Renowned for her voice range and often credited for her versatility, Bhosle's work includes film music, pop, ghazals, bhajans, traditional Indian Classical music, folk songs, qawwalis, Rabindra Sangeets and Nazrul Geetis. She has sung Hindi, Assamese, Urdu, Telugu, Marathi, Bengali, Gujarati, Punjabi, Tamil, English, Russian, Czech, Nepali, Malay and Malayalam.
In 2006, Asha Bhosle stated that she had sung over 12,000 songs, a figure repeated by several other sources. The World Records Academy, an international organization which certifies world records, recognized her as the "Most Recorded Artist" in the world, in September 2009. The Government of India honoured her with the Dadasaheb Phalke Award in 2000 and the Padma Vibhushan in 2008.
Amar Bela Je Jai
Asha Bhosle Lyrics
Jump to: Overall Meaning ↴ Line by Line Meaning ↴
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
গানের বেদন বইতে নারে
তোমরা সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে
রাগরাগিণীর জাল ফেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
The lyrics of Amar Bela Je Jai by Asha Bhosle speak of a deep connection between the singer and the music that surrounds her. She talks about going to bed in the evening with the sound of his voice still ringing in her ears, and how that sound connects with others to create a tapestry of music. The sense of connection is emphasized further as she speaks of joining others to create a network of sound, bound together by the power of song.
The second verse of the song continues while the first verse reinforces the theme of connectivity between the people involved in making music. The desire of the singer to always hear the sound of her beloved music is evident as she talks about the magic created by the music around her. The song highlights the notion of the healing power of music, where music can provide an absence of pain and instead fill the void with joy and well-being. The lyrics of this song are a beautiful celebration of music and its emotional impact on the listener.
Line by Line Meaning
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
My time passes in the evening time
তোমার সুরে সুরে সুর মেলাতে
Blending notes with your melodies
একতারাটির একটি তারে
It is like a thread from a harp
গানের বেদন বইতে নারে
Capturing pain through songs
তোমরা সাথে বারে বারে
With you, again and again
হার মেনেছি এই খেলাতে
Losing myself in this game
এ তার বাঁধা কাছের সুরে
With this string tied close to the melody
ঐ বাঁশি যে বাজে দূরে
Playing this bamboo flute far and wide
গানের লীলার সেই কিনারে
At the edges of the playfulness of songs
যোগ দিতে কি সবাই পারে
Maybe everyone can contribute
বিশ্বহৃদয়পারাবারে
Across the universe
রাগরাগিণীর জাল ফেলাতে
To cast the net for the tune of the stringed instruments
Writer(s): Rabindranath Tagore
Contributed by Nathaniel I. Suggest a correction in the comments below.
@lifeandliving695
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে,
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।
এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
গানের লীলার সে কিনারে
যোগ দিতে কি সবাই পারে,
বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।
আমার বেলা যে যায় লিরিক্স - রবীন্দ্রসংগীত :
Amar bela je jay sanjh belate
Tomar sure sure sur melate
Amar bela je jaay
Ektaratir ekti taare
Gaaner bedon boite naare
Tomar sathe bare bare
Har menechi ei khelate
E taar bandha kacher sure
Oi banshi je baaje dure
Ganer lilar se kinare
Jog dite ki shobai pare
Bishwohridoy parabare
Rag-rginir jaal felate
Tomar sure sure sur melate
Amar bela je jay sanjhbela te
Tomar shure shure shur melate
Amar bela je jay
Tags: Bengali Lyrics, Monali Thakur,
@himangshudey2817
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে ॥
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে ॥
আমার এ তার বাঁধা কাছের সুরে,
ওই বাঁশি যে বাজে দূরে।
গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে--
তোমার সুরে সুরে সুর মেলাতে?।
@malaganguly6285
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে,
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।
এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
গানের লীলার সে কিনারে
যোগ দিতে কি সবাই পারে,
বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।
@ratanmalik4314
Despite being a non Bengali singer, how nicely Asha Bhosle sang this Tagore's song in Bengali. I am really taking my hat off to this legendary singer of India. I wish her long and healthy life.
Ratan Malik from Shyamnagar, North 24 Parganas
@biplabkarmakarsona
Ekdam 👍
@koyelshubhamvlog8638
@@biplabkarmakarsona L
@listenenjoy.....chandan1626
জন্মের পর থেকে এই গান আমি শুনেছি।
@joelnitian
Love from Tamilnadu. I know this song by heart. 🙂
@souravpaul41
🙏
@souravpaul41
T
@melodioussongs1805
আহা আহা , মনোমুগ্ধকর উপস্হাপনা 🙏🙏
@knightstar9562
অপূর্ব সংগীত
@MeenakshiSarkar-z5y
তোমার গান শুনে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তোমাকে কথায় জানি দেখেছি মনে পরে ও পরছে না ❤❤❤❤❤❤❤God bless you by by