Tui Ki Janishna 2
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল অমনি ফুটে ফুল (২)
তুই নেই বলে পাতা গুলো সব ফাকা
তুই নেই বলে মন শুধু করে খাখা (৩)
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন (২)
তবু তুই রয়েছিস বলে, তবু তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে(৩)
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি (২)
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…
তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,




জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল অমনি ফুটে ফুল

Overall Meaning

The lyrics of Arnob's song "Tui Ki Janishna 2" speak about the yearning for someone who is no longer present. The lyrics paint a vivid picture of the empty feeling that comes when someone we care about has left us. The song's tone is sad and mournful, with lines like "Tui ki janishna tor jonno kanna" ("Do you not know how much I cry for you?") expressing the deep sense of loss that the singer is feeling.


The imagery used in this song is particularly poignant, with the line "Borer ghasher thote shishir hoye chhute, janis na ki tui thik jokhonoi chhui" ("As winter falls on the morning grass, do you not know that I feel the chill in my bones whenever I touch you?") underscoring the emptiness and loneliness the singer feels without their loved one. Throughout the song, the singer begs for their loved one to return to them, imploring them to come back and fill the void in their life.


Overall, "Tui Ki Janishna 2" is a powerful and moving song about the pain of losing someone we care about deeply.


Line by Line Meaning

তুই কি জানিসনা তোর জন্য কান্না
Do you know that you cry for yourself?


ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে
Tears roll down your cheeks like dewdrops on grass blades in the morning.


জানিস না কি তুই ঠিক যখনই ছুই
Don't you know why you cry even when you're okay?


তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল অমনি ফুটে ফুল
Your eyelashes bloom like flowers and shed like feathers.


তুই নেই বলে পাতা গুলো সব ফাকা
When you're not around, the leaves feel empty and hollow.


তুই নেই বলে মন শুধু করে খাখা
In your absence, the heart feels only emptiness and sadness.


তুই নেই বলে একলা শালিক ডাকে
Without you, the lone bird calls out in solitude.


তুই নেই বলে মধু নেই মৌচাকে
The honey is missing without you, in the flowers.


তুই নেই তাই মেঘ কাদে হয় জল
The clouds weep because you're not there.


তুই আসবি আসবিটা কবে বল?
When will you come back? Say it.


তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
Night feels empty without you, and so does the day.


বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন
The emptiness is felt everywhere, in every moment.


তবু তুই রয়েছিস বলে, তবু তুই রয়েছিস বলে
Yet you say that you're still here.


ঘাসফুলে জল দোলে
The water sways in the grass and flowers.


তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
But since you're still here, the stars don't lose their shine.


তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি
I know in my dreams you're still holding my hand.


সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
Sweet songs call from afar, through the gentle roads.


তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…
Since you're still here, come and join them...




Contributed by Aubrey M. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@jipharm

Probably The Most experimental song ever in Bangla music history. Sooo many unique things. And the change from sad tone (tui kase ney situation) to happy tone (tui royesish situation) within 3:20 to 3:46 is just amazing.

@ayandipto6208

Also the back vocal of the baby just awesome

@ericburdon7208

এই গান টা শুনলেই বোঝা যায় অর্ণবদা বিশাল একটা এক্সপেরিমেন্ট করে গান টা তৈরি করসে, গানের মাঝখানে মাঝখানে একটা ছোট বাচ্চার কন্ঠের লুপ, একটা ফিমেল ভয়েস এর লুপ, একেবারে একটা নতুন জিনিস ক্রিয়েট করে, এমন ইউনিক আর অদ্ভুত কম্পোজিশন বোধহয় সেই সময় তুলনা করতে গেলে বাংলাদেশে প্রথমই বলা যেতে পারে। এই গান টা একটা আর্ট। Radiohead ব্যান্ড এর কিছু কম্পোজিশনের সাথে এর মিল পাওয়া যায়।

@araberabbi2579

হুম🥰🥰🥰🥰😍😘

@legendshuvoyt2790

তাইলে একবার ভাবেন ১০ বছর আগে জখন আমরা এই গান শুনে বিক্রি করতাম তখন এর ফিল টা অনেক ভালো ছিলো জা বুঝানোর মতো না

@shuvoshuvasish3829

@@araberabbi2579 qq

@shuvoshuvasish3829

@@araberabbi2579 q

@asadnoor630

৪.৫৮ just awesome

@apshishir

there is a mistake in the 12th line of the given lyrics in Description, the correct line will be "বিচ্ছিরি লাগে সাত, বিচ্ছিরি লাগে তিন"... Masterpiece track of Shayan Chowdhury Arnob

@Nashu_Doreen5955

আচ্ছা, ফার্স্টে কি রাত দিন এর পর আবার সাত তিন বলে?

More Comments

More Versions