megh bolechhe
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

মেঘ বলেছে যাব যাব
রাত বলেছে যাই
সাগর বলেছে কুল মিলেছে,
আমি তো আর নাই

দুঃখ বলে রইনু চুপে
তাহার পায়ে চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি
আর কিছু না চাই

ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা

প্রেম বলে যে যুগে যুগে




তোমার লাগি আছি জেগে
মরণ বলে আমি তোমার জীবন তরী বাই

Overall Meaning

The lyrics of the song "Megh Bolechhe" by Arnob carry a theme of surrendering oneself completely to love. The song opens with the line "Megh bolechhe jab jab, rat bolechhe jai," which translates to "The clouds indicate it's time to go, the night calls me." It portrays a sense of longing and a desire to embrace the journey that love offers, as indicated by the call of nature.


The following lines, "Sagar bolechhe kul mileche, ami to ar nai," translate to "The ocean says that we meet, but I am no more." Here, the singer implies a transcendence of self, a disappearance into the oneness of love. It suggests a merging of souls and a loss of individual identity.


The third stanza, "Dukh bole roinu chupe, tahar paye chinhroope, ami bole milai ami, ar kichu na chai," meaning "Pain speaks, silently I remain at His feet, I say I will meet, I desire nothing else," conveys a willingness to endure any hardships that love may bring. The singer finds solace in surrendering to the beloved, willing to go through any challenges or suffering for the sake of love.


In the following stanza, the lyrics describe the decoration of the physical world in honor of the beloved, "Bhuvan bole tomar tore ache boron mala, gagan bole tomar tore lakh prodip jwala," which means "The world says there is a garland of offerings for you, the sky says there are thousands of lamps lit for you." Here, the singer expresses the grandeur and beauty that surrounds the beloved, symbolizing their divine nature.


The final part of the song emphasizes the idea of love surpassing time and existence, "Prem bole je juge juge, tomar lagi achi jege, mrittu bole ami tomar jiban tori bai," translating to "Love speaks through ages and ages, I am awake for you, death says I've become your lifeboat." This conveys a sense of eternal devotion and the understanding that even in the face of death, love remains.


Overall, the lyrics of "Megh Bolechhe" explore the surrender and sacrifice involved in love, the willingness to go through pain and challenges, and the transcendence of self for the sake of a deeper connection.


Line by Line Meaning

মেঘ বলেছে যাব যাব
The clouds are saying they will go away


রাত বলেছে যাই
The night is saying it will pass


সাগর বলেছে কুল মিলেছে
The ocean is saying its waves will unite


আমি তো আর নাই
I am no longer there


দুঃখ বলে রইনু চুপে
Sorrow speaks silently


তাহার পায়ে চিহ্নরূপে
In the form of signs at her feet


আমি বলে মিলাই আমি
I say that I will meet her


আর কিছু না চাই
I don't want anything else


ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা
The world says it wears a garland for you


গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা
The sky says it lights up with thousands of lamps for you


প্রেম বলে যে যুগে যুগে
Love says in every epoch


তোমার লাগি আছি জেগে
I exist awake for you


মরণ বলে আমি তোমার জীবন তরী বাই
Death says I am your lifeboat




Writer(s): Rabindra Tagore, Srabani Sen

Contributed by Arianna N. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

Tasfia


on Bakshe Bakshe

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা

Eitar mane ki ?

lyrics.amarload.com


on Sonar Moyna Pakhi

Amar Sonar Moyna Pakhi 2 Lyrics (আমার সোনার ময়না পাখি ২) By Samz Vai

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি (২ বার)

প্রবাস জীবন কষ্ট ভিশন,
মনে ব্যথা খুব
সোনা পাখির জন্য সদায়,
ধরপর করে বুক (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আলতা, চুরি চাই না কিছুই,
চাই না দামি শাড়ী
আর থ্যাকেন না দূর প্রবাসে,
ফিরা আসেন বাড়ি (২ বার)

ঋণের বুঝা মাথায় নিয়া,
গিয়াছেন প্রবাসে
দেনা পাওনা শেষ হইলেই,
ফিরা আইসেন দেশে (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আপনার মুখটা না দেখিলে,
পাড়ি না ঘুমাইতে
আপনার কথা না শুনিলে,
পাড়ি না যে খাইতে (২ বার)

মাঝে মধ্যেই ইচ্ছে করে,
সবকিছু যাই ছাড়ি
আপনি কি চান আপনার জন্য,
কাইন্দা কাইন্দা মরি (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি।।

Ayesha


on Tomar jonno

My favouritesong

More Versions