JAKHAN KEU AMAKE PAGAL BALE
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

যখন কেউ আমাকে পাগল বলে
তার প্রতিবাদ করি আমি
যখন তুমি আমায় পাগল বলো
তুমি আমায় পাগল বলো
ধন্য যে হয় সে পাগলামি
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য হে
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য যে

যখন নেশায় আমার রাস্তা টলে
কেউ আমাকে মাতাল বলে
অমনি সোজা চলে যাই দেখিয়ে
সোজা চলে যাই দেখিয়ে
সোজা চলে যাই দেখিয়ে
ভাবছ যা তা নইকো আমি
যখন তুমি আমায় মাতাল বলো
ধন্য যে হয় সে মাতলামি
ধন্য আমি ধন্য হে
মাতাল তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
মাতাল তোমার জন্য যে

যখন চোখ ভেসে যায় চোখের জলে
কেউ আমাকে দুঃখী বলে
অমনি হেসে উঠে দেই বুঝিয়ে
হেসে উঠে দেই বুঝিয়ে
সেই অভিনয় কত দামী
যখন তুমি আমায় দুঃখী বলো
ভালো করে কাঁদি আমি
ধন্য আমি ধন্য হে
দুঃখী তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
দুঃখী তোমার জন্য যে

যখন বুকে আমার আগুন জ্বলে
তা বুঝে কেউ আহা বলে
আমি বলি তাকে মিথ্যে কেন
বলি আমি বলি বলি তাকে
বলি বলি তাকে মিথ্যে কেন
বলি তাকে মিথ্যে কেন
হচ্ছো আমার অন্তর্যামী
যখন একটু তুমি আহা বলো
ভালো করে পুড়ি আমি...
ধন্য আমি ধন্য হে
পুড়ি তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
পুড়ি তোমার জন্য যে

যখন সব কিছু যায় রসাতলে
কেউ আমাকে ফকির বলে
আমি চেঁচিয়ে বলি কেউ জানে না
আমার কোথায় আছে কি যে দামী
শুধু তুমি যখন ফকির বলো
রসের অতলে যে তলাই আমি
ধন্য আমি ধন্য হে
ফকির তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
ফকির তোমার জন্য যে




ধন্য আমি ধন্য হে
মাতাল তোমার জন্য যে ।

Overall Meaning

The song "JAKHAN KEU AMAKE PAGAL BALE" by Manna Dey expresses the message that when someone calls us crazy, their remark doesn't affect us because we understand the beauty of "madness". The lyrics are a rebuttal to the negative connotation behind the word "pagal" (crazy) and instead, the song celebrates the beauty of unconventional behavior that is often labelled as "madness." The song encourages people to embrace what others perceive to be madness and urges them to recognize the creativity, joy, and fulfillment that comes with what others see as unpredictable or unconventional behavior.


The lyrics reveal different scenarios where the singer is called crazy by someone who is unable to understand the joy or depth behind their actions. Each time, the singer responds by saying that the statement doesn't impact them because they are happy being called "pagal" or crazy. The song isn't just a celebration of madness, but also a challenge to societal norms that limit people's abilities to express themselves fully.


Line by Line Meaning

যখন কেউ আমাকে পাগল বলে
When someone calls me crazy,


তার প্রতিবাদ করি আমি
I object to it


যখন তুমি আমায় পাগল বলো
When you call me crazy,


তুমি আমায় পাগল বলো
You call me crazy


ধন্য যে হয় সে পাগলামি
I am glad to be crazy


ধন্য আমি ধন্য হে
I am grateful, oh


পাগল তোমার জন্য হে
I am crazy for you


পাগল তোমার জন্য যে
I am crazy for you who


যখন নেশায় আমার রাস্তা টলে
When my path stumbles in addiction,


কেউ আমাকে মাতাল বলে
Someone calls me drunk


অমনি সোজা চলে যাই দেখিয়ে
I walk away showing no sign


সোজা চলে যাই দেখিয়ে
I walk away showing no sign


ভাবছ যা তা নইকো আমি
I am not thinking about what they say


যখন তুমি আমায় মাতাল বলো
When you call me drunk,


ধন্য যে হয় সে মাতলামি
I am glad to be drunk


মাতাল তোমার জন্য যে
I am drunk for you who


যখন চোখ ভেসে যায় চোখের জলে
When tears well up in my eyes,


কেউ আমাকে দুঃখী বলে
Someone calls me sad


অমনি হেসে উঠে দেই বুঝিয়ে
I smile and let them know


হেসে উঠে দেই বুঝিয়ে
I smile and let them know


সেই অভিনয় কত দামী
That acting is so valuable


যখন তুমি আমায় দুঃখী বলো
When you call me sad,


ভালো করে কাঁদি আমি
I weep well


দুঃখী তোমার জন্য যে
I am sad for you who


যখন বুকে আমার আগুন জ্বলে
When the fire burns in my chest,


তা বুঝে কেউ আহা বলে
Someone says 'aha' understanding it


আমি বলি তাকে মিথ্যে কেন
I ask them why it's a lie


বলি আমি বলি বলি তাকে
I say it again and again to them


বলি বলি তাকে মিথ্যে কেন
I say it again and again why it's a lie to them


বলি তাকে মিথ্যে কেন
I say to them why it's a lie


হচ্ছো আমার অন্তর্যামী
It becomes my hidden thought


যখন একটু তুমি আহা বলো
When you say 'aha' a little,


ভালো করে পুড়ি আমি...
I push well


পুড়ি তোমার জন্য যে
I push for you who


যখন সব কিছু যায় রসাতলে
When everything goes to wasteland,


কেউ আমাকে ফকির বলে
Someone calls me a beggar


আমি চেঁচিয়ে বলি কেউ জানে না
I smile and say no one knows


আমার কোথায় আছে কি যে দামী
Where I have something so valuable


শুধু তুমি যখন ফকির বলো
Only when you call me a beggar


রসের অতলে যে তলাই আমি
I sink to the depths of emotion


ফকির তোমার জন্য যে
I am a beggar for you who


মাতাল তোমার জন্য যে
I am drunk for you who




Contributed by Peyton C. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@saregamabengali

আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে.
https://youtu.be/IO2w0F7OD-w

@payelchakraborty9150

এভাবেও ভালোবাসা-র বহিঃপ্রকাশ করতে পারে কোনো পুরুষ!!!!!!

ধন্যবাদ পুলক বাবু, মান্না বাবু।

@debabratasumitbiswas9427

সাত মিনিটের নেশা করলাম।

@gamingwithrick3303

😌

@debarpanain6316

What kind of 'নেশা'? I bear no ill will.

@kaudiwala1079

❤️❤️❤️

@krishnenduroy1506

Absolutely correct

@MrSidhutube

চলুন আবার 7 মিনিটের নেশা করি একসাথে, এই তো আসল সুধা পান।।।🙏🙏🙏🙏

61 More Replies...

@drkbala2009

যখন প্রথম শুনি এই গান তখন আমার বয়স ১১ বা ১২ বছর, ক্লাস এর এক কিশোরীকে মনে মনে ভালো বাসতে শুরু করেছি, আজ ৫৫ বছরে , এখনো তাকে একইরকম ভালোবাসি

@nobitanobi3556

গুরুজী প্রণাম।।

More Comments

More Versions