Alo
Tahsan Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার
স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার

কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না!
রোমন্থন করি ফেলে আশা
দৃশ্যপট স্বপ্নে আঁকা,
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা

আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না...
কেন আজ এত একা আমি

আলো হয়ে দূরে তুমি




আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না!

Overall Meaning

The song "Alo" by Tahsan expresses the pain and loneliness of being separated from someone close to your heart. The singer addresses the person he is missing and tells them that they are not anyone else's but his. No matter how far they go, they will always belong to him. He holds onto the memories of their time together and finds solace in them. He questions why he feels so alone today and wonders why he cannot find the light that used to shine so bright. He longs for the person he loves to return to him and be with him once again. He reminisces about the moments they shared together, the hopes and dreams they had for the future, and how they used to lie alone in the grass and look up at the sky.


The lyrics of the song capture the universal feeling of missing someone and the pain of separation. The melody and the tender voice of the singer add to the emotional weight of the lyrics, creating a powerful and moving experience for the listener. The song reminds us of the importance of cherishing the people we love and the moments we share with them because one day, they might be gone, leaving us with nothing but memories.


Line by Line Meaning

তুমি আর তো কারো নও শুধু আমার
You are mine and nobody else’s


যত দূরে সরে যাও রবে আমার
No matter how far you go, you will always be mine


স্তব্ধ সময়টাকে ধরে রেখে
Holding onto these quiet moments


স্মৃতির পাতায় শুধু তুমি আমার
Only you remain in the pages of my memory


কেন আজ এত একা আমি
Why am I feeling so lonely today?


আলো হয়ে দূরে তুমি
You become a distant light


আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
I'll never be able to find that light again


চাঁদের আলো তুমি কখনো আমার হবে না!
You will never be my moon's light


রোমন্থন করি ফেলে আশা
I let go of my hopes and dreams


দৃশ্যপট স্বপ্নে আঁকা,
Drawing a picture in my dreams


লুকিয়ে তুমি কোন সুদুরে
You are hiding somewhere far away


হয়তো ভবিষ্যতের আড়ালে
Perhaps in the corridors of the future


ঘাসের চাদরে শুয়ে একা
Sleeping alone on the grassy meadows


আকাশের পানে চেয়ে জেগে থাকা
Staying awake, looking up at the sky


তবে আজ এত একা কেন
But why do I feel so alone today?


আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
I'll never be able to find that light again


কেন আজ এত একা আমি
Why am I feeling so lonely today?


আলো হয়ে দূরে তুমি
You become a distant light


চাঁদের আলো তুমি কখনো আমার হবে না...
You will never be my moon's light




Contributed by Ethan L. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comments from YouTube:

@muksetatunnova2204

আলো Lyrics:

তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার।
স্তব্ধ সময়'টাকে ধরে রেখে,
স্মৃতির পাতায় শুধু তুমি আমার।
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দূরে তুমি।

আলো-আলো আমি কখনো খুঁজে পাবোনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না, হবে না, হবে না....

রোমন্থন করি,
ফেলে আসা দৃশ্যপট স্বপ্নে আঁকা,
লুকিয়ে তুমি কোন সূদূরে
হয়তো ভবিষতের আড়ালে।
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এতো একা কেন?
আলো হয়ে দূরে তুমি।

আলো আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না, হবে না, হবে না ..



@AlAmin-dv9rm

সময়টা 2006 এর শেষের দিকের ।
আকবর স্যারের প্রাইভেটে রুমাকে প্রথম দেখা ।
দেখেই তোমাকে খুব ভালো লাগলো ।
নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেললাম ।
তার কিছুদিন আগে ভাইয়ার কাছে তাহসানের ইচ্ছা এলবাম টা দেখি এবং আলো গান টা শুনি
আর সাথে কৃত্যদাসের নির্বান এলবামের প্রেমমাতাল গানটা ।
ওরে যখন দেখি তখন মনের ভিতর প্রেমমাতাল গানটা বেজে উঠে ।
আসলে রুমা এতোটা সুন্দর ছিলো যে সারা এলাকার মানুষ ওরে পছন্দ করতো ।
তাই যত ভালো ছেলেই হোক না কেন সবাইকে সে direct না করে দিতো ।

আর এই কথা মনে হবার সাথে সাথে চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
এই লাইন টা মনের ভিতর দাগ কাটতে থাকে ।
আমি ভয় পেতাম যদি ওরে না পাই !
ঐ সময় একটু সন্ত্রাসী টাইপের ছিলাম তবুও ওর সামনে যাওয়ার সাহস বুকে পাই নাই ।
এক বছর সময়ের বেশি ওর পিছনে ঘুরেছি কিন্তু ও বুঝে নাই যে আমি ওরে ভালোবাসি 😢😢😢 ।
অসীম সাহস নিয়ে যখন নিজের শরীরের রক্ত মাখা ফুলটা তাকে দিয়ে বললাম ভালোবাসি সে আমার ফুলটা হাতেও নেয় নাই ।
বলছিলো আমার স্কুল ব্যাগে দেন ।
ওর নিজের স্কুল ব্যাগে করে রক্ত মাখা গোলাপ নিয়ে চলে গেলেও কখনো জানায় নাই যে , সে আমারে ভালোবাসে !
অনেক দেখা হয়ে ছিলো তার সাথে সামান্য দুর থেকে ।
কখনো আমার ❤ জবাব দেয় নাই ।
ও মনে করেছিলো যে আমিও তাকে সবার মতো চোখের নেশায় ভালোবাসি ।
আসলে সে বুঝতে পারে নাই যে ,
আমি তাকে heart and soul ♥ ভালোবাসি ।
আমি একতরফা ভালোবেসে গেছি ।
অনেক রাত পার করছি ওর অপেক্ষায় আলো গানটা শুনে শুনে ।
অনেক সময় যত দুরে গানটা শুনে শুনে ও রাত পার হতো ।
ভালোবাসা অনেক কষ্টের
আজও তাকে ভালোবাসি ।
অনেক মিস করি ।
আজও আলো হয়ে দুরে তুমি



All comments from YouTube:

@norsingdi1600

সালটা ২০০৬ কি ২০০৭ সাল হবে ঠিক মনে করতে পারছি না। সন্ধ্যার পর নরসিংদী সরকারি কলেজ মাঠে বই মেলাতে গিয়েছিলাম বন্ধুদের সাথে ঘুরতে। সেইদিন আমি, নিজাম, রুপম, কাউসার, শরিফ ছিলাম একসাথে । সেখানেই গানটা প্রথম শোনা আর অদ্ভুত একটা ভালো লাগা। শুধু এই গানটাই বারবার বাজাচ্ছিল সাউন্ডবক্সে। এখন স্মৃতি শুধু। এখন শুধুই হাহাকার করে উঠে সে দিনটার কথা মনে হলে কারণ সেই অনুভূতি, সেই ভালো লাগা, সেই সময় আর সেই মুহূর্ত আর ফিরে পাবো না।

@raselshahriar5895

নরসিংদী 😍😍😍😍😍😍

@tanbirahmad4756

ভাই গানটি তখন বের হয় নাই

@norsingdi1600

@@tanbirahmad4756 2006 na hole 2007 ami sure 100%

@szaman7100

২০০৬ ডিসেম্বর বা ২০০৭ জানুয়ারী তে বিটিভি ঈদ অনুষ্ঠানে প্রথম শুনেছিলাম। তখন তাহসানকে চিনতাম না। এখনো আমার সেরা গান।

@rumiakter6624

Hmm ei gaan ta 2006 te ber hoiche

533 More Replies...

@chayanbiswas91

২০২৪ সালেও কেউ কি এই অসাধারণ গানটি আবার শুনতে এসেছে?

@JoyGaMeRs-vr9vi

Humm😅💔

@imdadhaque3713

🙋🏻‍♂️

@oshantogiriunofficial420

Ami 2024

More Comments

More Versions