Phiriye Dewar Gaan
Rupam Islam Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

ভেবে ছিলাম তোকে ফিরিয়ে দেব আমি,
ভেবেছিলাম ঘুরে তাকাব না।
ভেবে ছিলাম তোকে পুড়িয়ে ফেলব আমি,
ভেবে ছিলাম উড়িয়ে দেব ছাই।
কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো জম্ভুম
সুখী গাল বোঝেনা কবিদের অসুখ।
পাতলা ঠোটের ডগায় সাজানো গল্পের খই,
তোকে ফিরিয়ে দেয়া উচিত অবশ্যই।
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ডাকা,
থাক সে পথ ফাকা, থাক তোর ডাকে সাড়া দেবনা দেবনা না না।




শত বসন্তের আদরে ঠিক রেখেছি বালিশে ঘুম, হাত পাতার ভাজে রাখা আমার এ ভাললাগা।
আমাকে ঘুড়ি ভাবে উড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে।

Overall Meaning

The lyrics of Rupam Islam's song Phiriye Dewar Gaan talk about a sense of longing and a desire to go back to a particular time or place. The singer is addressing someone who they had previously thought of leaving behind, but have now changed their mind and want to turn back time and bring that person with them. They had previously thought of moving on and leaving that person behind, but now they realize that they cannot fly away without them.


The first verse talks about how the singer had previously thought of taking a U-turn and returning to the person they had left behind. In the second verse, the singer talks about how they had earlier thought of pushing away that person, but now they want to hoist them up in the sky. The singer then goes on to talk about how even after trying so hard, they cannot achieve anything, and everything just keeps piling up. The singer then talks about how they had once dreamt of telling a particular story, but now they feel that they must take that story somewhere else.


The last verse talks about how the singer calls out to the person they had left behind, urging them to come back. They ask that person to not fly away but to stay in their grasp. The singer then talks about how they had kept the memories of that person safe, and how they had found solace in sleeping with those memories. Their soft fingers now remind them that they cannot leave that person behind.


Overall, the song talks about a change of heart and how sometimes we think we can move forward without certain people or things, but then later realize we cannot.


Line by Line Meaning

ভেবে ছিলাম তোকে ফিরিয়ে দেব আমি,
I thought of bringing you back,


ভেবেছিলাম ঘুরে তাকাব না।
I thought of not wandering aimlessly.


ভেবে ছিলাম তোকে পুড়িয়ে ফেলব আমি,
I thought of drowning you,


ভেবে ছিলাম উড়িয়ে দেব ছাই।
I thought of setting you free.


কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো জম্ভুম
I couldn't accomplish anything, only a sense of confusion increased,


সুখী গাল বোঝেনা কবিদের অসুখ।
Poets' sorrow is not understood by happy people.


পাতলা ঠোটের ডগায় সাজানো গল্পের খই,
Like a thread woven in the web of tales told in a thin voice,


তোকে ফিরিয়ে দেয়া উচিত অবশ্যই।
It's absolutely necessary to bring you back.


এভাবে গাছপালার স্নেহ দিয়ে ডাকা,
Calling with the affection of a tree-climber,


থাক সে পথ ফাকা, থাক তোর ডাকে সাড়া দেবনা দেবনা না না।
That path is empty, I won't block your call, no no.


শত বসন্তের আদরে ঠিক রেখেছি বালিশে ঘুম,
Having slept comfortably for a hundred springs,


হাত পাতার ভাজে রাখা আমার এ ভাললাগা।
I like keeping my hands and feet warm.


আমাকে ঘুড়ি ভাবে উড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে।
Don't think of me as an easily scared person, soft fingers will only get cut, I'll stand up for myself.




Contributed by Jasmine O. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@Sanghamitravlog2333

যখন রূপম দা বলছে "আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,নরম আঙুল কেটে যাবে উপড়ে নেবো নিজেকে..'🍁তখন একলা,অন্ধকার ঘরে শুয়ে থাকা ব্যর্থ প্রেমিকরা ও হয়তো মুচকি হাঁসছে।🖤

@shankumondal2881

১১ বছর পরে ও আবার সেই একই রকম আবেগ নিয়ে শুনছি। ❤
বেঁচে থাকুক এই গান।

@sagnikchatterjee866

"কিছু পারলাম না শুধু বাড়লো ওজন বুক
সুখী গাল বোঝেনা - কবিদের অসুখ "

জাস্ট মন ছুঁয়ে যায় ❤️🥀

@sarkerbrothers3087

ভাই আমাকে একটু বুঝান তো, লিরিক্স সব মাথার উপর দিয়ে যায়😞

@user-zj7ef9jx5j

কিছু পারলাম না শুধু বাড়ল ওজন বুক সুখী গাল বোঝেনা কবিদের অসুখ

@livelifewithpritha929

Exactly

@avranildutta79

Sukhi Gal noy "Gaan"

@bongiyosolution6581

​​@@sarkerbrothers3087কিছু পারলাম না শুধু বাড়লো ওজন বুক'' এটা বলতে অনেক চেষ্টা করেও তাকে ভুলতে বা এড়িয়ে চলতে পারল না খামোখা মনের ওজন বাড়লো, আসলে সুখী গাল বলতে সেইসব কাপালদের বোঝায় যারা তাদের ভালোবাসায় পূর্ণতা পেয়েছে গাল আর হাতটি হচ্ছে সেই আদুরেপনার প্রতীক,, এবং ব্যর্থ প্রেমিকরাই সাধারণত কবি হয় এবং তার প্রাক্তনকে নিয়ে লেখালেখি করে। কবিদের সেই লেখার চাহিদা এবং আগ্রহটাকে অসুখ হিসেবে এড্রেস করা হয়েছে যেটা সুখী গাল গুলো জানেনা বোঝেনা অথবা ধরতেও পারবেনা❤

@dhoon9150

"সুখী গাল বোঝে না...কবিদের অসুখ.।" 🙃🍁

@saronimondal1430

🙂

More Comments

More Versions