Nei Proyojon
Warfaze Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

সেই তুমি যে আজ নেই পাশে
হেটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাবার কত ব্যথা

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে

ছেড়ে গেলে তাই বলে কি, বৃথা যাবে এই জীবন
তবু আগাই সামনে দেখ আমি স্বপ্নে ভরা দু'নয়ন

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে




ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে

Overall Meaning

The lyrics to Warfaze's song "Nei Proyojon" speak of the pain of losing someone, as the singer remembers a time when they were together in a dreamlike world full of happiness, only to wake up to the reality that they are no longer with them. The lyrics reflect on the nostalgia and longing for the person who is now gone, and how life seems to become meaningless without them. The chorus repeats the sentiment that they are no longer necessary or needed, but their love still remains in the dust and space left behind, and time is simply passing by in moments that no longer hold any true significance.


The verses talk about the grief of losing this person, even though life still goes on, with the chorus repeating the feeling of emptiness without them. The bridge suggests that even though the person may be gone, the singer still has their memories, and continues to hope that they will once again be reunited in a dream or imaginary world. The song as a whole conveys the bittersweet feeling of longing for something that can never be regained, the longing for a time and place when everything seemed perfect.


Overall, "Nei Proyojon" is a poignant reflection on the pain of losing a loved one, and the emptiness that is left in their absence.


Line by Line Meaning

তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
We were like a couple created in a dream, you and I


জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন
In that dream-filled world, there was a canvas painted with colors of water


কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
So much time had passed in the embrace of happiness


বসে ভাবি আজও আমি কি করে এমন হয়
Sitting here, I still wonder why it had to be this way


আজ তোমাকে নেই প্রয়োজন
Today, I don’t need you anymore


নেই আয়োজন নেই এই মনে
No more arrangements in my heart


ভালোবাসা যে ধূলোবালিতে
Love fades away like dust


মিশে যায় সময়েরই ক্ষনে
Lost in the moments of time


দিন কেটে যায় তুমি নেই তবুও
Days go by, yet you are not here


রাত্রি পোহায় তুমি নেই তবুও
In the night, you are still not here


সেই তুমি যে আজ নেই পাশে
That version of you is not here with me today


হেটে চলি পথে আমি আজ একা
I walk alone on my path today


সেই তুমি যে আজ পর হলে
If that version of you came back today


রেখে গেলে না পাবার কত ব্যথা
The pain caused by the inability to hold on


ছেড়ে গেলে তাই বলে কি, বৃথা যাবে এই জীবন
If you leave, does this life become meaningless?


তবু আগাই সামনে দেখ আমি স্বপ্নে ভরা দু'নয়ন
Yet I move forward and see a world filled with dreams




Contributed by Henry N. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@anirbansarker9578

তুমি আমি যেনো ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন!

কত সুখের আনাগোনায় কেটেছিলো সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়!

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে,
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে!

দিন কেটে যায় তুমি নেই তবুও!
রাত্রি পোহায় তুমি নেই তবুও!

সেই তুমি যে আজ নেই পাশে
হেঁটে চলি পথে আমি আজ একা,
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাবার কত ব্যাথা!

দিন কেটে যায় তুমি নেই তবুও!
রাত্রি পোহায় তুমি নেই তবুও!

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে,
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে!

ছেড়ে গেলে তাই বলে কি বৃথা যাবে এ জীবন
তবু আগাই সামনে দেখো আমি স্বপ্নে ভরা দুনয়ন!

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে,
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে!



@dawatilallah2146

তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

সেই তুমি যে আজ নেই পাশে
হেটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাবার কত ব্যথা

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা…



@shamim686

নেই প্রয়োজন

কথাঃ ইব্রাহীম আহমেদ কমল
ব্যান্ডঃ ওয়ারফেজ
এলবামঃ অসামাজিক ও পথচলা

তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন

কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে, ধুলোবালিতে
মিশে যা, সময়ের এই ক্ষণে

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
সেই তুমি যে আজ নেই পাশে,
হেঁটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাওয়ার কত ব্যথা

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষণে

ছেড়ে গেলে, তাই বলে কি, বৃথা যাবে এ জীবন
তবু আগাই সামনে দেখো আমি স্বপ্নে ভরা দুনয়ন
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষণে



All comments from YouTube:

@rahmanpayer53

ওয়ারফেজ শোনার মতো কান সবার নেই।

@joydey4282

You're legend bro.....💕🙏

@oreo_chocodile6398

All time favorite,Love from India. Warfaze forever.

@nazmulkhaledbadhan3349

Actually Sanjay had provided something exceptional which sounds better than new one.This version is so cool.
Kamal vai & Sanjay remarkable ♥️

@aksaandserajkobitaandsonga954

এখনো মনের খোরাক ৯০ দশকের গান গুলো। হারিয়েছে আমাদের প্রানের শিল্পী গুলো। হারিয়ে যাচ্ছে আমাদের সব।

@rshabbir7

The band which was much ahead of contemporary times

@a.rahman.t

This tyoe of masterpiece is quite impossible to creat by this musicians of these generation in Bangladesh

@rokibchayan9042

Sunjoy at his peak... And also birth of another legend, bassbaba with that solo 1:11-1:26 😍

@nothing-pj8bt

I was thinking the same

@mahmoodasifan260

The best guitar riff ever in the history of Bangla Metal.

More Comments

More Versions