Chad Dekhe Keu
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

চাঁদ দেখে কেউ থুরথুরে সাত বুড়ো
চাঁদ দেখে কেউ টাটকা তরুণ খোকা
চাঁদ দেখে কেউ থুরথুরে সাত বুড়ো
চাঁদ দেখে কেউ টাটকা তরুণ খোকা

চাঁদ দেখে কেউ প্রখর বুদ্ধিমান
চাঁদ দেখে কেউ ভ্যাবাচ্যাকা কেউ বোকা
চাঁদ দেখে কেউ প্রখর বুদ্ধিমান
চাঁদ দেখে কেউ ভ্যাবাচ্যাকা কেউ বোকা

চাঁদ দেখে তুই পাশ ফিরে শুই
বলে টান দিস লেপে
চাঁদ দেখে তুই পাশ ফিরে শুই
বলে টান দিস লেপে

চাঁদ দেখে রাতে খবর ছাপাতে
ঘটনারা যায় চেপে
চাঁদ দেখে রাতে খবর ছাপাতে
ঘটনারা যায় চেপে

চাঁদ দেখে কেউ থুরথুরে সাত বুড়ো
চাঁদ দেখে কেউ টাটকা তরুণ খোকা
চাঁদ দেখে কেউ থুরথুরে সাত বুড়ো
চাঁদ দেখে কেউ টাটকা তরুণ খোকা

চাঁদ দেখে কেউ প্রখর বুদ্ধিমান
চাঁদ দেখে কেউ ভ্যাবাচ্যাকা কেউ বোকা
চাঁদ দেখে কেউ প্রখর বুদ্ধিমান
চাঁদ দেখে কেউ ভ্যাবাচ্যাকা কেউ বোকা
বোকা, বোকা, বোকা...

চাঁদ দেখে ধীরে শিউলিরা ঝরে যায়
চাঁদ দেখে জলে জোয়ারের পিছুটান
চাঁদ দেখে ধীরে শিউলিরা ঝরে যায়
চাঁদ দেখে জলে জোয়ারের পিছুটান
চাঁদ দেখে শেষ লাশ পড়ে রাস্তায়
চাঁদ দেখে রাতে শিয়ালেরা ধরে গান, গান

চাঁদ দেখে কেউ থুরথুরে সাত বুড়ো
চাঁদ দেখে কেউ টাটকা তরুণ খোকা
চাঁদ দেখে কেউ থুরথুরে সাত বুড়ো
চাঁদ দেখে কেউ টাটকা তরুণ খোকা

চাঁদ দেখে কেউ প্রখর বুদ্ধিমান
চাঁদ দেখে কেউ ভ্যাবাচ্যাকা কেউ বোকা
চাঁদ দেখে কেউ প্রখর বুদ্ধিমান
চাঁদ দেখে কেউ ভ্যাবাচ্যাকা কেউ বোকা

চাঁদ দেখে ধীরে শিউলিরা ঝরে যায়
চাঁদ দেখে জলে জোয়ারের পিছুটান
চাঁদ দেখে শেষ লাশ পড়ে রাস্তায়
চাঁদ দেখে রাতে শিয়ালেরা ধরে গান

চাঁদ দেখে ধীরে শিউলিরা ঝরে যায়
চাঁদ দেখে জলে জোয়ারের পিছুটান
চাঁদ দেখে শেষ লাশ পড়ে রাস্তায়
চাঁদ দেখে রাতে শিয়ালেরা ধরে গান

চাঁদ দেখে ধীরে শিউলিরা ঝরে যায়
চাঁদ দেখে জলে জোয়ারের পিছুটান
চাঁদ দেখে শেষ লাশ পড়ে রাস্তায়
চাঁদ দেখে রাতে শিয়ালেরা ধরে গান

চাঁদ দেখে ধীরে শিউলিরা ঝরে যায়
চাঁদ দেখে জলে জোয়ারের পিছুটান




চাঁদ দেখে শেষ লাশ পড়ে রাস্তায়
চাঁদ দেখে রাতে শিয়ালেরা ধরে গান

Overall Meaning

"Chad Dekhe Keu" is a song by Arnob that captures the various emotions and characteristics of people who see the moon. The lyrics, written in Bengali, portray different facets of human emotion when encountering the beauty of the moon. The first two stanzas describe two types of people: the first person is intrigued by the ancient beauty of the seven-day-old moon, a seasoned individual, while the second person is young, naive, and drawn to the moon's brilliance. The second two stanzas continue to express that people react in different ways when looking at the moon: some are highly intelligent, while others are foolish and lack cognitive abilities.


The last two stanzas of the song express the various experiences people have at night. Death looms and the culture of storytelling and music is passed down from one generation to the next. The final line of the song remarks on the incredible power of the moon to bring together individuals from different walks of life, as they gather together beneath its glowing light.


This song speaks to the universal feelings and experiences that people from all cultures and backgrounds can relate to when gazing upon the moon. It is a timeless classic that is not only musically beautiful, but also poignant in its reflections on human nature.


Line by Line Meaning

চাঁদ দেখে কেউ থুরথুরে সাত বুড়ো
Someone sees seven old men shaking.


চাঁদ দেখে কেউ টাটকা তরুণ খোকা
Someone sees young men spinning.


চাঁদ দেখে কেউ প্রখর বুদ্ধিমান
Someone sees an intelligent, astute person.


চাঁদ দেখে কেউ ভ্যাবাচ্যাকা কেউ বোকা
Someone sees someone cunning, and someone foolish.


চাঁদ দেখে তুই পাশ ফিরে শুই বলে টান দিস লেপে
You see the moon, turn around and sleep; saying, no attachment.


চাঁদ দেখে রাতে খবর ছাপাতে ঘটনারা যায় চেপে
Seeing the moon, incidents happen secretly in the night and get suppressed.


চাঁদ দেখে ধীরে শিউলিরা ঝরে যায় চাঁদ দেখে জলে জোয়ারের পিছুটান
The moon sees the slow shedding of the Kathal Flower; the moon sees the rice growing in the water.


চাঁদ দেখে শেষ লাশ পড়ে রাস্তায় চাঁদ দেখে রাতে শিয়ালেরা ধরে গান, গান
The moon sees the last corpse on the street; the moon sees the jackals singing at night.




Contributed by Landon G. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

Tasfia


on Bakshe Bakshe

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা

Eitar mane ki ?

lyrics.amarload.com


on Sonar Moyna Pakhi

Amar Sonar Moyna Pakhi 2 Lyrics (আমার সোনার ময়না পাখি ২) By Samz Vai

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি (২ বার)

প্রবাস জীবন কষ্ট ভিশন,
মনে ব্যথা খুব
সোনা পাখির জন্য সদায়,
ধরপর করে বুক (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আলতা, চুরি চাই না কিছুই,
চাই না দামি শাড়ী
আর থ্যাকেন না দূর প্রবাসে,
ফিরা আসেন বাড়ি (২ বার)

ঋণের বুঝা মাথায় নিয়া,
গিয়াছেন প্রবাসে
দেনা পাওনা শেষ হইলেই,
ফিরা আইসেন দেশে (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আপনার মুখটা না দেখিলে,
পাড়ি না ঘুমাইতে
আপনার কথা না শুনিলে,
পাড়ি না যে খাইতে (২ বার)

মাঝে মধ্যেই ইচ্ছে করে,
সবকিছু যাই ছাড়ি
আপনি কি চান আপনার জন্য,
কাইন্দা কাইন্দা মরি (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি।।

Ayesha


on Tomar jonno

My favouritesong

More Versions