Sonar Moyna Pakhi
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি

সোনা বরণ পাখি রে আমার
কাজল বরণ আঁখি
সোনা বরণ পাখি রে আমার
কাজল বরণ আঁখি

দিবানিশি মন চায় ওরে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি

দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকি
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকি

শত ফুলের বাসন দিয়ারে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি

যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি

এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
এ জীবন যাবার কালে রে
একবার যেন দেখি রে

আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে




দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি

Overall Meaning

The lyrics to Arnob's song "Sonar Moyna Pakhi" (Golden Peacock) paint a beautiful picture of a cherished bird. The song is about a personal attachment and longing for this golden peacock, which has flown to an unfamiliar land. The repetitive lines express the deep connection and affection the singer has for this bird, as they lament its absence and call out to it.


In the verses, the singer describes the bird's qualities, comparing its golden feathers to the color of their own enticing eyes, adorned with kajal (black eyeliner). They express a desire to keep the bird close, as their heart yearns for its presence. The singer further emphasizes their devotion, stating that they have given their body and soul to the bird, with nothing left behind. They have decorated themselves with the fragrance and beauty of a hundred flowers, symbolizing their readiness to be with the bird.


The chorus reaffirms the singer's attachment to the bird, expressing that even if the bird is insensitive or cold, they would still keep their eyes wet (presumably with tears) as a sign of their longing. The song captures the profound emotions tied to love, longing, and the bond between the singer and the golden peacock.


Line by Line Meaning

আমার সোনার ময়না পাখি
My golden peacock


কোন দেশেতে গেলা উইড়া রে
Where did you go flying to?


দিয়া মোরে ফাঁকি রে
You left me alone


সোনা বরণ পাখি রে আমার
My golden colored bird


কাজল বরণ আঁখি
With kohl-colored eyes


দিবানিশি মন চায় ওরে
My restless heart desires, oh


বাইন্ধা তরে রাখি রে
I try to hold it still


দেহ দিছি প্রাণরে দিছি
I have given my body and soul


আর নাই কিছু বাকি
Nothing else remains


শত ফুলের বাসন দিয়ারে
I have adorned it with hundreds of flowers


অঙ্গে দিছি মাখি রে
And placed a jasmine in my hair


যাইবা যদি নিঠুর পাখি
If you ever leave, cruel bird


ভাসাইয়া মোর আঁখি
Leaving my eyes wet


এ জীবন যাবার কালে রে
In the moments when this life passes


ও পাখি রে
Oh bird


একবার যেন দেখি রে
Let me see you once more




Contributed by Matthew G. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

lyrics.amarload.com

Amar Sonar Moyna Pakhi 2 Lyrics (আমার সোনার ময়না পাখি ২) By Samz Vai

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি (২ বার)

প্রবাস জীবন কষ্ট ভিশন,
মনে ব্যথা খুব
সোনা পাখির জন্য সদায়,
ধরপর করে বুক (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আলতা, চুরি চাই না কিছুই,
চাই না দামি শাড়ী
আর থ্যাকেন না দূর প্রবাসে,
ফিরা আসেন বাড়ি (২ বার)

ঋণের বুঝা মাথায় নিয়া,
গিয়াছেন প্রবাসে
দেনা পাওনা শেষ হইলেই,
ফিরা আইসেন দেশে (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আপনার মুখটা না দেখিলে,
পাড়ি না ঘুমাইতে
আপনার কথা না শুনিলে,
পাড়ি না যে খাইতে (২ বার)

মাঝে মধ্যেই ইচ্ছে করে,
সবকিছু যাই ছাড়ি
আপনি কি চান আপনার জন্য,
কাইন্দা কাইন্দা মরি (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি।।

Most interesting comment from YouTube:

@debjyotimajumder4531

আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।



All comments from YouTube:

@shafinaztoru7531

কি যে দরদ দিয়ে গানটা গেয়েছেন অর্ণব । শুভ কামনা সমসময়, অর্ণব 🥰

@achudadis

I Was in Bangkok last week and went to Art and Culture Centre.
From 4th floor i started hearing this Song and it was pulling me.
This song was playing part of one installation. :)

Am from Kerala, so couldnt understand the language first but i kind of got a similarity to Bengali.
So i recorded it and send it to my sister, and she said its a Bangla Folk Song.

Reached back to India and here am listening this song in loop. :)

@muntasirahmed4941

It’s a beautiful bangla folk song. Rearranged by Singer Arnab.

@contentcanbeanything

Lyrics of this song is so deep and amazing, do u understand it?

@achudadis

@@contentcanbeanything Checking translations and trying to understand :)

@souravlaha5370

@@contentcanbeanything
I just heard this song live from Arnob da in Santiniketan just 2 days ago ... also Majhe Majhe Tobo

@tahsinnawar9847

@@souravlaha5370 how lucky u r..!

19 More Replies...

@user-hk1yr2rk1d

আমার মা এই গান টা খুব ভালো গাইতো।মন খারাপ হলেই মকে বলতাম গানটা শুনাও,
মা মারা গেছেন দেড় বছর হলো।
অনেক মন খারাপ হলেও সেই সুরটা আর কোথাও খুজে পাইনা।

@MdAhmed-ge4rm

Apnar Mayer jonno amar doa. Roilo

More Comments

More Versions