Tui Ki Janishna
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

তুই কি জানিস না তোর জন্য কান্না ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে জোটে
জানিসনা কি তুই ঠিক যখনি ছুঁই তোর চোখের পাতা, চুল; অমনি ফোটে ফুল

তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মনে শুধু করে খাঁ খাঁ
তুই নেই বলে একলা শালিখ ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল।

তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন, বিচ্ছিরি লাগে রাত, বিচ্ছিরি লাগে তিন

তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি




সুরে দূর থেকে ডাকে, মধ্যে রাস্তার বাঁকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই

Overall Meaning

The lyrics of Arnob's song Tui ki janish na convey a deep sense of longing and melancholy for someone who is absent. The singer of the song is asking this person whether they know the effect their absence has on the singer's emotional state, as they cry silently in the morning dew drops and feel as insignificant as a blade of grass. The singer expresses their confusion and uncertainty about whether this person knows how they feel, especially when they see the light reflecting in their eyes and the wild flowers blossoming in their hair.


The refrain "Tui nei bole" ("You're not here") is repeated several times throughout the song, emphasizing the emptiness and loneliness felt by the singer in the absence of the person they are addressing. The singer longs for their return, whether it be during the day or night, and even in their dreams. They express a desire to be with this person, to be illuminated by their light and to journey with them along the path of life.


Overall, the song Tui ki janish na is a poignant and heartfelt portrayal of the pain and longing felt when separated from someone special, and the hope that they will return soon to fill the void.


Line by Line Meaning

তুই কি জানিস না তোর জন্য কান্না ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে জোটে
Do you not know, when tears fall on the morning grass blades, dewdrops form and cling together?


জানিসনা কি তুই ঠিক যখনি ছুঁই তোর চোখের পাতা, চুল; অমনি ফোটে ফুল
You do not know, when I touch your eyelashes and hair, unseen flowers bloom.


তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
Without you, all the leaves seem empty and hollow.


তুই নেই বলে মনে শুধু করে খাঁ খাঁ
Without you, there is nothing but an empty echo in my mind.


তুই নেই বলে একলা শালিখ ডাকে
Without you, the night calls out to me in loneliness.


তুই নেই বলে মধু নেই মৌচাকে
Without you, the sweetness is gone from the wine.


তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল
Without you, the clouds cry and turn into rain.


তুই আসবি আসবিটা কবে বল।
When will you come back, tell me?


তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
Without you, the night feels distant and long.


বিচ্ছিরি লাগে দিন, বিচ্ছিরি লাগে রাত, বিচ্ছিরি লাগে তিন
The days, the nights, and every moment feels distant without you.


তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
But even though you are not here, the grass sways, the flowers bloom, and the water shimmers.


তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
But even though you are not here, the stars still shine bright.


তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি
I know you are still here, in the touch of my dreams.


সুরে দূর থেকে ডাকে, মধ্যে রাস্তার বাঁকে
From a distance, your voice calls out to me, twisting and turning through the path.


তুই রয়েছিস তাই ওদের সাথে যাই
You are still here, so go with them.




Contributed by David J. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

Tasfia


on Bakshe Bakshe

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা

Eitar mane ki ?

lyrics.amarload.com


on Sonar Moyna Pakhi

Amar Sonar Moyna Pakhi 2 Lyrics (আমার সোনার ময়না পাখি ২) By Samz Vai

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি (২ বার)

প্রবাস জীবন কষ্ট ভিশন,
মনে ব্যথা খুব
সোনা পাখির জন্য সদায়,
ধরপর করে বুক (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আলতা, চুরি চাই না কিছুই,
চাই না দামি শাড়ী
আর থ্যাকেন না দূর প্রবাসে,
ফিরা আসেন বাড়ি (২ বার)

ঋণের বুঝা মাথায় নিয়া,
গিয়াছেন প্রবাসে
দেনা পাওনা শেষ হইলেই,
ফিরা আইসেন দেশে (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আপনার মুখটা না দেখিলে,
পাড়ি না ঘুমাইতে
আপনার কথা না শুনিলে,
পাড়ি না যে খাইতে (২ বার)

মাঝে মধ্যেই ইচ্ছে করে,
সবকিছু যাই ছাড়ি
আপনি কি চান আপনার জন্য,
কাইন্দা কাইন্দা মরি (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি।।

Ayesha


on Tomar jonno

My favouritesong

More Versions