Chena Jogot
Vibe Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

আমার চেতনার যত উদ্ধৃতি
চেনা স্বত্বার কত আকৃতি
সবই আবছা আলেয়ার
অজানা ভাষার আলোর মায়া।
চেনা পৃথিবীর ম্লান আলোতে
দেখা স্বপ্নের ছাপ খুঁজি
নীলিমায় হারিয়ে যাই
ব্যর্থতার গ্লানির অট্টহাসি।
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা,
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
আপন চিন্তার রহস্যময় আয়নাতে।
চির চেনা যে আমার এ জগত
দাঁড়িয়ে বলে পরিহাসে
আমাকে জানা না-জানার ভুল প্রয়াসে
হারাবে মহাকালে।
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা,
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা,




সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়।

Overall Meaning

The song "Chena Jogot" by Vibe is a reflection on the mysteries of life and the limits of consciousness. The artist starts by describing the complexities of his own consciousness that he can hardly fathom, let alone understand fully. He then moves on to talk about the world around him and how it is shrouded in mystery, with its own language and its own hidden messages.


In the second verse, the artist talks about the fleeting nature of dreams and how they leave their mark on us, but we can never quite grasp what they mean. He uses the metaphor of losing oneself in the blue horizon, a symbol of the limitlessness of our own imagination, but also of the pain of unfulfilled dreams.


The chorus talks about the world being so familiar, with its memories and its patterns, yet so unknown, with its shadows and illusions. The artist reflects on the paradox of consciousness - that the more we try to know, the more we realize how little we do know. The last line of the chorus repeats the metaphor of the blue horizon and the illusions that it brings.


The final verse is a reflection on the artist's own self, and how he is but a small part of this vast and unknown world. He wonders if his efforts to know the world around him are futile, and whether he is doomed to be lost in the mists of life. The song ends on a note of ambiguity, with the artist questioning whether he will ever know anything for certain.


Overall, "Chena Jogot" is a contemplative and meditative song that questions the very limits of human consciousness and our ability to know and understand the world around us.


Line by Line Meaning

আমার চেতনার যত উদ্ধৃতি
The various expressions of my consciousness


চেনা স্বত্বার কত আকৃতি
I do not recognize how much they resemble me


সবই আবছা আলেয়ার
All of it is a reflection of the universe


অজানা ভাষার আলোর মায়া।
It is the illusion of the unknown language's light.


চেনা পৃথিবীর ম্লান আলোতে
In the dim light of the familiar world


দেখা স্বপ্নের ছাপ খুঁজি
I search for the impression of my dreams


নীলিমায় হারিয়ে যাই
And lose myself in the blue


ব্যর্থতার গ্লানির অট্টহাসি।
The cynical laughter of failure.


এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
So familiar is the world, a string of memories,


সবই রয়ে যায় অদেখা,
Yet unseen, all of it,


সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
A glittering illusion in a transparent veil of light.


অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
This restless and intoxicated consciousness,


আপন চিন্তার রহস্যময় আয়নাতে।
Reflecting the enigma of your thoughts.


চির চেনা যে আমার এ জগত
My world that I have known forever


দাঁড়িয়ে বলে পরিহাসে
Stands and mocks my assumptions,


আমাকে জানা না-জানার ভুল প্রয়াসে
False attempts to understand me,


হারাবে মহাকালে।
Will be lost in the vastness of time.


এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
So familiar is the world, a string of memories,


সবই রয়ে যায় অদেখা,
Yet unseen, all of it,


সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
A glittering illusion in a transparent veil of light.


এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
So familiar is the world, a string of memories,


সবই রয়ে যায় অদেখা,
Yet unseen, all of it,


সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
A glittering illusion in a transparent veil of light.


অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়।
This restless and intoxicated consciousness.




Contributed by Parker F. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comment from YouTube:

@TanibImtiaz

Lyrics
আমার চেতনার যত উদ্ধৃতি
চেনা স্বত্বার কত আকৃতি
সবই আবছা আলেয়ার
অজানা ভাষার আলোর মায়া
চেনা পৃথিবীর ম্লান আলোতে
দেখা স্বপ্নের ছাপ খুঁজি
নীলিমায় হারিয়ে যাই
ব্যর্থতার গ্লানির অট্টহাসি
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
আপন চিন্তার রহস্যময় আয়নাতে
চিরচেনা যে আমার এই জগৎ
দাঁড়িয়ে বলে পরিহাসে
আমাকে জানা না জানার ভুল প্রয়াসে
হারাবে মহাকালে
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়ায়
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়...



All comments from YouTube:

@subscribeifyoudontknowme2346

Oni hasan showed his class through this song...... Great composition

@NabhanZaman

one of the best albums made in Bangladesh !

@sadimohammedsami1206

জীবনে মরার আগে এক্টা ইচ্ছা থাইকা যাইবো ,অনি হাসান এবং সাদী রে এক স্টেজে এই গান পার্ফম করতে দেখা।

@necroz9501

Best album ever produced in Bangladesh❤️🙂

@SHEBBIR55

সঠিক

@pollobchowdhury2617

কোন দিক দিয়ে বেস্ট? হেভি মেটালের মধ্যে?

@koushikdas1992

​@@pollobchowdhury2617হ্যাঁ

@adnanlui3589

এই ব্যান্ড যদি আর দশটা বছর থাকতো কি কি যে সৃষ্টি করে যেতো!

@NiamulArifin

Heard this song in 2007 when it came out. Today in 2022, still listening to it.

@Tosif947

Today in 2023, still listening to it

More Comments

More Versions