O Amar Mon Jamunar Ange Ange
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বল
লাজেই যদি আগুন ঢাকে।
ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বল
লাজেই যদি আগুন ঢাকে।
কবে আর আসবে সময়, বাসবে ভালো
হাসবে ময়ূর পঙ্খী ভেলা।
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

কি এতো বিচার করা
অবিচারের ভয় করে যে...
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে।
কি এতো বিচার করা
অবিচারের ভয় করে যে...
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে।

এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
মনের ঐ সোনা যে হয়, আনমনা গো,
দিন গোনাতে মাটির ঢেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।




বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

Overall Meaning

The song “O Amar Mon Jamunar Ange Ange” by Manna Dey is a romantic song that captures the essence of the beloved's presence in every aspect of the singer's life. The lyrics talk about how the waves of the Jamuna River reflect the singer's mood and emotions, and how the beloved is always present in the singer's thoughts. The song also touches on the fragility of physical beauty and how it pales in comparison to one's inner qualities.


The first verse describes the playfulness of the singer's thoughts in the waves of the river. The second verse contrasts physical beauty and inner character - if the former fades away, it is the latter that will be remembered. The third verse talks about how overthinking and worrying about trivial matters is pointless, and how one should learn to let go and enjoy the beauty of life. The chorus reminds the singer of the beloved's presence, and how they will always be intertwined.


Overall, the song captures the longing and devotion of a lover for their beloved, and how the beloved's presence permeates every aspect of the singer's life.


Line by Line Meaning

ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
Oh, inside my mind, flowing like the river Yamuna


ভাব তরঙ্গে কতই খেলা
Thoughts play like waves


বঁধু কি তীরে বসেই মধুর হেসে
A friend sits on the riverbank smiling


দেখবে শুধু সারাবেলা
Will watch the whole horizon


ও রূপের মিথ্যে গরব
Pride in physical beauty


অমন যদি বিরূপ থাকে
If inner self is ugly


ও গুণের কি দাম বল
What is the value of good qualities?


লাজেই যদি আগুন ঢাকে।
If shyness covers up the fire inside


কবে আর আসবে সময়, বাসবে ভালো
When will time come to live well


হাসবে ময়ূর পঙ্খী ভেলা।
Smiling like a peacock


কি এতো বিচার করা
Why so much thinking?


অবিচারের ভয় করে যে...
Fear of doing wrong


কি অতো হিসাব করা
Why do so much calculation?


বেহিসাবের ভুল ধরে যে।
By making unlimited mistakes


এখনো ডুব না দিলে
If not drowning yet


করবে স্নান হয় গো কবে
When will I bathe?


গাগরী ভরার বেলা
Time to fill the vessel


অবহেলায় সাঙ্গ হবে
In carelessness, will mix with impurities


মনের ঐ সোনা যে হয়, আনমনা গো
Inside the heart, where the golden thoughts are


দিন গোনাতে মাটির ঢেলা
To make the day colorful like the earth




Contributed by Aaron O. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@tukai1960

আমাদের বাড়িতে একটি গ্রামোফোন ছিল। তাতে সেই আদ্যিকালের ৭৮ রেকর্ডই চলতো। রেকর্ডের সংখ্যা ছিল গোটা তিরিশ। হ্যান্ডেল দিয়ে দম দিলে বেশ কিছুক্ষণ চলত।

তিরিশটির মধ্যে গোটা ১২ রবীন্দ্রসঙ্গীত, আর আট দশটা ছবির আর আট দশটা আধুনিক।

তার মধ্যেই ছিল এই রেকর্ড টি। সেই ছোটবেলা থেকেই খুব প্রিয়। বিশেষ করে ঐ জায়গাটা,

"কবে আর, ক - বে আ আর, কবে আর

আসবে সময়,

বাসবে ভাল,

ভাসবে ময়ূরপঙ্খী ভেলা "


তিনবার তিনরকম "কবে আর" আর ঐ মধ্যমিলের এক অনবদ্য গায়নশৈলী আমার মন কেড়ে নিয়েছিল।

এর ওপর আবার "বিচার করা অবিচার" আর "হিসাব করা বেহিসাব" "ভয়" আর "ভুল" - কি অপূর্ব গভীরতা। ঐ যে কেউ কেউ বলেন "নাটকীয়তা" - এই গানে সেটাও খুব সুস্পষ্ট।

আমাদের অঙ্গে অঙ্গে ভাবতরঙ্গে তিনি জুড়ে রইলেন চিরকাল, থাকবেন ও।



@nayonsarker6521

ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?

ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম, বলো
লাজেই যদি আগুন ঢাকে?
ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম, বলো
লাজেই যদি আগুন ঢাকে?

কবে আর, কবে আর...
কবে আর আসবে সময়, বাসবে ভালো
হাসবে ময়ূরপঙ্খী ভেলা?
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?

কি অতো বিচার করা
অবিচারের ভয় করে যে?
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে?
কি অতো বিচার করা
অবিচারের ভয় করে যে?
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে?

এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে?
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে?
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
মনের ওই, মনের ওই...
মনের ওই সোনা যে হয় আনমনা গো
দিন গোনাতে মাটির ঢেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?

ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?



@ahmednoorerabbi5724

ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব-তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে!
ও গুণের কি দাম বলো
লাজেই যদি আগুন ঢাকে?

কবে আর আসবে সময়
বাসবে ভালো ভাসবে ময়ূরপঙ্খী ভেলা?
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

কি অত বিচার করা
অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে!

এখনো ডুব না দিলে
করবে সিনান হয়গো কবে,
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে।

মনের ঐ সোনা যে হয়
আনমনা গো দিন গোনাতে মাটির ঢেলা-
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা...



All comments from YouTube:

@tukai1960

আমাদের বাড়িতে একটি গ্রামোফোন ছিল। তাতে সেই আদ্যিকালের ৭৮ রেকর্ডই চলতো। রেকর্ডের সংখ্যা ছিল গোটা তিরিশ। হ্যান্ডেল দিয়ে দম দিলে বেশ কিছুক্ষণ চলত।

তিরিশটির মধ্যে গোটা ১২ রবীন্দ্রসঙ্গীত, আর আট দশটা ছবির আর আট দশটা আধুনিক।

তার মধ্যেই ছিল এই রেকর্ড টি। সেই ছোটবেলা থেকেই খুব প্রিয়। বিশেষ করে ঐ জায়গাটা,

"কবে আর, ক - বে আ আর, কবে আর

আসবে সময়,

বাসবে ভাল,

ভাসবে ময়ূরপঙ্খী ভেলা "


তিনবার তিনরকম "কবে আর" আর ঐ মধ্যমিলের এক অনবদ্য গায়নশৈলী আমার মন কেড়ে নিয়েছিল।

এর ওপর আবার "বিচার করা অবিচার" আর "হিসাব করা বেহিসাব" "ভয়" আর "ভুল" - কি অপূর্ব গভীরতা। ঐ যে কেউ কেউ বলেন "নাটকীয়তা" - এই গানে সেটাও খুব সুস্পষ্ট।

আমাদের অঙ্গে অঙ্গে ভাবতরঙ্গে তিনি জুড়ে রইলেন চিরকাল, থাকবেন ও।

@abir1001

কথার নাটকীয়তার জন্য শ্রদ্ধেয় শ্যামল গুপ্তও অবিস্মরণীয় হয়ে থাকবেন আমাদের মননে।🙏

@tarunmondal8441

@somrikmitra4379

মান্না দে মহাশয় একজন সুরকার হিসেবেও যে কতখানি ব্যতিক্রমী ছিলেন এই গানটিও তার একটা নমুনা। জানিনা সুরকার মান্না দে যে কেনো এত কম আলোচিত।

@user-tg2po2mv4b

উনি সমস্ত আলোচনার উর্ধ্বে,

@sirshendubanerjee1395

শ্রদ্বেয় মান্না যেই পর্যায়ের শিল্পী সেই পর্যায়ের ই সুর স্রষ্টা। প্রভাস দে হিসাবে সুররোপিত মান্না দে র যত গান আছে তার প্রত্যেকটা গান ই স্বয়ং মান্না দের সুর সৃষ্টি। এটা আমার কথা নয়। দুরদর্শন কলকাতা র একটা ইন্টারভিউ তে শ্রদ্বেয় পুলক বন্দ্যোপাধ্যায় নিজের মুখে এটা বলেছেন। সত্যতা যাচাই করে নিতে পারেন।

@simonsircar6598

​@@user-tg2po2mv4bllllllllllllllllllll

@momtazhassan6182

মান্নাদে যে শুধু একজন বিশিষ্ট ও অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীত শিল্পী ছিলেন, তাই নয়। তিনি একজন শুদ্ধাচারী মানুষ এবং শুদ্ধাচারী সংঙ্গীতজ্ঞও ছিলেন।

@nayonsarker6521

ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?

ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম, বলো
লাজেই যদি আগুন ঢাকে?
ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম, বলো
লাজেই যদি আগুন ঢাকে?

কবে আর, কবে আর...
কবে আর আসবে সময়, বাসবে ভালো
হাসবে ময়ূরপঙ্খী ভেলা?
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?

কি অতো বিচার করা
অবিচারের ভয় করে যে?
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে?
কি অতো বিচার করা
অবিচারের ভয় করে যে?
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে?

এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে?
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে?
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
মনের ওই, মনের ওই...
মনের ওই সোনা যে হয় আনমনা গো
দিন গোনাতে মাটির ঢেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?

ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা?

@shyamalmandal4702

Anek antorik dhanyavaad apnake

More Comments

More Versions