Pousher Kachhakachhi Rod Makha
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনো
ফিরে আর আসবে কি কখনো
খুশি আর লজ্জার মাখামাখি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও
তুমি আর হাসবে কি কখনও
মনোযোগ কার নাম না জেনে
অধরেতে কোনো সারা না এনে
মনোযোগ কার নাম না জেনে
অধরেতে কোনো সারা না এনে
দেখা আর না দেখার কাছাকাছি কোন রং
তুমি আর হাসবে কি কখনও
চোখে আর ভাসবে কি কখনো
কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
মায়াজালে খুলবো কি তখনও
দু-একটি পাখিদের সে কাকলি শুনবো কি তখনও
সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝার না বোঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনও
ভাল আর বাসবে কি কখনও
পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনো




ফিরে আর আসবে কি কখনো
ফিরে আর আসবে কি কখনো

Overall Meaning

The lyrics of Manna Dey's song "Pousher Kachhakachhi Rod Makha" are a contemplation of the fleeting nature of happiness and the uncertainty of whether it will ever return once it has passed. The lyrics evoke a nostalgic longing for the days when the singer was happy and carefree, represented by the image of the "kachhakachhi rok" or the shimmering dust on the road during the month of Poush. The singer wonders if they will ever experience that happiness again, or if the feelings of both joy and shame that accompanied it are lost forever.


The lyrics also touch on the idea of being present in the moment and paying attention to the small details of life. The singer points out that they do not even know the name of the person who held their attention during those happy days or what color the "kachhakachhi rok" was. The song suggests that focusing on these small moments of beauty and connection can bring happiness, even if only briefly.


Overall, "Pousher Kachhakachhi Rod Makha" is a bittersweet reflection on the transience of joy and the importance of appreciating the small moments of beauty in life.


Line by Line Meaning

পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
The day when the fields were covered in frost during the month of Poush


ফিরে আর আসবে কি কখনো
Will that day ever come back again?


খুশি আর লজ্জার মাখামাখি সেই হাসি
The smile that was a mix of happiness and shyness


তুমি আর হাসবে কি কখনও
Will you ever smile like that again?


মনোযোগ কার নাম না জেনে
Not knowing who paid attention


অধরেতে কোনো সারা না এনে
Not bringing any whole pieces to the memory


দেখা আর না দেখার কাছাকাছি কোন রং
What color is beside the closeness of seeing and not seeing?


তুমি আর হাসবে কি কখনও
Will you ever smile like that again?


চোখে আর ভাসবে কি কখনো
Will it ever moisten your eyes again?


কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
Will they think of poetry or words in leisure?


মায়াজালে খুলবো কি তখনও
Will they ever set free in the illusion?


দু-একটি পাখিদের সে কাকলি শুনবো কি তখনও
Will they ever hear the cuckoo's call of two birds?


সে বাতাস বাঁশি কিগো বাজাবে
Will the wind play the bamboo flute?


সে আবেশ মনে মনে সাজাবে
Will they arrange the desire in their hearts?


বোঝার না বোঝার কাছাকাছি কোন গান
What song is beside understanding and not understanding?


ভাল আর বাসবে কি কখনো
Will everything be okay again?


পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
The day when the fields were covered in frost during the month of Poush


ফিরে আর আসবে কি কখনো
Will that day ever come back again?


ফিরে আর আসবে কি কখনো
Will that day ever come back again?




Writer(s): PROVAS DEY, BANERJEE PULAK, PULAK BANERJEE

Contributed by Joseph N. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comment from YouTube:

@imantikaKundusong

গানঃ পৌষের কাছাকাছি
শিল্পীঃ মান্না দে
পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি কখনও
খুশি আর লজ্জার
মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও
তুমি আর হাসবে কি কখনও

অনুযোগ কার নাম না জেনে..
অধরেতে কোন সাড়া না এলে..
অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এলে..
দেখা আর না দেখার
কাছাকাছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনও
চোখে আর ভাসবে কি কখনও

কাব্য কি কথা সে
ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনও
দু'একটি পাখিদের
সে কাকলী শুনবো কি তখনও

সে বাতাস বাঁশি কিগো বাজাবে..
সে আবেশ মনে মনে সাজাবে..
বোঝা আর না বোঝার
কাছাকাছি কোন গান
ভালো আর বাসবে কি কখনও
ভালো আর বাসবে কি কখনও
পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি.. কখনও



All comments from YouTube:

@mdfazlulhaque55

আমি বিশ্বাস করি, যত আধুনিক প্রজন্ম আসুক না কেন, তারা জীবনের কোন এক পর্যায়ে গানগুলোকে অবজ্ঞা করতে পারবে না।

@acharyaashis342

Yes! But that will happen only if people listen to these songs, and try to feel with all their senses.

@yahoo169

​@@acharyaashis342 শুনবে। শুনতে হবেই। এই হুজুগের আর ফ্যাশনের যুগ কাউকে শান্তি দেবে না৷ শান্তির জন্য সেই মূলেই যেতে হবে। আর মূলে যাবার জন্য এইসব গান।

@bablukar8266

২০২৩ সালে কমেন্ট করে গেলাম ছেলে মেয়েরা বড় হয়ে জানতে পারবে তার বাবা একজন লিজেন্ডের গান শুনছিলো এবং শ্রদ্ধেয় মান্না দে তাঁর বাবার প্রিয় শিল্পীর মধ্যে একজন

@ganerbhuban2053

কোথায় হারিয়ে গেলেন আপনি,আপনরা সাথে হারিয়ে গেলো,সেই পুরোনো দিনের সব স্মৃতি,আপনি যেখানে থাকুন ভালো থাকুন,🙏🙏🙏🙏

@sushamasushama6877

আজ ৫ পৌষে,২০২৩.গানটা শুনলাম।মনটা উদাস হল।ইদানিং মানুষ ভাবতে চায় না।পুরানো কে আকড়ে থাকতে চায় না।

@nurzaman1916

অসাধারণ সৃষ্টি আর হবে না এমন সুর যা যুগের পর যুগ রয়ে যাবে এই পৃথিবীতে

@saijuddinmollasaju5759

আহ্ কী সুর! নতুন প্রজন্ম এসব বোঝবে না। গানের সাথে সাথে মানুষের রুচিবোধের কত পরিবর্তন!

@manikmaur1944

Bujhi dada tai to suni akhono old is gold 🥰🥰🥰

@saijuddinmollasaju5759

@@manikmaur1944 Thanks dear

More Comments

More Versions