Daak
Black Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

একদিন বলেছিলে বন্ধু
বৃষ্টি ভালোবাসো
চলোনা ভিজে যাই আজ বিকেলে?

একদিন বলেছিলে বন্ধু
মিছিলে যাবে
চলোনা রাত জাগি সংগ্রামে?
তাহলে এসব কথার মানে কি?
যদি না ভাঙতে পারো ইতিহাস
যদি না গাইতে পারো তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে।

পুরনো পথ ছিল ঢাকা মুখোশে
কাঠের সিঁড়ি তে ছিল রক্তের দাগ
ও পথ হেঁটো না বন্ধু কিছু পাবে না
দেখো লক্ষ শিশু কাঁদে তোমার অপেক্ষায়

তাহলে এসব কথার মানে কি?
যদি না ভাংতে পারো ইতিহাস
যদি না গাইতে পারো তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে।

তাহলে এসব কথার মানে কি?
যদি না ভাংতে পারো ইতিহাস




যদি না গাইতে পারো তুমি
পুরনো গানটাকে অস্বীকার করে।

Overall Meaning

The lyrics of "Daak" by Black convey the message of the importance of remembering the past and the consequences of forgetting it. The song tells the story of a friend who suggests going outside in the rain or staying up all night, but the singer reminds him of the meaning behind these words. The chorus repeats the message that if you cannot break the past, if you cannot sing the song, do not reject the old song.


The verses refer to the streets of Dhaka, the capital of Bangladesh, that were marked with the bloodstains of the country's struggle for independence. The writer calls upon the listener to look at the children who cry for their fathers, who died fighting for their freedom, to remind us all of the nation's heritage, the sacrifices of our forefathers, and the significance of our independence.


Overall, "Daak" is a song that highlights the importance of remembering our past while recognising the value and beauty of the present, and inspiring us to protect our nation and people from future oppression.


Line by Line Meaning

একদিন বলেছিলে বন্ধু
Once upon a time my friend you said,


বৃষ্টি ভালোবাসো
'Let's go out and love the raindrops'


চলোনা ভিজে যাই আজ বিকেলে?
'Shall we let ourselves soak and get wet this beautiful evening?'


মিছিলে যাবে
You said, 'Let's get lost in the crowd'


চলোনা রাত জাগি সংগ্রামে?
'Why not spend our nights fighting battles?'


তাহলে এসব কথার মানে কি?
So, what do these words really mean?


যদি না ভাঙতে পারো ইতিহাস
If we cannot change history,


যদি না গাইতে পারো তুমি
If you cannot sing along,


পুরনো গানটাকে অস্বীকার করে।
Reject this old song.


পুরনো পথ ছিল ঢাকা মুখোশে
The old path was hidden behind a mask of deception,


কাঠের সিঁড়ি তে ছিল রক্তের দাগ
Blood stains on wooden fences,


ও পথ হেঁটো না বন্ধু কিছু পাবে না
But my friend, walking that path won't get us anywhere


দেখো লক্ষ শিশু কাঁদে তোমার অপেক্ষায়
Look at thousands of children crying, waiting for you




Contributed by Wyatt D. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

More Versions