Who Am I
Rupam Islam Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

সীতার তবু আগুন ছিল,
আমার আছে ছাই |
পোড়ার কোনো উপায় নেই শুধুই গর্জাই |
পথভ্রষ্ট গ্রহ তারকার
নষ্ট এ রোশনাই,
ঘোরার উপায় ফেলল গিলে আমার কক্ষটাই |

Who Am I?

সীতার তবু আগুন ছিল,
আমার আছে ছাই |
পোড়ার কোনো উপায় নেই শুধুই গর্জাই |
পথভ্রষ্ট গ্রহ তারকার
নষ্ট এ রোশনাই,
ঘোরার উপায় ফেলল গিলে আমার কক্ষটাই |

Who Am I?

নিজের দেহের চিনে জোঁক,
তবু চিনে ওঠা দুঃঠাঁই |
জন্ম মৃত্যু ডিভোর্স এর জন্য কারা দায়ী?!
আয়নার কাঠগড়ায় রোজ
যে আসামী দেখতে পাই,
খুঁজছি সেটার স্পন্সর আর, খুঁজছি আততায়ী |

Who Am I?

লাগামহীন আকাশ পাতাল ছিল,
উল্কিতে আঁকা আমার কল্পনা |
তখন ঠিক সহ্য করে নিতাম,
উফ উ যে সুচের যন্ত্রণা |
নিজেকে নিজে খোঁচানোর ছিল,
কি চায় এ শরীরের উত্তাপ?
সেন্সর বোর্ড কাঁচি করে দিল,
যৌনতা ধুয়ে মুছে সাফ |

যতই আমার নেওয়ার ছিল চূড়ান্ত বদলা-ই |
বিস্ফোরক এর মিসফায়ার, ভিজে দেশলাই |
হৃদস্পন্দনের ছিঁচ-ক্রন্দনে detect হল lie |
মিথ্যে আমার ফ্ল্যাটবাড়ি, আমি পরিযায়ী |

নিজের দেহের চিনে জোঁক,
তবু চিনে ওঠা দুঃঠাঁই |
জন্ম মৃত্যু ডিভোর্স এর জন্য কারা দায়ী?!
আয়নার কাঠগড়ায় রোজ
যে আসামী দেখতে পাই,
খুঁজছি সেটার স্পন্সর, খুঁজছি আততায়ী |





Who Am I?

Overall Meaning

The lyrics of Rupam Islam's song Who Am I? address the universal question of identity and self-discovery. The song begins with a metaphor where the singer compares Sita's fire to the embers inside him. Here, Sita's fire symbolizes the burning passion and energy that he has within himself. He feels lost, and all he can do is roar out loud in hope of finding a path. He further describes his confusion about his identity. Despite knowing his body and its limits, he still doesn't know who he is. He questions the forces responsible for birth, death, and separation (divorce). Then, he describes his search for the sponsor of the mirrors and the autonomies he comes across every day. He concludes the song with the realization that no matter how many changes he tries to bring in his life, deep down inside, he still remains the same and lives in a lie.


The song's lyrics are evocative and metaphorical, showcasing Rupam Islam's excellent writing skills. He uses fire as a metaphor for passion and energy burning within a person. The song's title "Who Am I?" is the central theme of the song, describing the confusion and search for self-discovery. The song's music is equally impressive, with a heavy guitar groove and drumbeat making it an overall intense experience.


Line by Line Meaning

সীতার তবু আগুন ছিল, আমার আছে ছাই |
The fire burnt on the bridge, but all I have is ashes.


পোড়ার কোনো উপায় নেই শুধুই গর্জাই |
There is no way to extinguish the fire, it just keeps roaring.


পথভ্রষ্ট গ্রহ তারকার নষ্ট এ রোশনাই, ঘোরার উপায় ফেলল গিলে আমার কক্ষটাই |
The planet's lost its light due to the contaminated orbit, and my room is suffering from darkness having no way to escape it.


Who Am I?
Who am I?


নিজের দেহের চিনে জোঁক, তবু চিনে ওঠা দুঃঠাঁই |
I'm hesitant to recognize myself, but the flaws still show up.


জন্ম মৃত্যু ডিভোর্স এর জন্য কারা দায়ী?!
Who's responsible for birth, death, and separation/divorce?


আয়নার কাঠগড়ায় রোজ যে আসামী দেখতে পাই, খুঁজছি সেটার স্পন্সর আর, খুঁজছি আততায়ী |
Every day I see a worker in the reflection of the mirror, and I search for their sponsor and immediacy.


লাগামহীন আকাশ পাতাল ছিল, উল্কিতে আঁকা আমার কল্পনা
The sky was unbridled, my imagination was woven with lightning.


তখন ঠিক সহ্য করে নিতাম, উফ উ যে সুচের যন্ত্রণা |
I used to tolerate it then, the vexation of a needle's precision.


নিজেকে নিজে খোঁচানোর ছিল, কি চায় এ শরীরের উত্তাপ?
I had to search myself, what does this body want?


সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ |
The sensor board was broken, erased of its sensuality.


যতই আমার নেওয়ার ছিল চূড়ান্ত বদলা-ই |
No matter how many final changes I wanted to make,


বিস্ফোরক এর মিসফায়ার, ভিজে দেশলাই |
The mistake of the explosive keeps drenching me to my homeland.


হৃদস্পন্দনের ছিঁচ-ক্রন্দনে detect হল lie |
The quiver and cry of the heartbeat detect the lie.


মিথ্যে আমার ফ্ল্যাটবাড়ি, আমি পরিযায়ী |
My flat is a lie, I'm just a scapegoat.


খুঁজছি সেটার স্পন্সর, খুঁজছি আততায়ী |
I'm searching for its sponsor, I'm searching for immediacy.




Contributed by Penelope V. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

More Versions