Tumi Noy Nai Kachhe Asle
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

তুমি নয় নাই কাছে আসলে
আমায় নাই বা ভালো বাসলে
তাই বলে আমি কেনো ভালবাসবো না
আমি কেন কাছে আসবো না...।

মেঘে নয় আকাশটা ঢাকলো...
চাঁদ নয় আড়ালেই থাকলো...
নদী কেন ভরবে না জোয়ারে
সেই স্রোতে আমি কেন ভাসবো না ।

আখি নয় সপ্নকে ভুললো
অশ্রুই শুধু ভরে তুললো
মন কেন দেখবে না সপ্ন.
সেই সুখে আমি কেন হাসবো না।

তুমি নয় নাই কাছে আসলে
আমায় নাই বা ভালো বাসলে




তাই বলে আমি কেনো ভালবাসবো না
আমি কেন কাছে আসবো না...।

Overall Meaning

The song "Tumi Noy Nai Kachhe Asle" by Manna Dey conveys a message of unrequited love. The singer of the song is pining for someone who doesn't reciprocate their feelings. The opening lines of the song, "Tumi Noy Nai Kachhe Asle, Amay Nai Ba Valo Bashle," mean that even though the person they love is not there with them or doesn't love them back, the singer still can't help but be in love with them. The following lines, "Tay Bole Ami Keno Valobashbo Na, Ami Keno Kachhe Asbo Na," express the singer's confusion and frustration with their feelings, questioning why they still love someone who doesn't love them back and why they keep trying to be close to them.


In the chorus, the song takes a slightly different direction, using nature imagery to convey the same message. The lines "Meghe Noy Akashta Dhaklo, Chand Noy Aralei Thaklo, Nodi Keno Vrobe Na Joware, Sei Srote Ami Keno Bhassbo Na" express the idea that just as the clouds can obscure the sky and the moon can hide behind the clouds, the singer's love is being hidden from them. The river that doesn't flood represents the love that's not flowing back to them, and the singer questions why they're trying to swim against the current anyways.


In the final verse, the singer expresses their hopelessness and their decision to give up on love altogether. The lines "Aakhi Noy Shonpake Bhullo, Ashru-i Shudu Bhore Tullo, Mon Keno Dekhbo Na Shopno, Sei Sukhe Ami Keno Hasbo Na" mean that the singer has stopped believing in the beauty of the world and has given up on the dreams they used to hold dear. They question why they would find happiness in something that brings them pain.


Overall, the song is a poignant reflection on unrequited love and the struggle to move on from it. The use of nature imagery serves to highlight the universal nature of the singer's emotions and the futility of chasing something that's not meant to be.


Line by Line Meaning

তুমি নয় নাই কাছে আসলে
You are not present nearby me


আমায় নাই বা ভালো বাসলে
Even if you are not there, I would still be happy


তাই বলে আমি কেনো ভালবাসবো না
That's why I wonder why I should love you


আমি কেন কাছে আসবো না...।
Why shouldn't I come close to you


মেঘে নয় আকাশটা ঢাকলো...
The sky is not covered with clouds


চাঁদ নয় আড়ালেই থাকলো...
The moon is not visible in the sky


নদী কেন ভরবে না জোয়ারে
Why doesn't the river fill with the waves


সেই স্রোতে আমি কেন ভাসবো না ।
Why shouldn't I drown in that stream


আখি নয় সপ্নকে ভুললো
My eyes mistook a dream


অশ্রুই শুধু ভরে তুললো
Tears just welled up


মন কেন দেখবে না সপ্ন।
Why can't the heart see the dream


সেই সুখে আমি কেন হাসবো না।
Why shouldn't I smile in that happiness




Contributed by Sydney K. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@debabratabarman5991

তুমি নয় নাই কাছে আসলে।
আমায় নাই বা ভালোবাসলে
তাই বলে আমি কেন ভালোবাসবো না
আমি কেন কাছে আসবো না।।

মেঘে নয় আকাশটা ঢাকলো
চাঁদ নয় আড়ালেই থাকলো।

নদী কেন ভরবে না জোয়ারে।
সেই স্রোতে আমি কেন ভাসবো না।।

আঁখি নয় স্বপ্নকে ভুললো
অশ্রুই শুধু ভরে তুললো।

মন কেন দেখবে না স্বপ্ন
সেই সুখে আমি কেন হাসবো না।।



@ebriomrong9460

তুমি নয় নাই কাছে আসলে।
আমায় নাই বা ভালোবাসলে
তাই বলে আমি কেন ভালোবাসবো না
আমি কেন কাছে আসবো না।।

মেঘে নয় আকাশটা ঢাকলো
চাঁদ নয় আড়ালেই থাকলো।

নদী কেন ভরবে না জোয়ারে।
সেই স্রোতে আমি কেন ভাসবো না।।

আঁখি নয় স্বপ্নকে ভুললো
অশ্রুই শুধু ভরে তুললো।

মন কেন দেখবে না স্বপ্ন
সেই সুখে আমি কেন হাসবো না



@mortuzakhaled3935

তুমি নয় নাই কাছে আসলে।
আমায় নাই বা ভালোবাসলে
তাই বলে আমি কেন ভালোবাসবো না
আমি কেন কাছে আসবো না।।

মেঘে নয় আকাশটা ঢাকলো
চাঁদ নয় আড়ালেই থাকলো।

নদী কেন ভরবে না জোয়ারে।
সেই স্রোতে আমি কেন ভাসবো না।।

আঁখি নয় স্বপ্নকে ভুললো
অশ্রুই শুধু ভরে তুললো।

মন কেন দেখবে না স্বপ্ন
সেই সুখে আমি কেন হাসবো না।।



All comments from YouTube:

@md.aktarulislam1509

ভালোবাসার ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ প্রেমিক পুরুষের ভালোবাসার মানুষের সাথে মিলন হয়নি। এ ধরনের গান শুনলে তাদের বুকের ভিতর লুকিয়ে থাকা কষ্ট গুলো বারে বারে আঘাত করে সারা হৃদয় জুড়ে ।

@bijoyadutta6074

চিরদিন তিনি আমাদের মতো শ্রোতাদের হৃদয়ে বাস করবেন।

@vivekanda666

অপূর্ব, অসাধারণ, অনন্য, অদ্বিতীয়, অতুলনীয়, এই গানের ব্যাক্ষা আমার কাছে নেই, সবশেষে বলছি,যুগ যুগ ধরে আপনার গানের মধ্যে দিয়ে বেঁচে থাকুন , আমাদের মতো শ্রোতাদের মনে,

@MKoley-nx1op

Exceptionally wonderful thought, superb music, style of singing have made d song a piece of art for ever and for everyone, especially for those of unfulfilled love. So touching a masterpiece it is with its lofty imagination, fervent emotion and sharpened sensibility.

@enamulhoquebhuiyan

আহা কী গান আর কী গায়কী!

@jahirfaruque381

এসব গান কি ভুলা যায় ।বারবার শুনতে ইচ্ছে করে ।

@merialuna2413

Most adorable song I have ever heard in my life.

@ceaserhuq4727

Yes

@0730max

এই গানের সুরকার এই মহান শিল্পীর আপন ছোট ভাই প্রভাস দে।

@HamidHasanMusic

আপনার গানের সুর কথা চিরদিন অমর হয়ে থাকবে।।

More Comments

More Versions