Tui Ki Janish Na II
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

তুই কি জানিসনা
তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে
শিশির হয়ে জোটে

জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
তোর চোখের পাতা চুল
অমনি ফুটে ফুল।

তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাঁ খাঁ
তুই নেই বলে একলা শালিখ ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?

তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সত
বিচ্ছিরি লাগে তিন

তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি।




সুরে দূর থেকে ডাকে, মেঠো রাস্তার বাঁকে
তুই রয়েছিস তাই, ওদের সাথে যাই

Overall Meaning

The song "Tui Ki Janish Na II" by Arnob is a melancholic ballad about the pain of missing someone. The opening verse asks whether the person knows how much they are missed, even to the point of shedding tears. The second verse continues the theme, describing how the person's absence has made everything empty and lifeless. The chorus repeats the phrase "Tui nae (since you're not here)," emphasizing how the person's absence has affected the singer's life.


The third verse describes how the absence of the person makes everything feel distant and cold, whether it be day or night. The following verses continue to emphasize the emptiness and longing caused by the person's absence. The final verse resolves by saying that the person is still present in the singer's dreams and memories, and that they will continue to walk the sweet path of life with them.


Overall, the lyrics of the song beautifully capture the bittersweet melancholy of missing someone, while also expressing a hope that they will one day be reunited.


Line by Line Meaning

তুই কি জানিসনা
Do you have any idea


তোর জন্য কান্না
Tears are shed for you


ভোরের ঘাসের ঠোটে
On the lips of the morning grass


শিশির হয়ে জোটে
In the dew drops it collects


জানিস না কি তুই
Do you even know


ঠিক যখনই ছুঁই
When I breathe in


তোর চোখের পাতা চুল
The eyelashes of your eyes


অমনি ফুটে ফুল।
Bloom without a care


তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
You are not here, so the leaves appear empty


তুই নেই বলে মন শুধু করে খাঁ খাঁ
You are not here, so the heart only coughs


তুই নেই বলে একলা শালিখ ডাকে
You are not here, so only loneliness calls


তুই নেই বলে মধু নেই মৌচাকে
You are not here, so nectar is absent in flowers


তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল
You are not here, so the clouds cry and rain


তুই আসবি আসবিটা কবে বল?
When will you come?


তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
You are not near, so the night feels distant


বিচ্ছিরি লাগে দিন
The day feels far


বিচ্ছিরি লাগে সত
The truth feels distant


বিচ্ছিরি লাগে তিন
Everything feels far


তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
Yet, you remain, causing water to sway in the grass and flowers to bloom


তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
Yet, you remain, shining like the stars


তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি।
I know you're here, in the hands of my dreams


সুরে দূর থেকে ডাকে, মেঠো রাস্তার বাঁকে
I call out from afar, along the sweet, winding path


তুই রয়েছিস তাই, ওদের সাথে যাই
You remain, so I go with them




Contributed by Lincoln D. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@jipharm

Probably The Most experimental song ever in Bangla music history. Sooo many unique things. And the change from sad tone (tui kase ney situation) to happy tone (tui royesish situation) within 3:20 to 3:46 is just amazing.

@ayandipto6208

Also the back vocal of the baby just awesome

@ericburdon7208

এই গান টা শুনলেই বোঝা যায় অর্ণবদা বিশাল একটা এক্সপেরিমেন্ট করে গান টা তৈরি করসে, গানের মাঝখানে মাঝখানে একটা ছোট বাচ্চার কন্ঠের লুপ, একটা ফিমেল ভয়েস এর লুপ, একেবারে একটা নতুন জিনিস ক্রিয়েট করে, এমন ইউনিক আর অদ্ভুত কম্পোজিশন বোধহয় সেই সময় তুলনা করতে গেলে বাংলাদেশে প্রথমই বলা যেতে পারে। এই গান টা একটা আর্ট। Radiohead ব্যান্ড এর কিছু কম্পোজিশনের সাথে এর মিল পাওয়া যায়।

@araberabbi2579

হুম🥰🥰🥰🥰😍😘

@legendshuvoyt2790

তাইলে একবার ভাবেন ১০ বছর আগে জখন আমরা এই গান শুনে বিক্রি করতাম তখন এর ফিল টা অনেক ভালো ছিলো জা বুঝানোর মতো না

@shuvoshuvasish3829

@@araberabbi2579 qq

@shuvoshuvasish3829

@@araberabbi2579 q

@asadnoor630

৪.৫৮ just awesome

@apshishir

there is a mistake in the 12th line of the given lyrics in Description, the correct line will be "বিচ্ছিরি লাগে সাত, বিচ্ছিরি লাগে তিন"... Masterpiece track of Shayan Chowdhury Arnob

@Nashu_Doreen5955

আচ্ছা, ফার্স্টে কি রাত দিন এর পর আবার সাত তিন বলে?

More Comments

More Versions