Rakho Rakhore
Arnob Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়--
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মা




Overall Meaning

The lyrics of Arnob's song Rakho Rakhore reflects the yearning for the past and the longing for old memories. The opening line, 'Purano sei diner kotha bhulbi ki re hay' (Will I forget the stories of those old days), expresses the singer's desire to hold onto the memories of a bygone era. The second line, 'O sei chokhe dekha, praner kotha, se ki bhola jay' (Will those memories, emotions, and things that once were seen ever be forgotten), highlights the singer's fear of losing these precious memories forever.


The refrain of the song, 'Aye ar ek tibar aye re sakha, praner majhe aye' (Come, one more time, come my friend, come and reside within me), expresses the singer's desperate plea to relive the memories of the past and to keep them close to his heart. The lines, 'Mora sukh-er dukher kotha kob, pran jurabe tay' (When I express the tales of my happiness and my sorrow, my soul is transported), emphasize the significance of memories and their profound impact on the soul.


Overall, this song is a nostalgic portrayal of the past and the importance of memories in shaping our present and future. It encourages us to hold onto our memories and cherish them as they provide us with a sense of comfort and identity.


Line by Line Meaning

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
Will I forget the stories of those old days, oh my dear.


ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
Can I forget the sight in those eyes, those words from the heart, my love.


আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
Come, come once again my friend, and come into the depths of my soul.


মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
We will weave the words of happiness and sadness, and our souls will join together.


মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়--
In the morning hours we have picked flowers, and swayed on the swings.


বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
Playing flutes, we sang songs under the Bakul tree.


হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--
Oh, we got caught in the in-between, where have we gone.


আবার দেখা যদি হল, সখা, প্রাণের মা
If we meet again, my friend, my soul's mother.




Contributed by Camilla C. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

Tasfia


on Bakshe Bakshe

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা

Eitar mane ki ?

lyrics.amarload.com


on Sonar Moyna Pakhi

Amar Sonar Moyna Pakhi 2 Lyrics (আমার সোনার ময়না পাখি ২) By Samz Vai

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি (২ বার)

প্রবাস জীবন কষ্ট ভিশন,
মনে ব্যথা খুব
সোনা পাখির জন্য সদায়,
ধরপর করে বুক (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আলতা, চুরি চাই না কিছুই,
চাই না দামি শাড়ী
আর থ্যাকেন না দূর প্রবাসে,
ফিরা আসেন বাড়ি (২ বার)

ঋণের বুঝা মাথায় নিয়া,
গিয়াছেন প্রবাসে
দেনা পাওনা শেষ হইলেই,
ফিরা আইসেন দেশে (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি

আপনার মুখটা না দেখিলে,
পাড়ি না ঘুমাইতে
আপনার কথা না শুনিলে,
পাড়ি না যে খাইতে (২ বার)

মাঝে মধ্যেই ইচ্ছে করে,
সবকিছু যাই ছাড়ি
আপনি কি চান আপনার জন্য,
কাইন্দা কাইন্দা মরি (২ বার)

দুখের পরে সুখ আসবে,
সেই আশাতে থাকি

আমার সোনার ময়না পাখি রে
আমার সোনার ময়না পাখি
আমার জন্য কাইন্দা কাইন্দা,
ভাসায় দুটি আঁখি।।

Ayesha


on Tomar jonno

My favouritesong

More Versions