Raat Jaga Duti Chokh
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

রাত জাগা দুটি চোখ
যেন দুটি কবিতা
লিখেছিলো যাবার বেলায়
অশ্রু ঝরানো লিপিকায়
রাত জাগা দুটি চোখ
যেন দুটি কবিতা
লিখেছিলো যাবার বেলায়
অশ্রু ঝরানো লিপিকায়।
কখনো বুঝিনি আমি
কি কথা নিয়ে
বুঝিনি আমি বুঝিনি...
আমি...
কখনো বুঝিনি আমি
কি কথা নিয়ে
বেদনা সাগর তীরে ছিলে দাড়িয়ে বুঝিনিতো ভীরু প্রেম
কি জানাতে চায়
অশ্রু ঝরানো লিপিকায়
অশ্রু ঝরানো লিপিকায়।
অঞ্জলী ঝরে গেছে
তবু দুটি হাত মেলে
কোন কিছু নিতে নয়
শুধু আরো দিতে এলে
কখনো ভাবিনি আমি কি আশা করে
ভাবিনি আমি...
আমি...
ভাবিনি...
কখনো ভাবিনি আমি
কি আশা করে
নীরবে সয়েছো ব্যথা
শেষ প্রহরে
সে ভুলের অনুযোগ
আজো রয়ে যায়




অশ্রু ঝরানো লিপিকায়
অশ্রু ঝরানো লিপিকায়।

Overall Meaning

The song "Raat Jaga Duti Chokh" is a melancholic composition by Manna Dey that talks about the pain of unexpressed emotions. The title translates to "Two eyes awake at night" and the poet in the song likens these eyes to two poems that were written with teary ink, waiting to be read aloud as soon as the morning comes. The poet continues in the song, saying that he had never understood the words that were written in those poems, but now he feels the intensity of their emotions very deeply. The poet wonders what inspired those poems to be written and what pain the writer was feeling while shedding tears on the paper.


As the song progresses, it becomes evident that the unexpressed emotions are of love, a love that was difficult to confess or acknowledge. The singer talks about the agony of standing by the shore of an ocean of pain yet not being able to swim, someone who was afraid to share their feelings and kept them hidden in the folds of their heart. The singer sees the tears on the poem's writer as their testimony of agony and pain that they could not share with anyone.


The song is a beautiful representation of unrequited love, where the lover is suffering in silence, trying to find solace in the words they pen down. The melancholic tune added to the deep and meaningful lyrics brings out the pain and suffering of unshared emotions.


Line by Line Meaning

রাত জাগা দুটি চোখ
Two eyes stay awake at night


যেন দুটি কবিতা
As if they are two poems


লিখেছিলো যাবার বেলায়
Written in anticipation of departure


অশ্রু ঝরানো লিপিকায়
Inscribed with shedding tears


কখনো বুঝিনি আমি কি কথা নিয়ে
I have never understood what words this is about


বেদনা সাগর তীরে ছিলে দাড়িয়ে বুঝিনিতো ভীরু প্রেম
A timid love understood while standing at the shore of an ocean of pain


কি জানাতে চায়
What does it want to convey


অঞ্জলী ঝরে গেছে
The hands have folded


তবু দুটি হাত মেলে
Still, both hands meet


কোন কিছু নিতে নয়
There's nothing to take


শুধু আরো দিতে এলে
Just to give more


কখনো ভাবিনি আমি কি আশা করে
I have never thought what to hope for


নীরবে সয়েছো ব্যথা শেষ প্রহরে
The pain has calmed down in the last hour of silence


সে ভুলের অনুযোগ আজো রয়ে যায়
The consequence of that mistake still persists


অশ্রু ঝরানো লিপিকায়
Inscribed with shedding tears




Contributed by Stella M. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@goutambandyopadhyay4344

অপূর্ব। পুলক বন্দ্যোপাধ্যায়- রতু মুখোপাধ্যায়- মান্না, ত্রয়ীর উপহার।

@niloyjdeb

মান্না দে, পুলক বন্দ্যোপাধ্যায়, রতু মুখাপাধ্যায়, রাধাকান্ত নন্দী: এ জিনিস অবিনস্বর!

@sandippal3579

মান্নাদার গান শোনার জন্য রাতের পর রাত জেগে থাকা যায়।

@djpriyanka7

আহা টোড়ি 🙏🙏🙏

@khalidbinarifshopon8422

Raag lalilth
Tourri na..

@somnathpal8757

বহুবার বহু মাধ্যমে এইসব গান শুনেছি। তবু আজও অম্লান, চিরনতুন।

@GoutamBandyopadhyay

অনবদ্য।

@snehasissamanta

এ গান শুধু অশ্রু ঝরায়। কি গায়কী যা শুনলেই অন্তরটা কেমন কেমন করে।

@sujoyaich4883

সত্যিই অশ্রু ঝরানো গান, কতো বার যে কাঁদিয়েছে এই গান টা ,,,,,🙏🙏

@SUBRATASAHA-vj5pq

বার বার শুনেও যেনো আস মেটে না। কি অসাধারণ একটি গান,এক কথায় অপূর্ব।

More Comments

More Versions