EI TO SEDIN TUMI
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না।
এই তো সেদিন তুমি আমারে বোঝালে.

তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে।

কণাটুকু তার আমি শুধিতে পারি নি
ব্যাথা দিয়ে তাই আর বেঁধো না বেঁধো না।

অনেক হারাতে হল জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী
এবার একলা আমি কাঁদি

বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই
স্বরলিপি ভুল করা শেষের এ গান
স্মৃতির বীণায় আর সেধো না, সেধো না.

এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা




দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না।

Overall Meaning

The song "Ei To Sedin Tumi" by Manna Dey is a beautiful and emotional expression of love and heartbreak. In the first stanza, the singer expresses how he wishes the person he loves had never made him feel this pain that he is unable to fully comprehend. He holds her hands and tells her not to cry, but his own heart is breaking as he remembers that fateful day when she left him.


In the second stanza, the singer acknowledges that he is forever indebted to the love he shared with her. He wonders if there is anything more he could have done to show his love, but unfortunately, the pain is too much for him to bear, and he cannot seem to find a way to alleviate it.


In the third stanza, the singer confesses to being the one responsible for losing her. He has done wrong, and now he is left lonely and remorseful. As he faces the reality of saying goodbye to her, he asks for her forgiveness and hopes to find peace in the midst of his sorrow.


Overall, "Ei To Sedin Tumi" is a powerful and poignant song that perfectly captures the pain and beauty of love. It is a timeless classic that continues to resonate with music lovers across generations.


Line by Line Meaning

এই তো সেদিন তুমি আমারে বোঝালে
You understood me on that day


আমার অবুঝ বেদনা
My naive pain


দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
I held your hands and said


এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না।
Only you don't cry for me


তোমার প্রেমের কাছে চিরঋণী করে
I have made myself indebted to your love forever


আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে।
What more do you want to fill this heart?


কণাটুকু তার আমি শুধিতে পারি নি
I can't express even the tiniest particle of my anguish


ব্যাথা দিয়ে তাই আর বেঁধো না বেঁধো না।
I can't bear it anymore


অনেক হারাতে হল জীবনে তোমার
You have lost a lot in life


সেই অপরাধে আমি অপরাধী
In that sin, I am guilty


এবার একলা আমি কাঁদি
Now I cry alone


বিদায় নেবার আগে বলে যেতে চাই
Before saying goodbye, I want to say


তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই
I hope to find a place in your forgiveness


স্বরলিপি ভুল করা শেষের এ গান
At the end of this song, with wrong lyrics


স্মৃতির বীণায় আর সেধো না, সেধো না।
In the harp of memory, not in tune anymore




Contributed by Zoe B. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@ebriomrong9460

এইতো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেঁদোনা।।

তোমার প্রেমের কাছে চিরঋণী করে, আরো কী চেয়েছো দিতে এ-হৃদয় ভ’রে
কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর বেঁধোনা।।

অনেক হারাতে হল জীবনে তোমার সেই অপরাধে আমি অপরাধী
এবার একলা আমি কাঁদি ;

বিদায় নেবার আগে বলে যেতে যাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই
স্বরলিপি ভুল করা শেষের এ-গান, স্মৃতির বীণায় আর সেধোনা।।



@mithunshilctg

এই তো সেদিন...
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা
দু'টি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না
এই তো সেদিন তুমি আমারে বোঝালে

তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরও কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে?
তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরও কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে?

কণাটুকু তার আমি শুধিতে পারিনি
ব্যথা দিয়ে তাই আর বেঁধো না বেদনা
এই তো সেদিন তুমি আমারে বোঝালে

অনেক হারাতে হলো জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী
এবার একলা আমি কাঁদি
এবার একলা আমি কাঁদি

বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই
বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই
স্বরলিপি ভুল করা শেষের এ গান
স্মৃতির বীণায় আর সেধো না, সেধো না

এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা
দু'টি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না
এই তো সেদিন তুমি আমারে বোঝালে



All comments from YouTube:

@jibansen3087

কী অপূর্ব কণ্ঠ। দ্বিতীয়টি আর পাওয়া যাবে না। সেই ছেলে বেলা থেকে শুনে আসছি আজ বৃদ্ধ বয়সে সমান ভাবে মনকে নাড়া দিয়ে যায়

@snigdhabhattacharyaballav702

https://youtu.be/bftVwTluqvU

@sayantanchakraborty8541

Thik Kotha🙏🙏❤

@piyalbanerjee9557

Lyricist of this song is my father Pulak Bandopadhyay and music by Manna Dey

@drujjawalroy

What a lyrics.. hats off

@piyalbanerjee9557

@@drujjawalroy 🙏🙏🙏

@mumtazahmed2682

Splendid, God bless pulak da

@arkoq5

Pranam dada...bhalo thakben sustho thakben

@piyalbanerjee9557

@@arkoq5 🙏🙏🙏

83 More Replies...

@ebriomrong9460

এইতো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেঁদোনা।।

তোমার প্রেমের কাছে চিরঋণী করে, আরো কী চেয়েছো দিতে এ-হৃদয় ভ’রে
কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর বেঁধোনা।।

অনেক হারাতে হল জীবনে তোমার সেই অপরাধে আমি অপরাধী
এবার একলা আমি কাঁদি ;

বিদায় নেবার আগে বলে যেতে যাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই
স্বরলিপি ভুল করা শেষের এ-গান, স্মৃতির বীণায় আর সেধোনা।।

More Comments

More Versions