Homesick
Monoshoroni Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

একা বেচে আছো শহরের প্রিয়তমা
দরজা খুলতেই উড়ে যায়
একটি শালিক
একটি দাড়কাক ঠুকরে যায়
পিষুশকো ঠোট পিষুশকো শাখায়
জোড়া শালিকে তুমি ভুলে ও তাকিয়ো না
ভুলে ও তাকিয়ো না
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক ই
কিন্তু শান্তি খুজে পাবে না
পাবে না
পাবে না
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক ই
কিন্তু শান্তি খুজে পাবে না
পাবে না
পাবে না
দরজা খুলতেই উড়ে যায় একটি শালিক
ঘর থেকে বেড়িয়ে আমার ও ত মনে পরে যায়
তুমি ও হোমসিক
ঘরে বসে আজ ও হয়তো করেছিলে কাগজের নৌকা
হাসাবার জন্যে কিছুটা জল না পেয়ে ভেবেছো
নদী তোমার প্রিয়
আমি বলি সব দৃশ্য একা দেখা ই শ্রেয়
আমি বলি সব দৃশ্য একা দেখা ই শ্রেয়
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক ই
কিন্তু শান্তি খুজে পাবে না
পাবে না
পাবে না
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক ই
কিন্তু শান্তি খুজে পাবে না
পাবে না
পাবে না
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক ই
কিন্তু শান্তি খুজে পাবে না
পাবে না
পাবে না
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক ই
কিন্তু শান্তি খুজে পাবে না




পাবে না
পাবে না

Overall Meaning

The lyrics of "Homesick" by Monoshoroni speak to the experience of feeling alone and disconnected in the city despite living there for a long time. The opening line "একা বেচে আছো শহরের প্রিয়তমা" translates to "you are alone in the beloved city" and is a poignant start to the song. The next line talks about how even when you open the door, it feels like a bird takes flight, highlighting the emptiness and lack of connection in the surroundings.


As the song progresses, we hear about a bird and cricket, two creatures that are peaceful and content in their own habitats, unlike the singer who is struggling to find peace and love. There is a sense of longing for a lover who may be able to bring some tranquility and joy, but at the same time, the singer acknowledges that even finding love may not necessarily bring the peace they crave. The repetition of "প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক ই কিন্তু শান্তি খুজে পাবে না পাবে না" which translates to "you will find your lover, but not peace" drives this point home.


Overall, the song is a meditation on the feeling of detachment and alienation that can come with city life, and the ways in which we search for love and peace in the midst of that.


Line by Line Meaning

একা বেচে আছো শহরের প্রিয়তমা
You are living alone in the city, my love.


দরজা খুলতেই উড়ে যায়
As soon as the door opens, it flies away.


একটি শালিক
A magpie.


একটি দাড়কাক ঠুকরে যায়
A crow makes a noise.


পিষুশকো ঠোট পিষুশকো শাখায়
A bird on the branch of a tree.


জোড়া শালিকে তুমি ভুলে ও তাকিয়ো না ভুলে ও তাকিয়ো না
Don't forget or ignore the pair of magpies.


প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক ই কিন্তু শান্তি খুজে পাবে না পাবে না
Lovers will meet with each other, but they will not be able to find peace.


দরজা খুলতেই উড়ে যায় একটি শালিক
As soon as the door opens, a magpie flies away.


ঘর থেকে বেড়িয়ে আমার ও ত মনে পরে যায় তুমি ও হোমসিক
I and you both feel homesick as we leave home.


ঘরে বসে আজ ও হয়তো করেছিলে কাগজের নৌকা
Sitting at home, you might have made a paper boat today.


হাসাবার জন্যে কিছুটা জল না পেয়ে ভেবেছো
Thinking of laughing, without finding any water.


নদী তোমার প্রিয়
The river is your favorite.


আমি বলি সব দৃশ্য একা দেখা ই শ্রেয়
I say it's better to watch all the scenes alone.




Contributed by Ella V. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

More Versions