Dik Bidik
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

দিকবিদিক আঁধারঝরা রোদে,
এখনো ঘুম, ঘুমকাতুরে ছায়া।
অন্ধকার কথার আলো খোঁজে
ক্লান্ত রাতে জোছনামাখা মায়া।

কোথাও বুঝি বৃষ্টি হবে খুব,
দেয়াল বেয়ে গুল্মলতা হাসে,
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে।

একেকটা দিন কাটে তুমুল সুখে,
একেকটা দিন ইচ্ছে-কান্না ঘোর।




একেকটা রাত আদরছোঁয়া হাতে
আগল দিয়ে রাখে মনের দোর।

Overall Meaning

The lyrics of Arnob’s song Dik Bidik reflect a sense of loneliness and confusion. The opening lines describe a dark and uncertain world where shadows loom over the singer as they try to find a way through the tired night, searching for light in the darkness of their thoughts. The next verse speaks of a feeling of being lost, of wandering through life without direction or purpose, trying to find one’s way through the maze of existence. The final verse is one of longing, of wanting, of hoping for something more, something better, something brighter.


The song has a melancholy tone that is enhanced by the sparse melody and repetition of certain phrases. There is a sense of deep emotion throughout the song, a feeling akin to the pain of loss or the sadness of unrequited love. The puzzling nature of the lyrics adds to the sense of confusion that the singer seems to be feeling, making it difficult to decipher the exact meaning behind the words.


The beauty of the song lies in its ability to resonate with those who have felt lost or uncertain, those who have longed for something more in their lives. As the song progresses, there is a growing sense that the singer may find what they are looking for, that the light may finally shine on them and point the way out of the darkness.


Line by Line Meaning

দিকবিদিক আঁধারঝরা রোদে,
In every direction, darkness covers the sky,


এখনো ঘুম, ঘুমকাতুরে ছায়া।
Still asleep, under the shade of slumber.


অন্ধকার কথার আলো খোঁজে
Searching for a glimpse of light in the darkness of words,


ক্লান্ত রাতে জোছনামাখা মায়া।
In the tired night, surrounded by deceptive illusions.


কোথাও বুঝি বৃষ্টি হবে খুব,
Somewhere I sense that there will be heavy rain,


দেয়াল বেয়ে গুল্মলতা হাসে,
The walls smile with dense foliage of creepers,


পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
The lost traveler's footsteps disappear


পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে।
Drenching his feet with wet leaves in the grass.


একেকটা দিন কাটে তুমুল সুখে,
Each day passes with tumultuous joy,


একেকটা দিন ইচ্ছে-কান্না ঘোর।
Each day filled with desires and tears.


একেকটা রাত আদরছোঁয়া হাতে
Each night clasping onto loving hands,


আগল দিয়ে রাখে মনের দোর।
Keeping the gates of the heart open.




Writer(s): sahana

Contributed by Benjamin K. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

Tasfia


on Bakshe Bakshe

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা

Eitar mane ki ?

lyrics.amarload.com


on Sonar Moyna Pakhi

Amar Sonar Moyna Pakhi 2 Lyrics (আমার সোনার ময়না পাখি ২) By Samz Vai

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি (২ বার)

প্রবাস জীবন কষ্ট ভিশন,
মনে ব্যথা খুব
সোনা পাখির জন্য সদায়,
ধরপর করে বুক (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আলতা, চুরি চাই না কিছুই,
চাই না দামি শাড়ী
আর থ্যাকেন না দূর প্রবাসে,
ফিরা আসেন বাড়ি (২ বার)

ঋণের বুঝা মাথায় নিয়া,
গিয়াছেন প্রবাসে
দেনা পাওনা শেষ হইলেই,
ফিরা আইসেন দেশে (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আপনার মুখটা না দেখিলে,
পাড়ি না ঘুমাইতে
আপনার কথা না শুনিলে,
পাড়ি না যে খাইতে (২ বার)

মাঝে মধ্যেই ইচ্ছে করে,
সবকিছু যাই ছাড়ি
আপনি কি চান আপনার জন্য,
কাইন্দা কাইন্দা মরি (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি।।

Ayesha


on Tomar jonno

My favouritesong

More Versions