TEER BHANGA DHEU
Manna Dey Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।

চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ
রঙের মাধুরী লয়ে ফুল হাসে ঐ
নিকটের পানে চাহি দুর কাঁদে গো
অ দেখার বাঁশরী যে সুর সাধে গো
সব শেষে পল্লবে জাগে মর্মর।
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।

তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরু ছায়া গো ।

চিরদিনই রয় ব্যাথা বন্ধনে হায়
হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়
সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ
আলো আর আঁধারের খেলা চলে ঐ
অন্তরে ধু ধু করে শুধু বালু চর।
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।





তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।

Overall Meaning

The song "Teer Bhanga Dheu" by Manna Dey depicts the beauty of nature and the emotions it evokes. The first stanza describes a broken arrow and a raging storm, yet amidst these disturbances, there is love that blossoms in a playful home. The second stanza compares the joy of a full moon to the happiness of lovers. The cries of separation echo from afar and the sounds of the bamboo flute, played by the lover, lingers on.


The third stanza speaks of the illusionary nature of desire that beckons the wandering soul, only to release it from the fatigue of the world's burden. The fourth stanza talks about the power of love that helps us overcome pain even when it lingers for decades. The warm sun of morning and the playful dance of light and shade adds a sense of vibrancy to the surroundings.


In essence, the song depicts love in the form of nature, as it embraces us in all its facets, be it joy or pain. The melody of the song, coupled with its lyrics makes it an evergreen favorite amongst music lovers.


Line by Line Meaning

তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
The broken arrow and the shattered storm depicting the chaos in life.


তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
In the midst of it all, we try to weave our own little world of love.


চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ
As the moon comes up, we feel a sense of joy.


রঙের মাধুরী লয়ে ফুল হাসে ঐ
The flowers smile with the sweetness of their colors.


নিকটের পানে চাহি দুর কাঁদে গো
While we desire the close proximity of some, we may shed tears for those who are far away.


অ দেখার বাঁশরী যে সুর সাধে গো
The melody of the bamboo flute softens the pain of not being able to see.


সব শেষে পল্লবে জাগে মর্মর।
But in the end, it's the quivering leaves that awaken our deepest emotions.


তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
The broken arrow and the shattered storm depicting the chaos in life.


তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
In the midst of it all, we try to weave our own little world of love.


তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো
Sometimes we hear the call of the desert mirage of our desires.


ক্লান্তিরে মুছে দেয় তরু ছায়া গো ।
But the shadow of the tree wipes away the exhaustion.


চিরদিনই রয় ব্যাথা বন্ধনে হায়
The pain of bondage remains forever.


হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়
Yet amidst the tears, there is a mixture of laughter.


সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ
The sun shines in all its glory, illuminating the fragrance of the earth.


আলো আর আঁধারের খেলা চলে ঐ
And there is a dance between the light and darkness.


অন্তরে ধু ধু করে শুধু বালু চর।
But deep inside, there is only the sound of the wind blowing through the sand.


তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
In the midst of it all, we try to weave our own little world of love.


তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
The broken arrow and the shattered storm depicting the chaos in life.


তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
In the midst of it all, we try to weave our own little world of love.




Contributed by Jacob M. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found
Comments from YouTube:

@user-gh6kx6rj5e

2021 সালে কমেন্ট রেখে গেলাম। এক শতাব্দী পর যখন কেউ চোখ ভুলাবে।

@TV-mm1lc

হাই

@juwelkhan6900

@@TV-mm1lc ffc

@user-fp8vu6dk8m

2025

@Naturalneauty541

২০২৩ সালের ১৫ জুন এই কমেন্ট দেখলাম, এর মধ্যে পৃথিবীতে অনেক কিছুই ঘটে গেল কিন্তু এই গানের মোহমায়া বিন্দুমাত্র কমেনি

@asishbanerjee4310

চোখ ভুলাবে ,না চোখ বোলাবে?কোনটা?

@munirhossain5378

এই ধরনের গান সর্বপ্রথম শুনি যকন আমি ২য় শ্রেণিতে পড়ি 1992সালে এক ব‍্যক্তির কাছ থেকে তখন বলতাম এটা আবার কি গান!যখন আমি নবম শ্রেণিতে তখন নিজে নিজে প্রতিদিন শুনতাম আজ 12.07.2022 ইং শুনছি এইভাবে মাঝে মাঝে শুনি।

@mdriaj3503

অসাধারণ ❤

@soumitramondal.musicandyog2774

আপনি ঠিকই বলেছেন এটা আবার গান? সত্যি ই তো এটা গান নয়, হৃদয়ের অনুভূতি। যা বার বার শুনতে ইচ্ছে করে এবং হৃদয় কে আন্দোলিত করতে ইচ্ছে করে ❤🙏🏻

@mazharulhaque2886

বিগত পন্চাশ বছরেও এমন শাশ্বত প্রেমের গান দ্বিতীয় টি শুনিনি। মান্না দে যেন অ প্রতিদ্বন্দ্বী শিল্পি।

More Comments

More Versions