Dur Isharay Bohu Durey
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

দূর ইশারা.
য় বহু.
দূরে...
আছড়ে পড়ে আকা.
শ, কী হয় তোদের একটু খানি আদর বেশি মাখাস, দূর ইশারায় বহু দুরে আছড়ে পড়ে আকাশ, কি হয় তোদের একটুখানি আদর বেশি মাখাস, দূ...
র ইশারায় বহু দূরে, আছড়ে...
পড়ে আকাশ কি হয় তোদের, একটু খানি, আদর বেশি মাখাস, আদর বেশি মাখাস।
(মাতুব্বর এর পছন্দের মিউজিক...)

দূরের মানুষ কাছের মানুষ, দূরের মানুষ কাছের মানুষ জটিল সমীকরণ, সরল মনে তরল কাধে করছি তাকে বরণ, করছি তাকে বরণ। দূরের কাছের মানুষ দূরের...
কাছের মানুষ জটিল সমীকরণ। সরল মনে তরল কাধে করিছি তাকে বর, করছি তাকে বরণ।। দূর ইশারায় বহু.
দূরে.
দূর ইশারায় বহু দূরে আছড়ে পড়ে আকাশ কি হয় তোদের একটু খানি আদর বেশি মাখাস, আদর বেশি মাখাস।
(মাতুব্বরের পছন্দের মিউজিক)
রাস্তা ভুলে এই পৃথিবীর, জট পাকানো গলি। কান্না মুছে কষ্টগুলো, ভাবছি তাকে বলি, কান্না মুছে কষ্টগুল ভাবছি তাকে বলি, ভাবছি তাকেই বলি। দূরের মানু.
ষ কাছের মানু.
ষ জটিল সমীকরণ সরল মনে তরল কাঁধে করছি তাকে বরণ করছি তাকে বরণ। দূর ইশারায়...




বহু দূরে, দূর ইশারায় বহু দূরে আছড়ে পরা আকাশ, কি হয় তোদের একটুখানি আদর বেশি মাখাস, আদর বেশি মাখা...
স।

Overall Meaning

The lyrics of Arnob's song "Dur Isharay Bohu Durey" talk about the complexities of relationships, especially those between people who are distant from each other. The language used is poetic and abstract, and the song can be interpreted in many ways. The singer seems to be longing for someone who is far away and expressing his feelings of sadness and confusion about the distance between them.


The verses of the song repeat the phrase "Dur Isharay Bohu Durey," which translates to "faraway signals, very far." The singer reflects on the difficulties of understanding the people who are close to us and those who are far away from us. The word "signals" seems to suggest the various ways people communicate with each other, even when they are not physically present. The singer also mentions the sky and the vastness of the universe, emphasizing the vast distance between himself and the person he longs for.


One interpretation of the song is that it highlights the struggles of maintaining long-distance relationships. The singer is trying to understand the person he loves, but their distance makes it difficult. He filters their communication through his own perception and finds it hard to decipher the messages they are sending him. The song conveys a sense of longing and a desire to connect despite the distance.


Line by Line Meaning

দূর ইশারা. একটু ঝাঁকানো।
দূর এমন একটি জায়গা যেখানে প্রাণীরা ঝাঁকানো চিহ্ন দিয়ে সংকেত করে।


য় বহু. অনেক দূরে।
দূরে এমন অনেক জায়গা যেখানে পরে যেতে হয়।


দূরে... আছড়ে পড়ে আকা। দূরে ঝড়ে পড়ে আসা।
সমুদ্রের তীরে যেখানে ঝড় বা প্রবাহের স্পর্শে একে অপরকে ছিটিয়ে দিতে চায়।


শ, কী হয় তোদের একটু খানি আদর বেশি মাখাস, দূর ইশারায় বহু দুরে আছড়ে পড়ে আকাশ, কি হয় তোদের একটুখানি আদর বেশি মাখাস, দূ... দূরের মানুষ কাছের মানুষ,
দূর একটি জায়গা যেখানে প্রাণীরা সুখ-দুঃখ ভাগ করে কিন্তু আদর বেশি মাখা প্রেম প্রকাশ করে।


দূরের মানুষ কাছের মানুষ, দূরের মানুষ কাছের মানুষ জটিল সমীকরণ, সরল মনে তরল কাধে করছি তাকে বরণ, করছি তাকে বরণ।
দূরে থাকা কাউকে ভালোবাসতে চাইলে সেটি একটি জটিল সমীকরণ, কিন্তু মন সরল এবং কাঁধ তরল হয়ে উৎসাহ প্রকাশ করতে হয়।


দূরের কাছের মানুষ দূরের... কাছের মানুষ জটিল সমীকরণ। সরল মনে তরল কাধে করিছি তাকে বর, করছি তাকে বরণ।। দূর ইশারায় বহু। দূরে।
দূরে থাকা কাউকে ভালোবাসা কিন্তু কাছে না থাকার কারণে তার মনে দুঃখ হয় কিন্তু হয়তো একটি দিন তার প্রিয় মানুষ আসবে।


দূর ইশারায় বহু। দূরে আছড়ে পড়ে আকাশ কি হয় তোদের একটু খানি আদর বেশি মাখাস, আদর বেশি মাখাস। (মাতুব্বরের পছন্দের মিউজিক)
দূর একটি জায়গা যেখানে প্রাণীরা বিভিন্ন কারণে দূরে থাকে কিন্তু আদর ও প্রেমের মানে একাকার থাকে।


রাস্তা ভুলে এই পৃথিবীর, জট পাকানো গলি। কান্না মুছে কষ্টগুলো, ভাবছি তাকে বলি, কান্না মুছে কষ্টগুল ভাবছি তাকে বলি, ভাবছি তাকেই বলি। দূরের মানু.
যে কোন অবস্থায় দূরে থাকার কারণে প্রাণীরা যে কষ্ট পাচ্ছে কিন্তু আপনার ইচ্ছে হয় তাকে দেখতে পাবে এবং ভালোবাসার কথা বলতে চাইবে।


ষ কাছের মানুষ কোন সমীকরণে থাকেন, সরল হৃদয়ে তরল কান্নায় চাই তুমি তাকে বরণ। দূর ইশারায় বহু দূরে আছড়ে পরা আকাশ কি হয় তোদের একটু খানি আদর বেশি মাখাস, আদর বেশি মাখাস।
দূরে থাকা কাউকে ভালোবাসলে তার মন প্রকাশ করতে চাই এবং তাকে একটি কুশল সমীকরণের মধ্যে রেখে প্রিয়তম হিসাবে রাখতে চাই।




Contributed by Dylan Y. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comment from YouTube:

@joltorongo8699

দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস
দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস

দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস
আদর বেশি মাখাস

দূরের মানুষ, কাছের মানুষ
দূরের মানুষ, কাছের মানুষ
জটিল সমীকরণ
সরল মনে তরল কাঁধে
করছি তাকে বরণ
করছি তাকে বরণ

দূরের কাছের মানুষ
দূরের কাছের মানুষ
জটিল সমীকরণ
সরল মনে তরল কাঁধে
করছি তাকে বরণ
করছি তাকে বরণ

দূর ইশারায় বহুদূরে
দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস
আদর বেশি মাখাস

রাস্তা ভুলে এই পৃথিবীর
জট পাকানো গলি
কান্না মুছে কষ্টগুলো
ভাবছি তাকে বলি

কান্না মুছে কষ্টগুলো
ভাবছি তাকে বলি
ভাবছি তাকেই বলি

দূরের মানুষ, কাছের মানুষ
জটিল সমীকরণ
সরল মনে তরল কাঁধে
করছি তাকে বরণ
করছি তাকে বরণ

দূর ইশারায়
দূর ইশারায় বহুদূরে
দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস
আদর বেশি মাখাস ।



All comments from YouTube:

@amritalalroy4735

রাত দুটো, একা বারান্দায় চাদর গায়ে দাঁড়িয়ে আছি এই শীতেএ রাতে। দূরে ফ্লাইওভারে বাতিরা নিদ্রাহীন সোজা দাঁড়িয়ে, কোন গাড়ি নেই শুনশান নীরবতা রাস্তাজুড়ে৷ হাতের কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, কানে হেডফোনে এই গান আমায় নিয়েগেছে কোলাহলের বাইরে অন্যকোনো অচেনা দুনিয়ায়।

ধন্যবাদ অর্নব এই স্বর্গীয় অনুভূতির জন্য ♥♥

@md.mufasserulhaque7244

যারা এইসব গান পছন্দ করে তারা সবচেয়ে রুচিশীল মানুষ।

@sahedjames6302

গানটায় অন্যরকম কিছু একটা আছে
শুনলেই যেন দূরে কোথায় হারিয়ে যাই।
নির্জন বিকেল, খোলা মাঠ, সাথে এই গানটা.. আহা 🌸
রাস্তা ভুলে এই পৃথিবীর জট পাকানো গলি
কান্না মুছে কষ্টগুলো ভাবছি তাকে বলি ;

@jahidhasanshanto5579

আহা ! মুভিটা যারা দেখেছে তাদের রুচির প্রশংসা করছি।

@rahmanmoti

দেখেছি সিনেমাহলেই।

@royalmediaclassictrs9887

ওহ নো! মুভি দেখে মুগ্ধ হয়েছিলাম বিটিভিতে। যে দিন দেখেছিলাম আহা মুভির সকল বিভাগ ই জাতীয় চলচিত্র পুরষ্কার পেয়েছিল। সে দিন নিজের দেখার উপর গর্বিত অনুভব করি। আর এই গানের প্রতিটা লাইন ই মনোমুগ্ধকর।

@rajibsaha4946

গানটা ওয়াইনের মত
যত পুরোনো হচ্ছে ততই ভালো লাগছে।

@joltorongo8699

দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস
দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস

দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস
আদর বেশি মাখাস

দূরের মানুষ, কাছের মানুষ
দূরের মানুষ, কাছের মানুষ
জটিল সমীকরণ
সরল মনে তরল কাঁধে
করছি তাকে বরণ
করছি তাকে বরণ

দূরের কাছের মানুষ
দূরের কাছের মানুষ
জটিল সমীকরণ
সরল মনে তরল কাঁধে
করছি তাকে বরণ
করছি তাকে বরণ

দূর ইশারায় বহুদূরে
দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস
আদর বেশি মাখাস

রাস্তা ভুলে এই পৃথিবীর
জট পাকানো গলি
কান্না মুছে কষ্টগুলো
ভাবছি তাকে বলি

কান্না মুছে কষ্টগুলো
ভাবছি তাকে বলি
ভাবছি তাকেই বলি

দূরের মানুষ, কাছের মানুষ
জটিল সমীকরণ
সরল মনে তরল কাঁধে
করছি তাকে বরণ
করছি তাকে বরণ

দূর ইশারায়
দূর ইশারায় বহুদূরে
দূর ইশারায় বহুদূরে
আছড়ে পড়ে আকাশ
কী হয় তোদের
একটুখানি আদর বেশি মাখাস
আদর বেশি মাখাস ।

@ahanafnafiur3328

গান শুনে মন্তব্য করলাম এই প্রথম,,,
আমার কাছে শ্রেষ্ঠ গানের একটি এই গানটি, আজ প্রথম উপলব্ধি করলাম।

@shinjitsinha3628

'মথুরানগরপতি কাহে তুম গোকুল যাও'-র স্মৃতি আছড়ে পড়ে....❤ আহা অর্ণব😍

More Comments

More Versions