E MON AMAR HARIYE JAY
Asha Bhosle Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

এ মন আমার হারিয়ে যায় কোনখানে?
কেউ জানে না, শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না, মন জানে
কেউ জানে না, কেউ জানে না, মন জানে

এ মন আমার হারিয়ে যায় কোনখানে?
কেউ জানে না, শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না, মন জানে
কেউ জানে না, কেউ জানে না, মন জানে

আকাশ বলে আয় রে ছুটে, আয় ছুটে
ফুল বলে তুই আমার মধু নে লুটে
ও আকাশ বলে আয় রে ছুটে, আয় ছুটে
ফুল বলে তুই আমার মধু নে লুটে
মিষ্টি পাখির গান, যায় যে ভরে প্রাণ
বাজে বাঁশি পাইন পাতায় ওই

কেউ জানে না কোথায় আমার মন টানে
কেউ জানে না, শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না, মন জানে
কেউ জানে না, কেউ জানে না, মন জানে

মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে
গান শুনে যা, ঝর্ণা যে ওই কয় হেসে
ও মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে
গান শুনে যা, ঝর্ণা যে ওই কয় হেসে
প্রাণে কিসের ঢেউ জানেনা তো কেউ
বুনো ফুলে জমেছে যে মৌ

নিষেধ বাঁধার বাঁধন কি আর মন মানে?
কেউ জানে না, শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না, মন জানে
কেউ জানে না, কেউ জানে না, মন জানে

এ মন আমার হারিয়ে যায় কোনখানে?
কেউ জানে না, শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না, মন জানে
কেউ জানে না, কেউ জানে না, মন জানে





কেউ জানে না, কেউ জানে না, মন জানে

Overall Meaning

The lyrics of Asha Bhosle's song E MON AMAR HARIYE JAY speak of the pain of a person whose heart is lost and doesn't know where to find it. The repetition of the phrase "Kē'u jānē nā" (No one knows) emphasizes the feeling of isolation and loneliness. The verse "Ākāsh bōlē āy rē chhutē, āy chhutē, phul bōlē tui āmār mōdhu nē lute" (The sky says, come and fly away, the flower says, you have stolen my nectar) alludes to the idea that the singer feels a lack of control over her heart, and that outside forces have taken it away. The verse "Mishṭi pākhir gān, jāy jē bhōrē prān, bājē bānshi pāin patāy ōi" (The sweet bird's song fills my heart, the flute plays among the leaves) suggests that the singer may find solace in nature or music.


Overall, the song speaks to the universality of heartache and the feeling of being lost without one's heart. The simple lyrics and repetitive phrases emphasize the emotional intensity of this sentiment.


Line by Line Meaning

এ মন আমার হারিয়ে যায় কোনখানে?
Where does my heart wander about?


কেউ জানে না, শুধু আমার মন জানে
No one knows, only my heart knows


আজকে শুধু হারিয়ে যাবার দিন
Today is only the day to lose oneself


কেউ জানে না, কেউ জানে না, মন জানে
No one knows, nobody knows, only the heart knows


আকাশ বলে আয় রে ছুটে, আয় ছুটে
The sky calls, come fly, just fly


ফুল বলে তুই আমার মধু নে লুটে
The flower says, take my nectar and loot me


ও আকাশ বলে আয় রে ছুটে, আয় ছুটে
Oh, the sky calls, come fly, just fly


মিষ্টি পাখির গান, যায় যে ভরে প্রাণ
The sweet song of the bird fills one's soul


বাজে বাঁশি পাইন পাতায় ওই
The flute plays on the leaves


কেউ জানে না কোথায় আমার মন টানে
No one knows where my heart dances


মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে
The clouds say, come, embrace me and walk with me


গান শুনে যা, ঝর্ণা যে ওই কয় হেসে
Listening to music, the waterfalls laugh


ও মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে
Oh, the clouds say, come, embrace me and walk with me


প্রাণে কিসের ঢেউ জানেনা তো কেউ
No one knows the direction of the soul


বুনো ফুলে জমেছে যে মৌ
The fragrance of the season has settled on the blooming flowers


নিষেধ বাঁধার বাঁধন কি আর মন মানে?
Does the heart still accept the barriers of restrictions?




Writer(s): Alexander Mosely, Howard Thompson, Jesse Rodriquez Aguirre, Sean Daniel Alaura, Darryl Sherman, Dez Derham

Contributed by Benjamin K. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@saregamabengali

Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
https://youtu.be/VJftyTaCIio
#monerpassword #anupamroy

@biswajitghosh4300

😇

@madanmohanchakraborty1263

Ppppp

@karanbht3648

P0

@ardhendudikshit9192

মিষ্টি প্রেমের গান। বয়স আমার তখন 24 বছর।তখনও মন হারিয়ে যেত।এখন এই 57 বছর বয়সেও মনখানা লাগাম না মেনে হারিয়ে যায়। চির সবুজ,চিরসুন্দর। মন ভরে যায়।

@prakashdebnath7662

😊right

@sundarbandescribe6159

দারুন লিখেছেন আপনি।👍👍👍

@joyradhagiridhari5597

Thanqu sair aapni eto sundor kotha boltea paren 👍👍👍👍👍👍👍👍 old is gold ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

@kaushikbarikdar2434

Manusher shorirer boyos baare...moner boyos baare na...

@abhisekmukherjeethetravell1175

Khubb valo laglo sune.. Kajer chape jibon takeiii sesh kore dicchhi

21 More Replies...
More Comments

More Versions