Tatee
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

হানা দিই রেশমের বনে,
পাক দিই পশমের রোঁয়ায়,
তাঁত ঘরে জট পরা সুতো
গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়।
বুনতে বুনতে তাঁতি-মন, টানা-পোড়েনের ধূন সাধে,
সূতোর উন্মুক্ত প্রান্ত যত, একে একে গিঁট দিয়ে বাঁধে।
গোড়ায় গোড়ায় বাঁধা ছবি, শরীর জুড়ে খেলে যায়,
দিনলিপি লিখে যায় কবি, দিন বয়ানের কবিতায়।




Overall Meaning

The lyrics to Arnob's song Tati describe the process of weaving fabric and the emotions that come with it. The singer talks about spinning thread with skillful hands and weaving it into beautiful fabric. He talks about the intricate patterns that are created on the fabric and how it takes time and care to create them. The song also talks about the memories that are created while weaving, as the weaver often spends long hours at the loom. The weaver sings songs, writes poetry, and creates art while working on the fabric.


The song has a very soothing and calming tune, which adds to the beauty of the lyrics. It is a tribute to the skill and artistry of the traditional weavers of Bangladesh. The song touches on themes of heritage and tradition, and how important it is to preserve them. Overall, the song is a beautiful ode to the art of weaving and the emotions that come with it.


Line by Line Meaning

হানা দিই রেশমের বনে,
I weave my dreams in the forest of silk,


পাক দিই পশমের রোঁয়ায়,
I soften in the woolen fields,


তাঁত ঘরে জট পরা সুতো
Threads are intricately woven in the loom of my being,


গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়।
My fingers leave a trace on the tangled thread,


বুনতে বুনতে তাঁতি-মন, টানা-পোড়েনের ধূন সাধে,
As I weave one thread after another, the rhythm of the loom soothes my soul,


সূতোর উন্মুক্ত প্রান্ত যত, একে একে গিঁট দিয়ে বাঁধে।
Every loose end is carefully knotted and woven into the fabric,


গোড়ায় গোড়ায় বাঁধা ছবি, শরীর জুড়ে খেলে যায়,
My body moves along with the weave of the fabric, creating a picture,


দিনলিপি লিখে যায় কবি, দিন বয়ানের কবিতায়।
Each day's work is like a poem, written by the weaver.




Contributed by Aubrey A. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

Tasfia


on Bakshe Bakshe

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা

Eitar mane ki ?

lyrics.amarload.com


on Sonar Moyna Pakhi

Amar Sonar Moyna Pakhi 2 Lyrics (আমার সোনার ময়না পাখি ২) By Samz Vai

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি (২ বার)

প্রবাস জীবন কষ্ট ভিশন,
মনে ব্যথা খুব
সোনা পাখির জন্য সদায়,
ধরপর করে বুক (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আলতা, চুরি চাই না কিছুই,
চাই না দামি শাড়ী
আর থ্যাকেন না দূর প্রবাসে,
ফিরা আসেন বাড়ি (২ বার)

ঋণের বুঝা মাথায় নিয়া,
গিয়াছেন প্রবাসে
দেনা পাওনা শেষ হইলেই,
ফিরা আইসেন দেশে (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আপনার মুখটা না দেখিলে,
পাড়ি না ঘুমাইতে
আপনার কথা না শুনিলে,
পাড়ি না যে খাইতে (২ বার)

মাঝে মধ্যেই ইচ্ছে করে,
সবকিছু যাই ছাড়ি
আপনি কি চান আপনার জন্য,
কাইন্দা কাইন্দা মরি (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি।।

Ayesha


on Tomar jonno

My favouritesong

More Versions