Overall, the song depicts a poignant and mournful sentiment of unfulfilled love, one that can be felt in the lyrics and in Manna Dey's voice. The repetition of the words 'Tum na, tum na, tum na, na na na tum na' and the somber tune make this a haunting classic.


Line by Line Meaning

বাজে গো বীনা
Oh, the played tune


তুম না তুম না তুম না না না তুম না
It’s not you, not you, not you, no, not you


সুরে সুরে বাঁধা আছে
It’s being dressed in melody piece by piece


তোমারই মায়ার তারে
It’s the string that belongs to your mother


অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে
That longing has created that melody repeatedly


সে রাগিনী ভুলোনা কো ভুলে যেও না
That tune won't forget anyone, and nobody should forget it


দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে
In between two banks, the same river flows slowly


তবুও দুপাড় কাঁদে
But still it’s shedding its tears


তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী
It’s the same river of love that flows between you and me


কূল কূল কূলু কূলু বহেও যায় নিরবধি
That river flows smoothly and continuously


দুই পারে দু'জনায় গো কাঁদি দু'জনায়
On both sides, two people cry together


বাজে গো বীনা
Oh, the played tune


তুম না তুম না তুম না না না তুম না।
It’s not you, not you, not you, no, not you




Contributed by Brayden D. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@debopamsarkar2005

বাজে গো বীণা, বাজে গো বীণা ।।

সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে
অনুরাগ রাগে তাঁরে সেধেছি গো বারে বারে
সে রাগিনী ভুলোনা গো ভুলে যেও না ।।

দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে
তবুও দুপার কাঁদে দুই পারে দুই তীরে ।

তোমার আমার মাঝে তেমনি প্রেমের নদী
কুলুকুলু কুলুকুলু বয়ে যায় নিরবধি
দুই পারে দুজনা গো কাঁদি দুজনা ।। ।।



@rikjunior9815

বাজে গো বীণা বাজে গো বীণা
তুম না তুম না না না তুম না না না

সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে
অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে
সে রাগিণী ভুলে যেও না
সা নি ধা নি ধা পা ধা পা রে মা গা রে সা সা

দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে
তবুও দুপার কাঁদে দুই পারে দুই তীরে


তোমারও আমার মাঝে তেমনই প্রেমের নদী
কুলুকুলু কুলুকুলু বয়ে যায় নিরবধি
দুই পারে দুজনা গো খালি দুজনা
পা পা মা গা সা পা পা মা গা সা
মা গা নি ধা মা গা নি ধা পা গা নি ধা সা









Baje go bina baje go bina
Tum na tum na na na tum na na na

Sure sure bandha ache tomari mayar taare
Anurag raage tare sedhechi go bare bare
Se ragini bhule jeona
Sa Ni Dha Ni Dha Pa Dha Pa Re Ma Ga Re Sa Sa

Dui pare dui tire eki nodi hobe dhire
Tobui dupar kande dui paredui tire


Tomaro amar majhe temoni premer nodi
Kulukulu kulukulu boye chole nirobodhi
Dui pare dujona go khali dujona
Pa Pa Ma Ga Sa Pa Pa Ma Ga Sa
Ma Ga Ni Dha Ma Ga NI Dha Pa Ga Ni Dha Sa Sa



All comments from YouTube:

@debalinachakraborty3147

হাজারবার শুনেও পুরনো হয়না। যেমন কথা, তেমন সুর, তেমন গাওয়া।

@asitavasarkar6451

ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ------
রফি মান্না কিশোর
ঈশ্বর --- হেমন্ত মুখোপাধ্যায়
লক্ষ্মী --- আশা
সরস্বতী ---- লতা

@anjaliofficial430

.

@kakakkakaka8814

@@asitavasarkar6451 ??

@kakakkakaka8814

@@asitavasarkar6451 why are you speaking hate idiot?

@TatsukiSan-eg5sd

​@@kakakkakaka8814really?he didn't say hate 🤨

4 More Replies...

@ramasingha6444

যতবার শুনি ততবারই নতুন মনে হয়। কোনদিন পুরোনো হবার নয়।

@rabipramanick4467

আমার প্রানের শিল্পী কে যতবার দেখি ততবারই চোখে জল এসে যায়

@debopamsarkar2005

বাজে গো বীণা, বাজে গো বীণা ।।

সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে
অনুরাগ রাগে তাঁরে সেধেছি গো বারে বারে
সে রাগিনী ভুলোনা গো ভুলে যেও না ।।

দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে
তবুও দুপার কাঁদে দুই পারে দুই তীরে ।

তোমার আমার মাঝে তেমনি প্রেমের নদী
কুলুকুলু কুলুকুলু বয়ে যায় নিরবধি
দুই পারে দুজনা গো কাঁদি দুজনা ।। ।।

@arindamchatterjee2780

Salil Chowdhry and Manna Dey both are gods of music.They are all legends and already set a milestone to the music industry...

More Comments

More Versions