Tumi Kon Kananer Phul
Asha Bhosle Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা

কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা

তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও

আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দু'টি তারা ঢালুক কিরণধারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা




তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা

Overall Meaning

In Asha Bhosle's song Tumi Kon Kananer Phul, the singer wonders about the identity and whereabouts of a certain flower from the forest and the stars from the sky. The singer feels as though she has seen them before, perhaps in a dream, but cannot remember exactly when or where. The singer recalls the times when she had listened to the flower and had asked for something with her eyes, but can't seem to remember when that had happened. The singer says that the stars from the flower still appear in her mind even though she has forgotten about them.


The song is about lost memories, nostalgia, and the longing to go back in time. The lyrics are a poetic representation of how we lose track of the small, fleeting moments of our lives that we never expect to lose, but suddenly find ourselves missing. The singer's connection to the natural world and the universe illustrates her deep appreciation for her surroundings and her need to connect with them.


Line by Line Meaning

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
You are like a flower from an unknown forest and a star from an unknown sky


তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
Where have I seen you before, like in some dream?


কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
When did you leave, hidden behind my eyelids?


ভুলে গিয়েছি
I've forgotten


শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা
Only the stars from those eyes remain awake in my heart


তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
You don't have to say anything, go as you please


এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও
Smile and go on in this moonlit light


আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে
I remain intoxicated by the moon's breath, in the circle of sleep


তোমার আঁখির মতন দু'টি তারা ঢালুক কিরণধারা
Two stars like your eyes cast beams of light


তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
You are like a flower from an unknown forest and a star from an unknown sky




Writer(s): Rabindranath Tagore

Contributed by Audrey G. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comment from YouTube:

@oliver5734

তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা (x2)
তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা।

কবে তুমি গেয়েছিলে
আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি (x2)
শুধু মনের মধ্যে জেগে আছে
ওই নয়নের তারা।
তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা।

তুমি কথা কোয়ো না,
তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে
তুমি হেসে গলে যাও (x2)

আমি ঘুমের ঘোরে চাঁদের পানে,
চেয়ে থাকি মধুর প্রাণে।
তোমার আঁখির মতন দুটি তারা
ঢালুক কিরণ-ধারা।

তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা।



All comments from YouTube:

@shilpa250

২০২৩ সালে কে কে শুনছেন একটা লাইক হয়েযাক 🙂

@Aeslower

Me

@SubitSarkar-xi6nr

Ha onek bar suni

@allvehiclesinfoentertainme5575

Ami

@aowladhossain9108

আমি

@oliver5734

তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা (x2)
তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা।

কবে তুমি গেয়েছিলে
আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি (x2)
শুধু মনের মধ্যে জেগে আছে
ওই নয়নের তারা।
তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা।

তুমি কথা কোয়ো না,
তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে
তুমি হেসে গলে যাও (x2)

আমি ঘুমের ঘোরে চাঁদের পানে,
চেয়ে থাকি মধুর প্রাণে।
তোমার আঁখির মতন দুটি তারা
ঢালুক কিরণ-ধারা।

তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা।

@samareshadak1648

Tu

@rahinakhatun6369

Thanks for lyrics

@purnimashrivastava2942

Which home flower you. Are .which spa tar where I sayu where you are a star of sky.why don't you speak if don't speak you go fro rs place.why so lovely appealone can not be silent even if he isis dumb. .so sweet asha bhosle didi sung very special special too good makes me feel good always I hear this song repeatedly.itbis good that you didn't attend school all this education would have been useless because you represent musice only.🙏🙏

@rammohanchanda.rammohancha4548

Funnily-enough, Platonic Love is celestial 🙏🙏🙏🙏

More Comments

More Versions