Shwapno Rogi
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

Shopno Rogi

আমায় তোরা স্বপ্ন রোগী বলিস
আমায় বলিস অভিমানী ছেলে,
আমায় তোরা গান পাগলা করে
যাবি চলে একলা রাতে ফেলে ।
আমি তখন ভাবনা নিয়ে জাগি
ভাবতে থাকি সত্যি কি যে চায় ।
শুকনো পাতায় আগুন জ্বেলে নিয়ে
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই

যার নিয়মে মরেছি ভুলে সব
যাকে ধরতে হয় নকশা রথ
ছল করে কেবল থাকে একা
আমার সাথে হবে কি তার দেখা

ছোট্ট বেলার সঙ্গিনী আমার
যখন তখন পলাশ ফোটায় মনে
ছাড়বো বলে পণ করেছি তবু
দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে
দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে

আমায় তোরা স্বপ্ন রোগী বলিস
আমায় বলিস অভিমানী ছেলে,
আমায় তোরা গান পাগলা করে
যাবি চলে একলা রাতে ফেলে ।
আমি তখন ভাবনা নিয়ে জাগি
ভাবতে থাকি সত্যি কি যে চায় ।
শুকনো পাতায় আগুন জ্বেলে নিয়ে




ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই

Overall Meaning

The song "Shopno Rogi" by Arnob is about the singer being called a "dream patient" by their lover, who is proud and passionate. The singer is told that their dreams have driven them crazy, and they will leave alone in the middle of the night. The singer then ponders if their dreams have any truth or value. They describe themselves as a person who has died from following rules, and has been reduced to being alone. The singer questions if their lover will stay with them or leave, and reflects on a time when a mischievous girl came to call them.


The song is a reflection of the existential crisis of the singer, who is questioning the meaning of their dreams, the value of following rules and the loyalty of their lover. The repeated line "Amai tora shopno rogi bolis" stands for the labeling of someone who dreams big and has the courage to pursue them despite the risk of failure or criticism. The imagery in the song, such as "the fire on dry leaves" and "going to the land of sleep" represents the singer's mental state and struggle to find meaning in life. The song highlights the fact that following your dreams may not fit within the norm but is still a worthy pursuit.


Line by Line Meaning

আমায় তোরা স্বপ্ন রোগী বলিস
You call me a dream patient


আমায় বলিস অভিমানী ছেলে
You call me an arrogant boy


আমায় তোরা গান পাগলা করে
You make me crazy with your songs


যাবি চলে একলা রাতে ফেলে
You leave me alone to spend the night


আমি তখন ভাবনা নিয়ে জাগি
I stay awake thinking


ভাবতে থাকি সত্যি কি যে চায়
Wondering if it's really what I want


শুকনো পাতায় আগুন জ্বেলে নিয়ে
Taking fire to dry leaves


ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
Thinking and thinking until I go to the land of sleep


যার নিয়মে মরেছি ভুলে সব
I died living wrongfully


যাকে ধরতে হয় নকশা রথ
Whom I must hold on to like a map


ছল করে কেবল থাকে একা
Trapped alone in deception


আমার সাথে হবে কি তার দেখা
Will she be with me, can I see


ছোট্ট বেলার সঙ্গিনী আমার
My childhood friend


যখন তখন পলাশ ফোটায় মনে
When occasionally remembered


ছাড়বো বলে পণ করেছি তবু
I said I'll leave, but still


দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে
The naughty girl just keeps calling




Contributed by Mateo S. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@Opu-pi7tq

Wow that is great.song

@saifulislam-hs1km

Love 💕💕💕💕

@shameemhossain1510

🥰🥰

@songsofsabbi

😴

@armanshiblu5141

আমায় তোরা স্বপ্ন রোগী বলিস

আমায় বলিস অভিমানী ছেলে,

আমায় তোরা গান পাগলা করে

যাবি চলে একলা রাতে ফেলে ।

আমি তখন ভাবনা নিয়ে জাগি

ভাবতে থাকি সত্যি কি যে চায় ।

শুকনো পাতায় আগুন জ্বেলে নিয়ে

ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই

ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই
যার নিয়মে মরেছি ভুলে সব

যাকে ধরতে হয় নকশা রথ

ছল করে কেবল থাকে একা

আমার সাথে হবে কি তার দেখা
ছোট্ট বেলার সঙ্গিনী আমার

যখন তখন পলাশ ফোটায় মনে

ছাড়বো বলে পণ করেছি তবু

দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে

দুষ্টু মেয়ে কেবল এসে ডাকে
আমায় তোরা স্বপ্ন রোগী বলিস

আমায় বলিস অভিমানী ছেলে,

আমায় তোরা গান পাগলা করে

যাবি চলে একলা রাতে ফেলে ।

আমি তখন ভাবনা নিয়ে জাগি

ভাবতে থাকি সত্যি কি যে চায় ।

শুকনো পাতায় আগুন জ্বেলে নিয়ে

ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই

ভাবতে ভাবতে ঘুমের দেশে যাই

More Versions