Dhushor Megh
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

ধুসর মেঘ,
জমানো আকাশ
অতিক্রান্ত পথ খুব অচেনা
শালিকের পিঠে, বয়ে আনা
দুঃখ তারাদের থেকে কেনা

ধুসর মেঘ, জমানো আকাশ
অতিক্রান্ত পথ খুব অচেনা
শালিকের পিঠে বয়ে আনা
দুঃখ তারাদের থেকে কেনা

দীপগুলো দুরান্তে জ্বলে
জোনাকিরা অভিমানে কালো
এ শুন্য নিয়ন কথা বলে
আঁধারেরা তার চেয়ে ভাল

দিপগুলো দুরান্তে জ্বলে
জোনাকিরা অভিমানে কালো
এ শুন্য নিয়ন কথা বলে
আঁধারেরা তার চেয়ে ভাল

ধুসর মেঘ জমানো আকাশ
শহরের কাঁধে সন্ধ্যার ভর
আদরে হাসে ছোট ছোট কাশ
ধুলো ওঠে বাতাসে অতঃপর





ধুসর মেঘ... তারাদের থেকে কেনা

Overall Meaning

The song "Dhushor Megh" by Arnob is a poetic and melancholic piece that seems to revolve around the theme of loneliness and despair. The first verse describes a gray sky with a few clouds floating aimlessly, while the second verse mentions the presence of some lights shining in the darkness. The chorus mentions the gray sky again and how it is covering the city. The last verse describes some laughter and the sound of coughing that arises in this monochromatic environment.


One interpretation of this song could be that it speaks to the feelings of solitude and emptiness that can come even when surrounded by others. The empty sky and the city's quietness may symbolize the singer's feeling of being alone despite being physically present with others. The lights could be interpreted as hope, but in the end, the gloominess still overwhelms. The last verse may be a reminder that even in the emptiness, some moments of joy can happen too.


Overall, the song's theme is permeated with a sense of sadness and resignation, suggesting that the weight of loneliness is too much to carry.


Line by Line Meaning

ধুসর মেঘ,
The grey clouds,


জমানো আকাশ
Filling up the sky


অতিক্রান্ত পথ খুব অচেনা
Unfamiliar paths ahead


শালিকের পিঠে, বয়ে আনা
Following the footsteps of the magpie


দুঃখ তারাদের থেকে কেনা
Purchased from the stars' sorrows


দীপগুলো দুরান্তে জ্বলে
The lamps flicker in the distance


জোনাকিরা অভিমানে কালো
Fireflies full of pride


এ শুন্য নিয়ন কথা বলে
This empty gaze speaks


আঁধারেরা তার চেয়ে ভাল
The darkness prefers it over everything else.


শহরের কাঁধে সন্ধ্যার ভর
Dusk descends upon the shoulders of the city


আদরে হাসে ছোট ছোট কাশ
The small kash flowers smile with affection


ধুলো ওঠে বাতাসে অতঃপর
The dust rises in the wind thereafter


ধুসর মেঘ... তারাদের থেকে কেনা
The grey clouds purchased from the stars' sorrows.




Contributed by Parker B. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

Tasfia


on Bakshe Bakshe

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা

Eitar mane ki ?

lyrics.amarload.com


on Sonar Moyna Pakhi

Amar Sonar Moyna Pakhi 2 Lyrics (আমার সোনার ময়না পাখি ২) By Samz Vai

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি (২ বার)

প্রবাস জীবন কষ্ট ভিশন,
মনে ব্যথা খুব
সোনা পাখির জন্য সদায়,
ধরপর করে বুক (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আলতা, চুরি চাই না কিছুই,
চাই না দামি শাড়ী
আর থ্যাকেন না দূর প্রবাসে,
ফিরা আসেন বাড়ি (২ বার)

ঋণের বুঝা মাথায় নিয়া,
গিয়াছেন প্রবাসে
দেনা পাওনা শেষ হইলেই,
ফিরা আইসেন দেশে (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আপনার মুখটা না দেখিলে,
পাড়ি না ঘুমাইতে
আপনার কথা না শুনিলে,
পাড়ি না যে খাইতে (২ বার)

মাঝে মধ্যেই ইচ্ছে করে,
সবকিছু যাই ছাড়ি
আপনি কি চান আপনার জন্য,
কাইন্দা কাইন্দা মরি (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি।।

Ayesha


on Tomar jonno

My favouritesong

More Versions