Pouser Kachhakachhi Rod Makha
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনও।

খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও।

অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এলে।

দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনও।

কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনও
দুএকটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনও

সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে




বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনও।

Overall Meaning

The first verse of the song "Pouser Kachhakachhi Rod Makha" talks about the nostalgia and longing for a certain day when the roads were covered with frost in Poush month. The singer wonders whether that day will ever come back again. The second verse conveys a mix of emotions, happiness, and shyness which are depicted in a unified way in a smile. The singer wonders whether one can smile again with mixed feelings. The third verse speaks about the importance of understanding and observing the signs around us, and the significance of not ignoring them. The fourth and last verse is about reminiscing about the atmosphere and not knowing which song will make one feel better in the future.


Line by Line Meaning

পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
On that day of Poush, when the fields were covered in fog


ফিরে আর আসবে কি কখনও।
Will that day ever come back again?


খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
That smile amidst happiness and shyness


তুমি আর হাসবে কি কখনও।
Will you ever smile like that again?


অনুযোগ কার নাম না জেনে
Without knowing who understands


অধরেতে কোন সাড়া না এলে।
If no longing is fulfilled


দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
What color is there in the proximity of seeing and not seeing


চোখে আর ভাসবে কি কখনও।
Will it ever affect my eyes again?


কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
Will she think of poetry or mere pleasure


মায়াজাল বুনবো কি তখনও
Will I be lost in her magic spell forever


দুএকটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনও
Will she listen to the cuckoo's call of two birds then


সে বাতাস বাঁশি কিগো বাজাবে
Will that wind play the flute


সে আবেশ মনে মনে সাজাবে
Will it arouse emotions deep in her heart


বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
Which song is there in the proximity of understanding and not understanding


ভাল আর বাসবে কি কখনও।
Will it ever feel good again?




Contributed by Jonathan J. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comment from YouTube:

@imantikaKundusong

গানঃ পৌষের কাছাকাছি
শিল্পীঃ মান্না দে
পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি কখনও
খুশি আর লজ্জার
মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও
তুমি আর হাসবে কি কখনও

অনুযোগ কার নাম না জেনে..
অধরেতে কোন সাড়া না এলে..
অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এলে..
দেখা আর না দেখার
কাছাকাছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনও
চোখে আর ভাসবে কি কখনও

কাব্য কি কথা সে
ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনও
দু'একটি পাখিদের
সে কাকলী শুনবো কি তখনও

সে বাতাস বাঁশি কিগো বাজাবে..
সে আবেশ মনে মনে সাজাবে..
বোঝা আর না বোঝার
কাছাকাছি কোন গান
ভালো আর বাসবে কি কখনও
ভালো আর বাসবে কি কখনও
পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি.. কখনও



All comments from YouTube:

@mdfazlulhaque55

আমি বিশ্বাস করি, যত আধুনিক প্রজন্ম আসুক না কেন, তারা জীবনের কোন এক পর্যায়ে গানগুলোকে অবজ্ঞা করতে পারবে না।

@acharyaashis342

Yes! But that will happen only if people listen to these songs, and try to feel with all their senses.

@yahoo169

​@@acharyaashis342 শুনবে। শুনতে হবেই। এই হুজুগের আর ফ্যাশনের যুগ কাউকে শান্তি দেবে না৷ শান্তির জন্য সেই মূলেই যেতে হবে। আর মূলে যাবার জন্য এইসব গান।

@bablukar8266

২০২৩ সালে কমেন্ট করে গেলাম ছেলে মেয়েরা বড় হয়ে জানতে পারবে তার বাবা একজন লিজেন্ডের গান শুনছিলো এবং শ্রদ্ধেয় মান্না দে তাঁর বাবার প্রিয় শিল্পীর মধ্যে একজন

@ganerbhuban2053

কোথায় হারিয়ে গেলেন আপনি,আপনরা সাথে হারিয়ে গেলো,সেই পুরোনো দিনের সব স্মৃতি,আপনি যেখানে থাকুন ভালো থাকুন,🙏🙏🙏🙏

@sushamasushama6877

আজ ৫ পৌষে,২০২৩.গানটা শুনলাম।মনটা উদাস হল।ইদানিং মানুষ ভাবতে চায় না।পুরানো কে আকড়ে থাকতে চায় না।

@nurzaman1916

অসাধারণ সৃষ্টি আর হবে না এমন সুর যা যুগের পর যুগ রয়ে যাবে এই পৃথিবীতে

@saijuddinmollasaju5759

আহ্ কী সুর! নতুন প্রজন্ম এসব বোঝবে না। গানের সাথে সাথে মানুষের রুচিবোধের কত পরিবর্তন!

@manikmaur1944

Bujhi dada tai to suni akhono old is gold 🥰🥰🥰

@saijuddinmollasaju5759

@@manikmaur1944 Thanks dear

More Comments

More Versions