EI KULE AMI AAR OI KULE TUMI
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়.।

তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায় ।
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়...।

যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায় ...।
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায় ...।

দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়।।
দেখি আমি চোখ মেলে... মনেরও মাধুরী ঢেলে
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়... ।





এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়. ।

Overall Meaning

The lyrics to Manna Dey's "Ei Kule Ami Aar Oi Kule Tumi" paint a picture of two birds on two different branches of the same tree, singing a song about a river that flows between them. The singer muses about how they may be separated physically, but they are still connected by their love and their shared experiences. Despite this, the two birds remain hopeful and continue to sing, holding out the possibility that they may one day be reunited.


On a deeper level, the song might be read as a metaphor for the separation and longing that exist between people who are separated by distance or circumstance. Despite the distance between them, however, the two birds remain connected and are able to find comfort in their shared memories and experiences.


Overall, "Ei Kule Ami Aar Oi Kule Tumi" is a beautiful and uplifting song that celebrates the power of love and connection to transcend distance and hardship.


Line by Line Meaning

এই কূলে আমি আর ঐ কূলে তুমি
I am in this canal, and you are in that canal


মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
The river flows between us


তবুও তোমার আমি পাই ওগো সাড়া
Yet I find solace in belonging to you


দুটি পাখী দুটি কূলে গান যেন গায়
Two birds sing in two different canals


যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
Through ages, you tied me to a fuldore flower


তাই আজ বসে থাকি আশায় আশায়
So today I sit, hoping and waiting


দূরে আছো তবু কথা হয় বিনিময়
You are far, but we converse


জানো না তো কি নিবিড় এই পরিচয়।।
Who knows what this bond is?


দেখি আমি চোখ মেলে... মনেরও মাধুরী ঢেলে
I look into your eyes, and even my heart melts


তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
As you come to me, my soul is touched




Contributed by Landon W. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Most interesting comment from YouTube:

@ashimroy8467

কমেন্ট রেখে গেলাম।
অনেক দিন পর যখন আমরা থাকবোনা,
আমাদের পরিচিত কেউ
হয়তো দেখবে
আমাদেরও পছন্দ ছিল গানটি,
ঠিক তাদের মতো।
তাদের সময়ে
তারা যেমন সিগারেটের ধোঁয়া মাখা মধ্যে রাতে গানটি শুনবে
আমরা ও শুনতাম আমাদের সময়ে।
আর প্রিয় মানুষটির কথা
মনে করতাম
মানুষ বদলাবে ঋতু বদলাবে
কিন্তু গানটি থেকে যাবে চির বসন্ত।



All comments from YouTube:

@saregamabengali

Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
https://youtu.be/VJftyTaCIio
#monerpassword #anupamroy

@AnimeshMondal-ww2uq

P

@minatibanerjee8122

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

@ritade550

1980 সালে বাটানগরে মান্না দে র function এ মান্না দে আমার মায়ের অনুরোধে এই গানটি গেয়েছিলেন। এইরকম গান আর সারাজীবনে ও বোধ হয় পৃথিবীর কোনো প্রান্তে সৃষ্টি হবে না।

@aryan-oh5qm

google -------- faithfreedom ali sina challenge
google ------ faithfreedom ali sina articles
google ------- internet archive ali sina debates

@theverbalindian3252

Bah❤

@nuruzaman1289

১৪ থেকে আজ ৫৪ তেও আজ এক ই আবেদন

@monjurulmonowar1168

কারো অভাব কখনো পূরণ হয় না কোথাও না কোথাও ফাঁক থেকে যায়।

@mrinalchakraborty7248

আপনার মায়ের ভাগ্য কে বড় ঈর্ষা করছি মনে মনে।

23 More Replies...

@sayandipnaiya8129

আমি কিছুতেই বুঝতে পারি না, এমন সুন্দর একটা গানের dislike কারা দেয়,মানুষের কাজ বলে মনে তো হয় না ।

More Comments

More Versions